SME ভাবনা – কে এম চিশতি

List of SME Share

List of SME Share

ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু হয় SME মার্কেটের। OTC থেকে আসা কিছু কোম্পানি দিয়ে শুরু হলেও বর্তমানে ১৫টি কোম্পানি তালিকাভুক্ত আছে। যার মধ্যে ২টি ছাড়া বাকীগুলো নিয়মিত লেনদেন হচ্ছে। এই ১৫টি কোম্পানিগুলোর মধ্যে, ৫টি কোম্পানি এসেছে OTC মার্কেট থেকে বাকিগুলো আইপিও এর মাধ্যমে।

SME Market শুরুর পর থেকেই নানা রকম আইন কানুন পরিবর্তন করা হয়। যেমন একদম শুরুতে আইন ছিল যে, SME Market এ বিনিয়োগ করতে চাইলে একজন বিনিয়োগকারীর কমপক্ষে ১ কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগ থাকতে হবে এবং সেই সময়ে একটা শেয়ারের দাম একদিনে ২০% বাড়তে বা কমতে পারত।

এর পরে ১ কোটি বদলে ৫০ লাখ করা হয়, এর কিছু দিন পর ২০ লাখ করা হয় এবং ২০% এর সার্কিট এর পরিবর্তে ১০% করা হয়। অর্থাৎ, যেখানে পূর্বে ২০% বাড়তে বা কমতে পারত, এখন সেখানে ১০% বাড়তে বা কমতে পারে।

কিছু দিন পূর্বে এই ২০ লাখের পরিবর্তে ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে এই মর্মে সিকিউরিটিজ কমিশন একটা প্রজ্ঞাপন জারি করেছিল। এরপরে রাজধানীর দিলকুশার বাসিন্দা মো. রাজু হাসানের পক্ষে একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট মোস্তফা কামাল।

এর পরে ১৬ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ আগামী তিন মাসের জন্য সর্বনিম্ন ৩০ লাখ টাকা বিনিয়োগে বিএসইসির বেঁধে শর্ত স্থগিত করে। বিভিন্ন অনলাইন পত্রিকায় এই বিষয়টি আসে যে এখন থেকে যে কোনো পরিমান টাকা বিনিয়োগ থাকলে যে কেউ SME মার্কেট থেকে শেয়ার কিনতে পারবে।

তবে ঐদিন’ই sharenews24 নামে একটি অনলাইন পত্রিকা জানায় যে, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জানিয়েছে পরবর্তী কমিশনের মিটিং এ এই বিষয়ে তাদের অবস্থান তুলে ধরবে।

আর এদিকে SME Market যারা বিনিয়োগকারী আছে তাদের মধ্যেও একটা উত্তেজনা কাজ করছে। কেননা অনেক শেয়ার এ তারা অনেক টাকা লসে আছে, তারা চাচ্ছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের একটা কার্যকারী সিন্ধান্তে এই মার্কেটে গতি আসবে।

এসএমই মার্কেটের কোম্পানি ওয়ান্ডার টয়জের শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে। গত এক বছরের মধ্যে শেয়ারটির সর্বোচ্চ দর উঠেছিল ১১৫ টাকায়। আর সর্বশেষ এই শেয়ার লেনদেন হয়েছে ৩৫ টাকা। অর্থাৎ কোম্পানিটির শেয়ারদর ৮০ টাকা বা ৭০% পারসেন্ট কমেছে। এই রকম SME মার্কেটে বর্তমানে কিছু কোম্পানি অবমুল্যায়িত অবস্থায় আছে, যা অনেক ভালো করার সুযোগ আছে। SME বিনিয়োগকারীরা আসছে সপ্তাহে ভালো কিছুর অপেক্ষা করছে।

কিছু বিনিয়োগকারীর ধারনা SME এর জন্য মেইন মার্কেট বাড়ে না, যা শতভাগ ভুল, SME তে লেনদেন হয় গড়ে ১০/১২ কোটি টাকার কম, তাই এই টাকা নিয়ে মেইন মার্কেট তুলনা করা বড়ই বেমানান। উল্লেখ করা দরকার এই যে, SME Market এ কোনো ফ্লোর প্রাইজ নেই। কোম্পানির পারফরমেন্স ও বিনিয়োগকারীদের চাহিদা মাফিক শেয়ার এর দাম উঠা নামা করতে পারে।

 

সর্বপরি, SME Market যেই উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছে সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকে অবশ্যই একটা বাস্তববাদী পদক্ষেপ গ্রহন করতে হবে, যাতে বড় বিনিয়োগকারীদের পাশাপাশি অন্য বিনিয়োগকারীগন উপকৃত হতে পারে। সামনে কিছু দিনের মধ্যে হয়ত ATB বা Alternative Trading Board বাজারে আসবে, তাই এই ATB কে শক্তিশালী করার আগে SME মার্কেটে শক্তিশালী করা সময়ের দাবি।

আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুন, আল্লাহ হাফেজ!

কে এম চিশতি সিয়াম, banglapreneur@gmail.com