যেভাবে সেলুন ব্যবসা শুরু করবেন

শুরু করুন সেলুন ব্যবসা

কিভাবে সেলুন ব্যবসা শুরু করবেন

কিভাবে সেলুন ব্যবসা শুরু করবেন

পার্ট-টাইম বা সাইড ব্যবসা হিসাবে সেলুন ব্যবসা শুরু করতে চান? ত্বকের যত্ন এবং নিজেকে সুন্দর ও আর্কষণীয় করে তুলতে ফ্যাশন সচেতন ও সাধারন মানুষ সকলেই এখন বেশ সর্তক। আর নিজেকে পরিপাটি করে তোলার জন্য সেলুন একটি গুরুত্বপূর্ণ স্থান। সেলুন এখন শুধু মাত্র চুল- দাড়ি কাটাতেই সীমাবদ্ধ নেই। ত্বকের যত্ন মালিশ এমনকি বিউটি পার্লারের মতো সৌন্দর্য চর্চা সবই এখন সেলুনে করা যায়। ভালো লাগতে পারে-  ১০টি সৌন্দর্য ও প্রসাধনী ব্যবসা

যে কোন তরুণ ও সৃজনশীল উদ্যোক্তা নিজেকে একটি আত্নপ্রত্যায়ী ও স্মার্ট ক্যারিয়ারে সম্পৃক্ত করতে চাইলে সেলুন ব্যবসা হতে পারে একটি কার্যকরী উদ্যোগ। সুসজ্জিত একটি কক্ষ, কয়েকটি চেয়ার এবং সেলুনে ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতি ও প্রসাধনী নিয়ে সহজেই এই ব্যবসাটি শুরু করা যায়। এছাড়াও সেলুনে এসি, টিভি ইত্যাদির ব্যবস্থা রেখে গ্রাহকদের আকর্ষণ করতে পারেন।

সেলুনে প্রাপ্ত বয়স্ক ছেলে, যুবক ও মুরব্বীদের চুল কাটা এবং দাড়ি সেভের পাশাপাশি বাচ্চাদেরও চুলকাটার ব্যবস্থা করতে হবে। এটি একটি জনপ্রিয় ব্যবসার ধারণা। সততা ও কর্মনিষ্ঠা যে কোন উদ্যোক্তাকে এই ব্যবসায় সফল করে তুলতে পারে।

সেলুন ব্যবসা কোথায় শুরু করবেন

স্থানীয় বাজার বা মার্কেটের ছোট একটি দোকানে এই ব্যবসাটি শুরু করা যায়। তবে প্রচুর মানুষের সমাগম হয় এমন স্থান নির্ধারণ করতে হবে। দোকানটি রাস্তার পাশে নিতে পারলে ভালো হয়।

সম্ভাব্য বিনিয়োগ

সেলুন ব্যবসা শুরু করতে আনুমানিক ৮ লাখ টাকা থেকে ১০ লাখ+ টাকা পর্যন্ত পুজিঁ বিনিয়োগ করতে হবে।

যেভাবে একটি সেলুন ব্যবসা শুরু করবেন

এই ব্যবসাটি শুরু করতে বাজার বা মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে দোকানটি সেলুনের উপযোগী করে ডেকোরেশন করতে হবে। তারপর প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রসাধনী ক্রয় করতে হবে। এরপর চুল কাটা ও সেভ করাতে দক্ষ এমন কারিগর নিয়োগ করতে হবে।

সেলুনে বড়দের পাশাপাশি ছোটদেরও চুল কাটার ব্যবস্থা রাখতে হবে। চুল কাটা, সেভ করা ইত্যাদির মূল্য নির্দারণ করে সেলুনে টানিয়ে রাখতে হবে। তাছাড়াও সেবা নিতে আসা গ্রাহকদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। এই ভাবে একটি সেলুন পরিচালনা করতে হবে।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রসাধনী

সেলুন ব্যবসা শুরু করতে যন্ত্রপাতি হিসেবে আয়না, চিরুনি, কাচিঁ, তোয়ালে, ক্ষুর, ব্লেড, সাবান, শ্যাম্পু, সেভিং ক্রিম, লোশন, ফিটকিরি, চুলের কলপ, টিস্যু ইত্যাদি প্রসাধনীর প্রয়োজন হয়।

যারা হবেন গ্রাহকসকল শ্রেণীর ছেলে ও পুরুষ মানুষই এই ব্যবসার প্রধান ভোক্তা। ভোক্তা নিজ প্রয়োজনেই সেবা নিতে আসবে।

যোগ্যতা: এই ব্যবসাটি শুরু করতে বিশেষ কোন যোগ্যতার দরকার হয় না। তবে অবশ্যই দক্ষ কারিগর নিয়োগ করতে হবে। প্রতি মাসে বা সপ্তাহে হিসাব নিয়ে বসতে হবে।

সেলুন ব্যবসা শুরু করে প্রতি মাসে ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করা যায়।