SME Market এ বিনিয়োগকারীরা কেমন আছেন? – কে এম চিশতি

সম্মানিত বিনিয়োগকারীরা, আপনারা অবগত আছেন যে ৩০শে সেপ্টেম্বর, ২০২১ সালে SME Market এর যাত্রা শুরু হয়। শেয়ার বাজারে Small Capital Platform যা SME Market নামে পরিচিত হলেও এটি যেন সিদ্ধান্ত পরিবর্তন করার মার্কেটে রুপ নিয়েছে। SME এর যাত্রা শুরু হওয়ার পর থেকেই অল্প সময়ের ব্যবধানে বার বার নিয়ম ও সিদ্ধান্ত পরিবর্তন করার ফলে বিনিয়োগকারীরা আজকে ধোঁয়াশার মধ্যে আছে। একই সাথে চলছে লাগাতার দর পতন।

SME Market এ যেন সবই আছে আবার কিছুই নেই। প্রতিটি কোম্পানির শেয়ারের বিক্রেতা থাকলেও ক্রেতার সংখ্যা খুবই নগণ্য। উল্লেখ্য এই যে, SME Market এ কোনো ফ্লোর প্রাইজ নেই।

সম্প্রতি খেয়াল করলে দেখা যায় মার্কেট শুরুর দিকে, এই ধরুন সকাল ১০টা থেকে ১১.৩০ পর্যন্ত বেশিরভাগ কোম্পানির দাম আগের দিনের চেয়ে কিছুটা বাড়ে, যেখানে লেনদেন হয় খুবই কম।

আবার মার্কেট আওয়ার শেষ হওয়ার আগে একটা চক্র অল্প শেয়ার বিক্রি করে দাম ফেলে দেয়। এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ছোট বিনিয়োগকারীদের ভাবনা কিছুটা এমন যে, বড়রা সুযোগ নেওয়ার জন্য শেয়ার মূল্যের ইচ্ছাকৃত পতন করাচ্ছে।

সর্বশেষ, SME Market এ তালিকাভুক্ত Achia Sea Foods Limited আইপিওতে আসার পর ৫৪ টাকা ১০ পয়সা থেকে নেমে এখন ১৯ টাকায় অবস্থান করছে।

একই রকম দরপতন BD Paints Limited এর ক্ষেত্রেও। যেখানে কোম্পানিটির ৫২ সপ্তাহে সর্বোচ্চ দাম উঠেছিল ৫৪টাকা, যা এখন অবস্থা করছে ২৭ টাকা ৪০ পয়সা। ৫৫ টাকার Wonderland Toys Ltd এর শেয়ার দর এখন ২৪ টাকা ৩০ পয়সা। Krishibid Feed Limited ৪৭ টাকা থেকে নেমে ১৮ টাকা ৬০ পয়সা।

SME Market এর প্রায় সকল কোম্পানি ঠিক সময়ে বোর্ড মিটিং করলেও এই ক্ষেত্রে ব্যক্তিক্রম Wonderland Toys Ltd।

এই কোম্পানিটির সাথে যোগাযোগ করলে কোম্পানিটির সেক্রেটারি জনাব প্রশান্ত কুমার (মোবাইল ফোনে আমাকে) জানায় যে, ২/৩ মাসের মধ্যে এজিএম হবে, তারা এই বিষয়ে কাজ করছে।

এছাড়া SME Market এ তালিকাভুক্ত অন্য কোম্পানিগুলো মূল মার্কেটে তালিকাভুক্ত কোম্পানির ন্যায় বা কাছাকাছি ডেভিডেন্ট প্রদান করেছে। অন্যদিকে SME Market এ আসার জন্য মদিনা ফার্মার অনুমোদন দেওয়া হয়েছে।

SME Market এ বিনিয়োগকারীরা কোম্পানিগুলো নিয়ে কম অভিযোগ করলেও তাদের অভিযোগের তীর বার বার বিনিয়োগসীমা পরিবর্তন এর দিকে।

কেননা SME Market এ বিনিয়োগ করতে চাইলে একজন বিনিয়োগকারীকে আগে কোয়ালিফাই হতে হয়। যেখানে শুরুতে ছিল ১ কোটি, এর পরে ৫০ লাখ, সেখান থেকে হুট করে ২০ লাখ, এর পরে আবার ৩০ লাখ বিনিয়োগ থাকতে হবে, এই রকম ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন কোনো বিনিয়োগকারীর জন্য আনন্দের সংবাদ হতে পারে না।

একজন সাধারন বিনিয়োগকারী হিসাবে দাবি যাচাচ্ছি, SME Market সকল শ্রেণী বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। অন্যথায়, SME Market এ থাকা কোম্পানিগুলোকে মূল মার্কেটে যুক্ত করে দেওয়া হোক। আশা করছি কর্তৃপক্ষ সাধারন মানুষের চাহিদা বুঝতে সক্ষম হবে। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক। আল্লাহ হাফেজ!

– কে এম চিশতি / বাংলা প্রনিউর ডট কম – banglapreneur@gmail.com