জীবনে সফল হতে চাইলে এই ৭টি বড় বাধা অবশ্যই কাটিয়ে উঠতে হবে

জীবনে সফল হতে চাইলে এই ৭টি বড় বাধা অবশ্যই কাটিয়ে উঠতে হবে

জীবনে সফল হতে চাইলে এই ৭টি বড় বাধা অবশ্যই কাটিয়ে উঠতে হবে

জীবনে সফল হতে চাইলে এই ৭টি বড় বাধা অবশ্যই কাটিয়ে উঠতে হবে

আমরা যে যেই কাজ করি না কেন সবাই সফল হতে চাই। একজন রাজনৈতিক কর্মী থেকে শুরু করে পান বিক্রেতা সবাই সফল হতে চাই। আমরা সবাই সফল হতে চাইলেও সবাই দিন শেষে সফল হতে পারি না।

মূলত যাদের মধ্যে সফল হওয়ার তীব্র বাসনা, প্রচন্ড ইচ্ছাশক্তি এবং হার না মানা প্রত্যয় থাকে তারাই সফলতার স্বাদ নিতে পারে।

সফলতার সংজ্ঞা মানুষ ভেদে আলাদা। তবে আমাদের সমাজ কিছু মানদন্ডের উপরে সফলতাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করে।

যদি কোন মানুষের মধ্যে ৫টি বৈশিষ্ট্য থেকে থাকে তবে আমাদের সমাজ তাকে সফল হিসাবে গ্রহন করে।

এই ৫টি বৈশিষ্ট্য হচ্ছে, – জ্ঞান, মানসিক শান্তি, ধন-সম্পদ, সামাজিক ভালো অবস্থান এবং মানুষের ভালোবাসা।

আজকের এই লেখায় জীবনে সফল হতে চাইলে যে ৭টি বড় বাধা অবশ্যই আমাদেরকে কাটিয়ে উঠতে হবে তা তুলে ধরার ইচ্ছা প্রকাশ করছি।

#১। Perfection বা নিখুঁত হতে চাওয়া

কোন কাজ শুরু করার শত ভাগ নিখুঁত সময় আসার জন্য আমরা অনেকেই অপেক্ষা করি।

যে কোন কাজ শুরু করার আগে আমাদেরকে অবশ্যই যথেষ্ট পরিকল্পনা করেই শুরু করতে হবে।

তবে এই পরিকল্পনা মানে এই না যে, দিনের পর দিন বসে থেকে শুধু শুধু চিন্তা করবেন আর ভাবছেন, আজকে থাক কালকে থেকে শুরু কবর।

এই ভাবে আজকে আর কালকে করতে করতে আমরা এতটাই সময় নষ্ট করি যা নিজেরাই বুঝতে পারি না।

ফলে যখন বুঝতে পারি যে অনেক সময় আমরা অপচয় করেছি যা আর ফিরে আসার মত না তখন সেই সময়ের জন্য আফসোস করতে করতে বাকিটা সময় নষ্ট করে ফেলি।

এর ফলে আমাদের জীবনে নেমে আসে এক পাহাড় সমান হতাশা।

তাই সফল হওয়ার জন্য Perfection বা নিখুঁত হতে চাওয়া কিংবা শত ভাগ সঠিক সময়ের জন্য অপেক্ষা করা আমাদেরকে অবশ্যই ত্যাগ করতে হবে।

#২। ভয়

যার মধ্যে যত সাহস কম তার মধ্যে তত ভয় বেশী। মূলত সাহসের অভাবকেই ভয় বলা হয়ে থাকে।

যে কোন কাজ শুরু করার আগে আমরা প্রতিটি ব্যক্তি ঐ কাজে নতুন থাকি।

ভয়কে জয় করার মাধ্যমেই আমরা সেই কাক্ষিত সাফল্যে যেতে পারি।

অনেক ধরনের ভয় কাজ করলেও সব থেকে বেশি যে ভয় কাজ করে তা হলো মানুষ কি ভাববে সেই ভয়।

ভয়কে যে যত তাড়াতাড়ি জয় করতে পারে সে তত তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পারে।

#৩। অন্যের সাথে নিজেকে তুলনা করা

এই কাজটি আমরা অনেকেই করে থাকি কিন্তু এর ফলাফল সবসময়’ই আমাদের বিপক্ষে যায়।

অন্যের সাথে নিজের তুলনা করা মানে হচ্ছে আপনি নিজেকে নিয়ে খুশী না, আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে এবং সর্বপরি আপনি তাদের মত হতে চান।

