গাড়ীর চাকায় হাওয়া দেয়ার ব্যবসা শুরু করতে চান? আসুন জেনে নেই

গাড়ীর চাকায় হাওয়া দেয়ার ব্যবসা

গাড়ীর চাকায় হাওয়া দেয়ার ব্যবসা

গাড়ীর চাকায় হাওয়া দেয়ার ব্যবসা

বর্তমান বিশ্বে ক্রমবর্ধমান হারে বাড়ছে গাড়ীর সংখ্যা। আর চাকা ছাড়া কোন গাড়ী কল্পনাই করা যায় না। সঠিক ভাবে গাড়ী চালানোর জন্য চাকায় হাওয়া থাকা আবশ্যক। তাই গাড়ীর সংখ্যা বাড়ার সাথে সাথে গাড়ীর চাকায় হাওয়া দেয়ার পরিমাণও বাড়ছে। এটি একটি সহজ ব্যবসার ধারণা। অন্যান্য ব্যবসার চেয়ে তুলনামূলক ভাবে সহজ হওয়ায অনেক উদ্যোক্তাই এই ব্যবসাটি বেছে নিচ্ছেন। পৃথিবীর সকল দেশেই এই ব্যবসাটি সমান ভাবে জনপ্রিয়।

 

ব্যবসার ধরণ: গাড়ীর চাকায় হাওয়া দেয়ার ব্যবসাটি একটি সেবা মূলক ব্যবসা হিসেবে বিবেচিত হয়।

ব্যবসার অবস্থান: রাস্তার পাশে কোন গ্যারেজের নিকটবর্তী স্থানে গাড়ীর চাকায় হাওয়া দেয়ার ব্যবসাটি শুরু করা যেতে পারে। অথবা গাড়ীর টায়ার ও ব্যাটারী দোকানের পাশেও ছোট্ট একটি জায়গায় এই ব্যবসাটি শুরু করা যায়।

সম্ভাব্য পুঁজি: গাড়ীর চাকায় হাওয়া দেয়ার ব্যবসা শুরু করতে হলে ২০০০০ থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত সম্ভাব্য বিনিয়োগ প্রয়োজন। এককালীন একটি নিদিষ্ট পরিমাণ পুঁজি বিনিয়োগ করে দীর্ঘ দিন এই ব্যবসাটি পরিচালনা করা যায়।

 

কেন শুরু করবেন: গাড়ীর চাকায় হাওয়া দেয়ার ব্যবসাটি পরিচালনা করা অত্যন্ত সহজ হওয়ায় দিন দিন এই ব্যবসার প্রতি উদ্যোক্তাদের আগ্রহ বাড়ছে। তাছাড়া এটি একটি ঝুঁকি মুক্ত ব্যবসা। তাই ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে।

বর্তমান বাজার পরিস্থিতি: বিশ্বায়নের এই সময়ে গাড়ীর সংখ্যা বাড়ার সাথে সাথে এই ব্যবসার বাজারও প্রশস্ত হচ্ছে। সারা বিশে^ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এই ব্যবসার বাজার।

 

কিভাবে শুরু করবেন: চাকায় হাওয়া দেয়ার জন্য নির্ধারিত সরঞ্জাম কিনে উপযুক্ত স্থানে স্থাপন করে সহজেই গাড়ীর চাকায় হাওয়া দেয়ার ব্যবসাটি শুরু করা যায়।

গ্রাহক: সকল শ্রেণীর যানবাহন যেমন- প্রাইভেট কার, ট্যাক্সি ক্যাব, বাস, মাইক্রোবাস, মটরসাইকেল, ট্রাক ইত্যাদি এই ব্যবসার ভোক্তা।

 

যোগ্যতা: গাড়ীর চাকায় হাওয়া দেয়ার ব্যবসাটি শুরু করার জন্য প্রাতিষ্ঠানিক কোন দক্ষতা বা ডিগ্রির প্রয়োজন হয় না। চাকায় হাওয়া দেয়া ও চাকা খোলার কৌশল আয়ত্ত করে যে কেউ সহজেই এই ব্যবসাটি শুরু করতে পারে।

সম্ভাব্য আয়: এই ব্যবসা শুরু করে প্রতি চাকায় হাওয়া দিয়ে ১০ টাকা করে আয় করা যায়। এই ভাবে যত বেশি চাকায় হাওয়া দেয়া যায় আয়ের পরিমাণ তত বেশি।