আল মদিনা ফার্মাসিউটিক্যাল্‌স লিমিটেড এর সাথে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির চুক্তি সম্পন্ন

পুঁজিবাজারে এসএমই মার্কেটে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাতের কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যাল্‌স লিমিটেডের সাথে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের চুক্তি সম্পন্ন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের নিউজ সেকশনে এই তথ্য নিশ্চিত করেছে কোম্পানিটি।

এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL) বাংলাদেশের একটি ১০০% রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস কোম্পানি। EDCL এর প্রয়োজনীয়তা অনুযায়ী টোল উৎপাদনের জন্য এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL)-এর সাথে চুক্তি সম্পন্ন করেছে আল মদিনা ফার্মাসিউটিক্যাল্‌স লিমিটেড। এই মুহূর্তে কোম্পানিটি EDCL থেকে ম্যানুফ্যাকচারিং অর্ডার পাওয়ার জন্য অপেক্ষা করছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সূত্র মতে, এর আগে আল মদিনা ফার্মাসিউটিক্যাল্‌স লিমিটেড রপ্তানির জন্য দুই ক্রেতার সঙ্গে চুক্তি করেছে। ফার্মা পণ্য রপ্তানির জন্য দুই ক্রেতা হেজাজ লিমিটেড, আফগানিস্তান এবং আল-জুবাইদি স্টোর, ইয়েমেন।

কোম্পানি সূত্রে জানা যায়, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ২০০৭ সাল থেকে ওষুধ তৈরি করে আসছে আল মদিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড। এই কোম্পানির ওষুধ এখন সব অঞ্চলেই পাওয়া যাচ্ছে। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বাৎসরিক বিক্রি ক্রমান্বয়েই বাড়ছেই আল-মদিনা ফার্মার। ২০১৮ সালে যেখানে ১৫ কোটি টাকা বিক্রি ছিল কোম্পানিটির, যা ২০২২ সালে ৬৭ কোটি টাকার বিক্রি হয়েছে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ কোটি টাকা কিউআইও অনুমোদন দেয়া হয়েছিল। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করে।

উল্লেখ্য এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। ২০২২-২৩ অর্থ বছরে কোম্পানিটি সাধারন শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ বোনাস ঘোষনা করেছিল।

কোম্পানির মোট শেয়ার ২ কোটি ৪ লাখ যার মধ্যে ৬৯.৮৫% শতাংশ শেয়ার কোম্পানির পরিচালকদের হাতে রয়েছে।