ব্যবসা শুরু করার ১০ সঠিক ও ভুল কারন

ব্যবসা শুরু করার ১০ সঠিক ও ভুল কারন

ব্যবসা শুরু করার ১০ সঠিক ও ভুল কারন

ব্যবসা শুরু করার ১০ সঠিক ও ভুল কারন

নিজের ব্যবসা শুরু করতে চান? ব্যবসা শুরু করার অনেকগুলো সঠিক কারন আছে, তেমনি ব্যবসা শুরু করার কিছু ভুল কারনও আছে। আজকের এই আর্টিকেলে আমি আপনার সাথে ব্যবসা শুরু করার ১০ সঠিক ও ভুল কারন তুলে ধরার ইচ্ছা প্রকাশ করছি।

ব্যবসা শুরু করার সঠিক কারন

১। আপনি একটি সম্ভাবনাময় বিজনেস আইডিয়া পেয়েছেন

ব্যবসা শুরু করার এটি অন্যতম প্রধান করন। আপনি জানের যে একটি বিজনেস আইডিয়ার ৪টি প্রধান বৈশিষ্ট্য থাকে।

যেমন উদ্ভাবনী, ইউনিক, সমস্যার সমাধান ও লাভজনক। আপনি যেই ব্যবসা শুরু করতে চাচ্ছেন তা যদি এই ৪টি প্রধান বৈশিষ্ট্যর মধ্যে পড়ে তবে আপনি নিজের ব্যবসাটি শুরু করতে পারেন।

২। আপনি বিশ্বাস করছেন আপনার ব্যবসা গ্রাহককে সেবা দিবে

আপনি যদি মনে করেন আপনার ব্যবসার মাধ্যমে গ্রাহকের কোন একটি সমস্যার সমাধান করতে পারবেন তবে আপনি ব্যবসা শুরু করতে পারেন। কিন্তু তার আগে আপনাকে যথেষ্ট মার্কেট রিসার্চ করে নিতে হবে। 

৩। আপনি মনে করছেন আপনার ব্যবসাকে গ্রাহক সাদরে গ্রহণ করবে

আপনি যখন মার্কেট রিসার্চ করেছেন তখন আপনি বুজতে পরেছেন আপনার পণ্যের বা সেবার বাজারে চাহিদা থাকবে। গ্রাহক আপনার ব্যবসা সাদরে গ্রহণ করবে কেননা আপনার ব্যবসার মাধ্যমে গ্রাহক উপকৃত হবে।

৪। আপনি ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেন

ব্যবসায় দীর্ঘমেয়াদী সাফল্য পেতে নানা রকম বাঁধা বিপত্তি থাকে। আপনার মধ্যে যদি ব্যর্থতা কাটিয়ে উঠার মত সক্ষমতা ও মনোভাব থাকে তবে আপনি ব্যবসা শুরু করতে পারেন।

৫। আপনার স্বপ্ন পুরনের জন্য কঠোর পরিশ্রম করতে আপনি আগ্রহী

এটি অন্যতম সেরা কারন যার জন্য আপনি ব্যবসা শুরু করতে পারেন। আপনি যদি নিজের বিজনেস আইডিয়া প্রতিষ্ঠা করার পাশাপাশি গ্রাহককে সেবা দান করার লক্ষে নিজের স্বপ্ন পুরনের জন্য কঠিন পরিশ্রম করতে চান তবে ব্যবসা শুরু করুন।

ব্যবসা শুরু করার ভুল কারন

১। আপনি কম কাজ করতে চান

আপনি যদি মনে করেন নিজের ব্যবসায় তেমন কাজ করতে হয় না এবং এই কারনে ব্যবসা করতে চান তবে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। কেননা একটি ব্যবসা শুরু করতে হলে যথেষ্ট সময় ও পরিশ্রম করতে হবে।

২। আপনি বিখ্যাত হতে চাচ্ছেন

অনেক সময় চাকরিজীবীর থেকে ব্যবসায়ীদের সুনাম বেশী থাকে এবং মানুষ-লোকজন তাদের কে বেশী চিনে। আপনি যদি এই রকম বিখ্যাত হওয়ার জন্যই ব্যবসা শুরু করেন তবে আপনার সিদ্ধান্ত বদলাতে হবে।

৩। আপনি আপনার চাকরি পছন্দ করছেন না

অনেক সময় চাকরিতে অনেক বেশী চাপ থাকে বা আপনি যেকোন কারনে চাকরি পছন্দ করছেন না। ফলে আপনি ব্যবসা করতে চাচ্ছেন।

ব্যবসা শুরু করার জন্য এটি একটি ভুল কারন। কেননা ব্যবসায়ে চাকরির থেকেও বেশী চাপে থাকতে পারেন।  

৪। আপনি আপনার বসকে ঘৃণা করেন

অনেকেই আছে যারা তাদের বসকে দেখতে পারে না এবং তাদের বসকে পরাজিত করার জন্য তারা নিজেরাই ব্যবসা শুরু করে।

এটি যদি আপনার কারন হয়ে থাকে তবে এই ধারনা পাল্টাতে হবে। আপনাকে ব্যবসায়ে দক্ষ ও অভিজ্ঞ হয়েই বাজারে আসতে হবে।

৫। আপনি জবাবদিহিতা পছন্দ করেন না

আমাদের মধ্যে অনেকর একটি ধারনা থাকতে পারে যে, ব্যবসায় জবাবদিহিতা নেই। এটি একটি ভুল ধারনা। আপনাকে গ্রাহক, পার্টনার, ও নিজের কাছে অবশ্যই জবাবদিহিতা করতেই হবে।

কে এম চিশতি সিয়াম – ইউটিউব লিঙ্ক