কিভাবে র্হাড পেপার বাক্স বানানোর ব্যবসা শুরু করবেন

র্হাড পেপার বাক্স বানানোর ব্যবসা

র্হাড পেপার বাক্স বানানোর ব্যবসা

র্হাড পেপার বাক্স বানানোর ব্যবসা

 

যতদিন গহনা বিক্রি ব্যবসা থাকবে ততদিন হার্ড পেপার বাক্স চলতে থাকবে। সাধারণত এই বাক্সটি ব্যবহার করা হয় গয়নার কাজে। বিশ্বায়নের এই যুগে এর চাহিদার বিকল্প নেই। অনেক তরূণরা এই ব্যবসাটির প্রতি আগ্রহী। যার জন্য এটি দিনদিন জনপ্রিয় হয়ে ওঠেছে। এই হার্ড পেপার বক্স এর মাধ্যমে আপনি আপনার যাবতীয় গয়না বহণ করতে পারবেন। এটিকে একটি ছোট বহনকারী মাধ্যমও বলা হয়ে থাকে ।

 

ব্যবসায়ের অবস্থান:

এই ব্যবসাটি একটি নির্দিষ্ট জায়গায় শুরু করতে হবে।  যে জায়গায় এই ব্যবসাটি শুরু করবেন যে জায়গার যোগাযোগ ব্যবস্থা উন্নত হতে হবে। আপনি চাইলে  বাড়ির পাশে খালি জায়গায় এই ব্যবসাটি শুরু করতে পারেন। এই ব্যবসাটির জন্য জায়গার পরিমান কম লাগে।

 

সম্ভাব্য পুঁজি: এই ব্যবসাটি শুরু করতে হলে ৪০০০০ টাকা থেকে ৬০০০০ টাকা পর্যন্ত পুঁজির প্রয়োজন।

 

কেন এই ব্যবসাটি শুরু করবেনঃ

এই ব্যবসাটি একটি জনপ্রিয় ব্যবসায়। সময়ের সাথে সাথে এর চাহিদা বেড়েই চলেছে। এই ব্যবসাটিতে  ঝুঁকি কম থাকে। বেশির ভাগ তরুণরা এই ব্যবসাটি করতে আগ্রহী।  বিশ্বের প্রচলিত অনেক শিল্পেই এই ব্যবসায়ের চাহিদা রয়েছে। উদাহরণস্বরুপ, গয়না বিক্রি করতে হলে অবশ্যই এই র্হাড পেপার গহনার বাক্সটি প্রয়োজন হয়ে থাকে। আপনি এই ব্যবসাটি করে ্অনেক টাকা আয় করতে পারেন।

 

কিভাবে শুরু করবেন: প্রথমে হার্ড পেপাওে একটি নকশা তৈরি করতে হবে। তারপর এই নকশা অনুযায়ী প্লাস্টিক রং ব্যবহার করতে হবে। র্হাড পেপারের নকশার নিচে এবং উপরে মোট ৬ টি হার্ড পেপারের টুকরো গুলোকে আইকা দিয়ে ভালভাবে লাগিয়ে দিতে হবে। তারপর দেখা যাবে একটি সুন্দর হার্ড পেপার বাক্স তৈরি হয়েছে। আপনিও এই ব্যবসাটি এই ভাবে শুরু করতে পারবেন।

 

বাজারজাত করণ: গয়নার সাথে সাথে এই ব্যবসাটির চাহিদাও বেড়েই চলেছে। ছোটখাট এবং বড় বড় বাজারে বা মার্কেটে বিভিন্ন গয়নার দোকানে র্হাড পেপার বাক্সটি গয়নার সাথে বিক্রি করে থাকেন। বাজারে এর চাহিদা ব্যাপক।

যোগ্যতা: সকল  ব্যাক্তিরা এই ব্যবসাটি পরিচালনা করতে পারেন। তবে যে বেশি আট করতে পারেন সে এই কাজটি সহজে সুন্দর ভাবে করতে পারেন। তাতে কোনো প্রশিক্ষনের প্রয়োজন তেমন একটা হয় না।

সম্ভাব্য লাভ: এই ব্যবসাটি শুরু করে ৩০ থেকে ৪০ শতাংশ টাকা পর্যন্ত আয় করা যায়। এই ব্যবসাটিতে অল্প পুঁজি ব্যয় করে অনেক টাকা আয় করতে পারেন।