এর ফলে আমরা হতাশ হয়ে পরি, কেননা আমরা কখনই অন্যের মত হতে পারি না, একই সাথে অন্যকেউও আমাদের মত হতে পারে না।

তাই আমাদের উচিত অন্যের কাছ থেকে ভালো দিকগুলো নিয়ে নিজের মত করে সামনে এগিয়ে যাওয়া।

#৪। স্বচ্ছতার অভাব

আমরা সফল হতে চাই কিন্তু অনেকেই সফলতা স্বচ্ছভাবে বিশ্লেষন করতে পারি না।

আমরা জীবনে কি অর্জন করতে চাই তা জানি না কিন্তু সফল হতে চাই, এর ফলাফল পুরোটাই শূন্য।

ধরুন আপনি ভ্রমন করতে যেতে চান এবং নিজের ব্যাগ প্যাক করার জন্য বসলেন কিন্তু জানেন না কোথায় যাবেন, কতদিন থাকবেন সাথে কি কি নিতে হবে, এর ফলে আপনার সেই ভ্রমন কখনই সুখকর হতে পারে না।

ঠিক তেমনি জীবনে সফল হতে চাইলে আপনার একটি স্বচ্ছ পরিকল্পনা থাকতে হবে।

#৫। অযৌক্তিক প্রত্যাশা

সফলতার পথে আমাদের অনেক বড় একটি বাধা এই অযৌক্তিক প্রত্যাশা।

জীবনে সফল হতে চাইলে অবশ্যই বড় স্বপ্ন দেখতে হবে কিন্তু এই স্বপ্ন মানে এই না যে আমরা অযৌক্তিক কিছু আশা করব।

অযৌক্তিক স্বপ্নগুলো সাধারনত পূরণ হয় না এর ফলে আমরা লাইনচ্যুত হয়ে পরি এবং হতাশাকে বরন করি।

ধরুন, আপনি একটি ইউটিউব চ্যানেল খুললেন এবং ১০/১২টা ভিডিও আপলোড করেই কোটি কোটি ভিডি প্রত্যাশা করছেন এবং তা না পাওয়ার ফলে আপনি হতাশ হয়ে যাচ্ছেন।

আমাদেরকে পরিমাপযোগ্য, বাস্তবসম্মত, এবং অর্জনযোগ্য লক্ষ্য ঠিক করতে হবে।

#৬। কমফোর্ট জোন ত্যাগ না করা

কমফোর্ট জোন এমন একটি স্থান যেখানে নিজেকে শান্তনা দিয়ে আরামে কিছু দিন থাকা যায় কিন্তু সেখানে সফলতা একবারের জন্যও উঁকি মেরে থাকায় না।

কমফোর্ট জোনে যদি আপনি অনেকদিন কাটিয়ে দেন তাহলে সেখান থেকে ঘুরে দাঁড়ানো সত্যি চ্যালেঞ্জের বিষয়।

আপনি একবার চিন্তা করে দেখুন আপনার জীবনের যত অর্জন তার সবই পেয়েছেন এই কমফোর্ট জোনের বাইরে।

তাই জীবনে সফলতা পেতে চাইলে আমাদেরকে অবশ্যই এই কমফোর্ট জোন ত্যাগ করতেই হবে।

আমাদের মনে রাখতে হবে সফলতা এমন কিছু বিষয় যা আমাদেরকে কেউ হাতে তুলে দিবে না, সফলতা আমাদেরকেই ছিনিয়ে নিতে হবে।

আরোও পড়ুন – সফল হওয়ার ৫০টি উপায়

#৭। নেগেটিভ মানুষের সাথে উঠা বসা

একজন হতাশাগ্রস্ত মানুষ অন্য একজনকে হতাশা থেকে মুক্তি দিতে পারে না।

একজন ঘুমন্ত মানুষ অন্য আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না।

ঠিক তেমনি আপনার আশে পাশে থাকা নেতিবাচক চিন্তার অধিকারী মানুষ কখনই আপনাকে সফল হতে দিবে না।

যখন আপনি সবসময় এই নেগেটিভ মানুষের সাথে উঠা বসা করবেন তখনই আপনি হতাশ হয়ে পরবেন আর তখন মনে হবে সফলতা সে তো সোনার হরিণ।

তখন মনে হবে আমাদের জন্য একটি নাটক অপেক্ষা করছে এবং সেই নাটকের শেষ দৃশ্যে আমরা সফল হয়ে যাব।

সেই নাটক দেখার জন্য বছরের পর বছর অপেক্ষা করব কিন্তু সেই নাটক আর আমাদের জীবনে আসবে না।

তাই জীবনের সকল জায়গায় এই নেগেটিভ মানুষদেরকে এড়িয়ে যেতে হবে।