ইউটিউব চ্যানেল ব্যর্থ হয় কেন

ইউটিউব চ্যানেল ব্যর্থ হয় কেন

ইউটিউব চ্যানেল ব্যর্থ হয় কেন

যে কোন কাজে সফল হতে চাইলে থাকা চাই পরিকল্পনা এবং অধ্যবসায়। একটি ইউটিউব চ্যানেল হতে পারে আপনার ইনকামের সেরা একটি উৎস।

তবে একটি ইউটিউব চ্যানেল ব্যর্থ হতে পারে নানা কারনে। আপনি যদি ব্যর্থতার কারনগুলো খুঁজে বের করতে পারেন তাহলে সফল হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার।

তাই আসুন ইউটিউব চ্যানেল কেন ব্যর্থ হয় সেই কারনগুলো খুঁজে বের করি। 

#১। খুব দ্রুত সফল হতে চাওয়া

এক্ষেত্রে আমরা যা করি তা হলো ৪/৫টা ভিডিও আপলোড করার পর ফেসবুকসহ সোসাল মিডীয়াতে ভিডিও শেয়ার করি। আমাদের বন্ধুদের subscribe করার জন্য অনুরোধ করি। এতে হয়ত অল্পদিনে এক দেড়শ  subscribers পাওয়া যায় তবে সমস্যা হচ্ছে চ্যানেলের গ্রোথ বাড়ে না।

#২। অনেক সেক্টর নিয়ে একসাথে কাজ করা

ইউটিউব চ্যানেল খোলার আগে আপনার সম্ভাব্য Audience কারা হবে তা ঠিক করতে হবে। সকল শ্রেনীর মানুষ আপনার ভিডিও পছন্দ করবে না, তাই নির্দিষ্ট শ্রেণী মানুষের জন্য আপনাকে  কাজ করতে হবে।

ইউটিউব এমন একটি জায়গা যেখানে আপনার ভিডিওর জন্য নির্দিষ্ট শ্রেনী  Audience থাকবেই, আপনার কাজ হচ্ছে সেই Audience দের কে খুঁজে বের করা।

#৩। ভিডিওর টাইটেল এবং Description এ গুরুত্ব না দেওয়া

ইউটিউব আপনার ভিডিও দেখে না, তারা দেখবে আপনার ভিডিওর নাম কি, ভিডিওর Description এ আপনি কি লিখেছেন। 

বিশেষ করে ভিডিওর টাইটেল এবং Description এ আপনার ভিডিওর কি-ওয়ার্ড থাকবে হবে। আপনি যত ভালো এবং দক্ষ ভাবে এই কাজটি করতে পারবেন তত বেশী search এর মাধ্যমের ভিউ পাবেন।

#৪। ভিডিও Thumbnail এ উল্টা পাল্টা ছবি ব্যবহার করা।

যেহেতু ইউটিউব আপনার ভিডিও দেখে না তাই আপনি চাইলে ভিডিও Thumbnail এ উল্টা পাল্টা ছবি ব্যবহার করে আপনার চ্যানেলটিকে ধ্বংস করতে পারেন।

মনে রাখতে হবে, Thumbnail এর সাথে অবশ্যই ভিডিওর মিল থাকতে হবে, তা না হলে Audience কখনই আপনার চ্যানেলকে সাপোর্ট করবে না।

আরো পড়ুন – ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম করা যায়

#৫। অপ্রাসঙ্গিক কথা বলে ভিডিওটিকে বড় করা

দর্শকদের সময়ের গুরুত্ব আপনাকে দিতেই হবে। আপনি ভিডিও বানাচ্ছেন আপনার  Audience দের জন্য, ইউটিউব কোম্পানির জন্য নয়।

অনেক ইউটিউবার ৮ মিনিটের চেয়ে বড় ভিডিও বানাতে চায় কেননা এতে ভিডিও চলাকালীন সময়ে এড দেওয়া যায়।

আপনার ভিডিওর টপিক যদি ৮ মিনিটের বড় হয় তবে অবশ্যই বড় ভিডিও বানাবেন আর যদি দেখেন ৮ মিনিট করা যাচ্ছে না, তাহলে কখনই অপ্রাসঙ্গিক কথা বলে ভিডিওটিকে বড় করবেন না, কারন এতে Audience বিরক্ত হবে এবং আপনি একজন সম্ভাব্য subscriber হারাবেন। তাই to-the-point ভিডিও বানানোর চেষ্টা করতে হবে। 

– কে এম চিশতী – ইউটিউব লিঙ্ক