বিজনেস প্ল্যান লিখতে যে ৬ টি ভুল করা যাবে না

বিজনেস প্ল্যান লিখতে চান? জেনে নিন যেই ৬টি ভুল করা যাবে না!

বিজনেস প্ল্যান লিখতে যে ৬ টি ভুল করা যাবে না

বিজনেস প্ল্যান লিখতে যে ৬ টি ভুল করা যাবে না

আপনি জানেন যে, বিজনেস প্ল্যান বা ব্যবসার পরিকল্পনা যে কোন ব্যবসার জন্য একটি রোডম্যাপ। বিজনেস প্ল্যান লেখার কিছু উদ্দেশ্য ও কারন থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারন নিজেকে মোটিভেট করা, সম্ভাব্য আয় ব্যয়ের খরচ হিসাব করা, ব্যবসায়িক ফান্ড বানানো, মার্কেটিং প্ল্যান ইত্যাদি।

এত কিছু করার একটিই প্রধান উদ্দেশ্য ব্যবসাটি সফল করা। আজকের এই সংক্ষিপ্ত আর্টিকেলে আমি আপনার সাথে বিজনেস প্ল্যান লিখতে যে ৬ টি ভুল করা যাবে না তা তুলে ধরার ইচ্ছা প্রকাশ করছি।  

১। অবাস্তব আর্থিক অনুমান – Unrealistic financial assumptions.

বিনিয়োগকারীরা এমন একটি ব্যবসায়িক পরিকল্পনা দেখতে চায় যেখানে একটি বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা থাকবে।

এই বিষয়টি ব্যাংক লোন বা বিনিয়োগকারী পেতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসার সাথে সম্পৃক্ত প্রতিটি আর্থিক বিষয় সুক্ষ ভাবে বিশ্লেষণ করতে হবে।

আপনার যদি বিনিয়োগকারী নাও দরকার হয় তবুও অবাস্তব আর্থিক অনুমান করা যাবে না। আপনাকে যথেষ্ট গবেষণা করেই business plan এর financial statement বানাতে হবে।

পড়ুন – সফল উদ্যোক্তারা যে ৭টি ভুল পুনরায় করেন না

২। টার্গেট মার্কেট নির্ণয় না করা- Not Determining the Target Market

আপনার অনেক ভাল পণ্য বা সেবা থাকতে পারে কিন্তু যদি গ্রাহক না থাকে তবে সেই ভালো পণ্য বা সেবার কোন দাম নেই।

আপনি যেই ব্যবসাই করেন না কেন, আপনাকে আপনার ব্যবসার জন্য টার্গেট মার্কেট খুঁজে পেতে হবে। কারন সবাই আপনার ব্যবসার গ্রাহক হতে পারে না।

৩। সাদামাটা গবেষণা – Poor market research

তাড়াহুড়ো করে বিজনেস প্ল্যান লিখলে ভুল হওয়ার সম্ভাবনা বেশী থাকে। যে কোন ব্যবসা পরিকল্পনায় আপনাকে যথেষ্ট সময় গবেষণায় ব্যয় করতে হবে। এ জন্য আপনাকে প্রাইমারি ও সেন্ডারি মার্কেট রিসার্চ করতে হবে।

৪। প্রতিযোগীদের সঠিক মূল্যায়ন না করা – Do not evaluate competitors properly

আপনি যতই ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে বাজারে আসতে চান না কেন, প্রতিযোগিদের সঠিক মুল্যায়ন করতেই হবে।

বিজনেস প্ল্যান লিখতে আপনাকে আপনার প্রতিযোগিদের সম্পর্কে বিশদ ভাবে জানতে হবে।

কোন সেক্টরে তারা ভাল করছে এবং কোন সেক্টরে তারা তুলনামূলক খারাপ করছে তা অবশ্যই আপনার বিজনেস প্ল্যানে লিখতে হবে।

৫। আপনার বিজনেস প্লানটি অনেক বড় না হয় অনেক ছোট।

সত্যি বলতে কি, একটি বিজনেস প্ল্যান লেখা হয় কাউকে টার্গেট করে। একটি বিজনেস প্ল্যান ১ পেইজেরও হতে পারে আবার ৫০ পেইজেও হতে পারে। তা সম্পূর্ণ নির্ভর করে আপনি কাকে উদ্দেশ্য করে লিখছেন এবং আপনার ব্যবসার সাইজের উপর।

আপনি যদি বিনিয়োগকারী পাওয়ার জন্য বিজনেস প্ল্যান লিখতে চান তবে তা যে অতিরিক্ত ছোট বা অতিরিক্ত বড় না হয়। এই ক্ষেএে ২০ থেকে ২৫ পেইজের মধ্যে শেষ করা যেতে পারে।  

৬। মার্কেটিং প্ল্যান না লেখা – Not writing a marketing plan.

বিজনেস প্লানের একটি অতি গুরত্বপূর্ণ অংশ হল মার্কেটিং প্ল্যান। সম্ভাব্য ক্লায়েন্টের কাছে আপনি কীভাবে আপনার পণ্য এবং সেবা প্রচার করতে চান তা মার্কেটিং প্লানে থাকবে, সেই সাথে মার্কেটিং প্লানের বাজেটও উল্লেখ থাকতে পারে।