Investment Club কি? কিভাবে ইনভেস্টমেন্ট ক্লাব খুলবেন

যেভাবে ইনভেস্টমেন্ট ক্লাব খুলবেন

Investment Club কি কিভাবে ইনভেস্টমেন্ট ক্লাব খুলবেন

Investment Club কি কিভাবে ইনভেস্টমেন্ট ক্লাব খুলবেন

আপনি যদি একটি ইনভেস্টমেন্ট ক্লাব শুরু করবেন বলে ভাবছেন তবে আপনাকে অভিনন্দন! কেননা আপনি আপনার আর্থিক সম্পদ বাড়ানোর একটি পদক্ষেপ নিতে প্রস্তুত।

ইনভেস্টমেন্ট ক্লাবের সংজ্ঞা Definition of Investment Club

ইনভেস্টমেন্ট ক্লাব এমন একটি ক্লাব যেখানে বিনিয়োগ সমমনা একটি দল বা কিছু সংখ্যক মানুষ ভবিষ্যতের কথা চিন্তা করে নির্ধারিত টাকা জামায় এবং জমানো টাকা দিয়ে ধীরে ধীরে বিনিয়োগ করে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে চায়।

সাধারণত ইনভেস্টমেন্ট ক্লাবগুলি পার্টনারশীপ হিসাবে সংগঠিত হয়। সদস্যদের বিভিন্ন মতামত ও সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইনভেস্টমেন্ট ক্লাবের কিছু সুবিধা

যে কোন কাজ শুরু করার আগে এর সুবিধাগুলো জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ইনভেস্টমেন্ট ক্লাবের অনেকগুলো সুবিধা থাকলেও সব থেকে বড় সুবিধা একটি কমিউনিটি তৈরি করা যায় এবং অনেক বিষয়ে জ্ঞান অর্জন করা যায়।

এছাড়া সবাই মিলে একটি বড় ফান্ড বানানো যায় এবং মতামতের ভিত্তিতে বিনিয়োগের সেরা উৎস খুঁজে পাওয়া যায়।

সাধারনত ইনভেস্টমেন্ট ক্লাব গুলো শেয়ার মার্কেট ও রিয়েল এস্টেটে বেশী বিনিয়োগ করে থাকে।

এছাড়া ঝুঁকি কমাতে নানামুখী লাভজনক বিনিয়োগ মাধ্যম খুঁজে বের করা ইনভেস্টমেন্ট ক্লাবের অন্যতম কাজ।

যেভাবে ইনভেস্টমেন্ট ক্লাব খুলবেন

ইনভেস্টমেন্ট ক্লাব খোলার সব চেয়ে সব চ্যালেঞ্জ বিনিয়োগ সমমনা মানুষ খুঁজে বের করা।

বিনিয়োগ সমমনা মানুষ না পেলে আপনি শত চেষ্টা করেও বিনিয়োগ ক্লাব খুলতে পারবেন না।

তাই প্রথমে আপনাকে একটি বিনিয়োগ সমমনা মানুষের একটি লিস্ট বানাতে হবে।

সাধারনত বিনিয়োগ ক্লাব খুব ছোট হয় না আবার খুব বড়ও হয় না।

একটি পারফেক্ট ইনভেস্টমেন্ট ক্লাব সাধারনত ১২ থেকে ১৫ জনের সমন্বয়ে গঠিত হয়।

তবে কোন ভাবেই যেন ২০ জনের বেশী না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। 

এরপরে বিনিয়োগ সমমনা মানুষের একটি লিস্ট বানানো শেষ হলে আপনাকে একটি মিটিং এর আয়োজন করতে হবে।

আপনার এই লিস্টে আপনার পরিবারের সদস্য থাকতে পারে, আপনার বন্ধু থাকতে পারে, আপনার কলিগ থাকতে পারে, কিংবা বাইরের কেউ থাকতে পারে।

তবে আপনাকে নিশ্চিত হতে হবে যে, তারা মোটামুটি স্বচল ও বিনিয়োগে আগ্রহ আছে।

মিটিং এর আয়োজন করতে আপনি একটি স্থান নির্বাচন করে আপনার সম্ভাব্য বিনিয়োগকারীদের একটি ইনভাইটেশন কার্ড পাঠাতে পারেন বা ফোনে বা সরাসরি দেখা করে মিটিং এ উপস্থিত থাকার আহবান জানাতে পারেন।

সম্ভাব্য মিটিং এর আয়োজনের আগে আপনাকে ইনভেস্টমেন্ট ক্লাবের উদ্দেশ্য ও লক্ষ নির্ধারণ করে রাখতে হবে, সব থেকে ভাল হয় আপনি যদি একটি প্রেজেন্টেশান বানাতে পারেন।

এতে করে বিনিয়োগকারীদের আপনার উদ্দেশ্য ও লক্ষ সম্পর্কে ভালোভাবে জানাতে পারবেন।

আপনার উদ্দেশ্য ও লক্ষ জানানোর পরে যারা বিনিয়োগী আগ্রহী তাদের একটি লিস্ট করে ফেলুন এবং সেখান থেকে মতামত ও ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট, ক্যাশিয়ার, ম্যানেজার নির্বাচন করুন।

সাধারনত ইনভেস্টমেন্ট ক্লাবে একটি এন্টি ফি থাকে এবং মাসিক একটি চাদা থাকে। এন্টি ফি হতে পারে ৫০০০ টাকা এবং মাসিক চাঁদা হতে পারে ১০০০ টাকা বা এর কম বেশী।

এবার কিছু টাকা জমলে আপনি ও আপনার ক্লাব বিনিয়োগের জন্য প্রস্তত।

ক্লাবটি ঠিক মত পরিচালনা করার জন্য নিজেদের মধ্যে আলাপচারিতা করে বিভিন্ন আইন কানুন বানাতে পারেন, যা আপনি ও আপনার ক্লাব তথা আপনাদের বিনিয়োগকে সুন্দর ও সুরক্ষিত রাখবে। 

কে এম চিশতি সিয়াম – ইউটিউব লিঙ্ক