কিভাবে স্কুল ব্যাগ তৈরী ব্যবসা শুরু করবেন

স্কুল ব্যাগ তৈরী ব্যবসা

স্কুল ব্যাগ তৈরী ব্যবসা

স্কুল ব্যাগ তৈরী ব্যবসা

স্কুল ও কলেজের প্রতিটি ছাত্রছাত্রীর জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান স্কুল ব্যাগ। আজকাল মানুষ অফিস ব্যাগ হিসেবে ও ভ্রমণে যাতায়াতের সময়ও স্কুল ব্যাগ ব্যবহার করে থাকে। স্কুল ব্যাগ একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হওয়ায় এই ব্যবসা শুরু করার সুযোগ তৈরী হচ্ছে। উজ্জল ক্যারিয়ার ক্যারিয়ার গঠনের লক্ষ্যে অনেক উদ্যোক্তাই এই ব্যবসা শুরু করতে আগ্রহী হয়ে উঠছে।

 

ব্যবসার ধরণ: স্কুল ব্যাগ তৈরী ব্যবসাটিকে একটি উৎপাদন ব্যবসা হিসেবে বিবেচনা করা হয়।

 

ব্যবসার অবস্থান: একটি নিবেদিত জায়গা নির্বাচন করে আপনার বাড়ীতেই এই ব্যবসাটি শুরু করতে পারেন। এতে আপনাকে জায়গা ভাড়া নেওয়ার জন্য আলাদা পুঁজি বিনিয়োগ করতে হবে না।

সম্ভাব্য পুঁজি: স্কুল ব্যাগ তৈরী ব্যবসা শুরু করতে আনুমানিক ৫০০০০টাকা থেকে ১০০০০০ পাকা পর্যন্ত পুঁজি বিনিয়োগ করতে হবে।

প্রয়োজনীয় উপকরণ: কাপড়, সেলাই মেশিন, ফিতা, স্টিকার, বকলেস ইত্যাদি। অনেক ক্ষেত্রে বিভিন্ন আইটেমের বোতামেরও প্রয়োজন হয়।

স্কুল ব্যাগ তৈরী ব্যবসা কিভাবে শুরু করবেন:  কাপড় দিয়ে সেলাই মেশিনের সাহায্যে বিভিন্ন নকশার ব্যাগ তৈরী করে এই ব্যবসাটি শুরু করা যায়। ব্যাগ তৈরীর পর ব্যাগটিকে আর্কষণীয় করতে বিভিন্ন ডিজাইনের স্টিকার, বকলেস, ফিতা ইত্যাদি ব্যবহার করা হয়।

 

কেন স্কুল ব্যাগ তৈরী ব্যবসা শুরু করবেন: এটি একটি ক্ষুদ্র উৎপাদন ব্যবসার ধারণা। কম সময়ে ও কম শ্রমে ব্যাগ তৈরী করা যায়। তাই অনেক উদ্যোক্তাই এই ব্যবসাটিকে পেশা হিসেবে বেছে নিচ্ছে। তাছাড়া কম পুঁজি বিনিয়োগ করে অধিক লাভ করা বলে অনেক উদ্যোক্তারই এই ব্যবসা শুরু করার আগ্রহ তৈরী হচ্ছে।

সফলতা: একটি আকর্ষণীয় ব্র্যান্ডের নাম ও ভালো কোয়ালিটির পণ্য উৎপাদনের উপর এই ব্যবসার সফলতা নির্ভর করে। একটি যথাযথ ব্যবসা পরিকল্পনা এক্ষেত্রে আপনাকে অনেক খানি এগিয়ে রাখতে পারে।

গ্রাহক: স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরাই এই ব্যবসার প্রধান গ্রাহক। তবে বর্তমানে সকল শ্রেণী পেশার মানুষ এই ব্যাগ ব্যবহার করে বলে বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। যে কোন স্টেশনারী দোকানে পাইকারী বিক্রি করেও এই ব্যবসাটি পরিচালনা করা যায়।

যোগ্যতা: এই ব্যবসা শুরু করতে হলে সেলাই কাজের উপর দক্ষতা এবং ব্যাগ তৈরীর অভিজ্ঞতা থাকতে হবে। এই কাজের উপর কিছু দিন প্রশিক্ষণ নিয়ে সহজেই এই দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা যায়।

সম্ভাব্য আয়: স্কুল ব্যাগ তৈরী ব্যবসা ব্যবসা শুরু করে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত আয় করা যায়। যত বিক্রি তত লাভের পরিমান বেশী হবে।