Time is Money কথাটি কি সত্যি?

Time is Money কথাটি কি আসলেই সত্যি? সময়ে মূল্যের কথা আমরা সবাই জানি। ছোটবেলা থেকে এই বিষয়ে আমাদের অনেকেই সর্তক করেছেন এবং বুঝিয়েছে যে সময় চলে যায় সেটি আর ফিরে পাওয়া যায় না।

সময় আমাদের কাছে থেকে কেড়ে যেমন নেয় ঠিক তেমনি সময় আমাদের অনেক কিছু দেয়। আমরা কিভাবে সময় ব্যয় করছি সেটিই হলো বিষয়। সময়কে সঠিক উপায়ে ব্যবহার করতে পারলে আমরা অনেক কিছু অর্জন করতে পারবো।

আমরা যখন সময় নষ্ট করি তখন আমাদের দৃষ্টিতে তেমন কোন ক্ষতি চোখে না পরলেও, সেই ক্ষতি পুষিয়ে ওঠা বেশ কঠিন।

সময়ের মূল্য রচনা আমার জীবনে কত বার পড়েছি এবং লিখেছি। কিন্তু আমরা আসলেই কি সময়ের মূল্য দিতে পেরেছি?

টাকা নিয়ে অনেক নেতিবাচক কথা থাকলেও আমরা সবাই জানি টাকা জীবনের জন্য প্রয়োজন। আপনি যত টাকা আয় করতে পারবেন আপনার জীবন যাপনের মান তত বৃদ্ধি পাবে। আবার “সময়ের একফোঁড় অসময়ে দশফোঁড়” কথাটার সাথেও কিন্তু আমরা পরিচিত।

যুবক বয়সে আমরা যে পরিশ্রম, মেধা এবং শক্তি ব্যয় করতে পারবো বা পারি কিন্তু বৃদ্ধ বয়সে সেটি আর সম্ভব হয়ে ওঠে না। সুতরাং সময়ের কাছে আমাদের অনেক সময় হার মেনে নিতে হয়।

যেমন ধরুন, ক ব্যক্তি ২০২০ সালে ১ লাখ টাকা বিনিয়োগ করেন। খ নামক ব্যক্তি ২০২১ সালে ১ লাখ টাকার বিনিয়োগ শুরু করেন। ২০২২ সালে ক ব্যক্তি খ ব্যক্তির থেকে অনেকটাই এগিয়ে থাকবেন। কিন্ত কেন?

ক ব্যক্তি ১ বছর সময়ে তিনি তার মূলধন আস্তে আস্তে বাড়ানোর সুযোগ বেশি পেয়েছেন এবং মূল্যস্ফীতির কারণে ক ব্যক্তির ১ লাখ টাকার মান খ ব্যক্তির চেয়ে বেশি ছিল।

যার ফলে ক ব্যক্তি বেশি পণ্য ক্রয়ের সুবিধা পেয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো তিনি মার্কেট সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করছেন যা খ ব্যক্তির তুলনামূলক কম।

আমরা অনেকই অনেক বিষয় নিয়ে গড়িমসি করি। অনেক কাজ ফেলে রাখি পরের দিনের জন্য। কিন্তু এতে করে মূলত আমাদের নিজের ক্ষতি হয়।

আমি যদি আজ একটা ইউটিউব ভিডিও রিলিজ করি তবে আমি একদিন এগিয়ে যাবো এটাই স্বাভাবিক। আজ হয়তো আমি ১০০ জন ভিউয়ার পেয়ে গেলাম যার মধ্য দিয়ে আরো ১০ জন আগামীকাল হয়তো বেশি পাবো। কাজ এগিয়ে যাওয়ার সাথে সাথে আমার আয়ও বৃদ্ধি পাচ্ছে।

সঞ্চয় করতে আমাদের কারো ইচ্ছে করে না। আজ না কাল করবো ভেবে সময় অতিবাহিত করেই যাই। কিন্তু যদি আমরা এভাবে চিন্তা করি যে একটি মাস এগিয়ে যাওয়া অর্থ আমি একটি মাসের সঞ্চয় করতে ইতিমধ্যে সমর্থ।

যুগ যুগ ধরে আমাদের অগ্রজগণ আমাদের শিক্ষা দিতে চেয়েছেন এই সময়কে নিয়ে। আমরা কেউ শিখেছি, কেউ শিখতে পারি নি।

যারা সময়ের মূল্য দিতে পেরেছেন তারাই জীবনে সফলতা অর্জন করতে পেরেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি।

দিনশেষে অর্জন কি তা আমরা ভেবে দেখি না কখনোই। ভিডিও দেখতে যদি ভালই লাগে তবে এমন ভিডিও দেখুন যা থেকে আপনি কিছু শিখতে পারবেন, জানতে পারবেন।

তথ্য প্রযুক্তির এই যুগে শেখার জন্য আপনাকে যেতে হবে না কোথাও। নিজের ঘরে বসেই আপনি দুনিয়া হাতের মুঠোয় পাবেন। বিনোদন যখন সারা দিনের কার্যক্রম হয়ে যায় তখন সেটি আর বিনোদন থাকে না বরং সেটি তখন ক্ষতিকারক হয়ে পড়ে।

সবসময় একটি কথা আমাদের মনে রাখতে হবে, আমার আজকের জন্য আমার গতকাল দায়ী ছিল।

আগামীকাল আমি নিজেকে কেমন দেখতে চাই সেটি নির্ভর করছে আমার আজকের কাজের উপর। আর তাই সময় থাকতেই সময়ের মূল্য দিতেই হবে।ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল – Bangla Preneur YouTube Channel