কিভাবে সফল ভাবে হেয়ার সেলুন ব্যবসা শুরু করবেন

হেয়ার সেলুন ব্যবসা

কিভাবে সফল ভাবে হেয়ার সেলুন ব্যবসা শুরু করবেন

কিভাবে সফল ভাবে হেয়ার সেলুন ব্যবসা শুরু করবেন

অল্প টাকায়, অল্প শ্রমে যদি অধিক লাভের ব্যবসা শুরু করতে চান তাহলে শুরু করুন হেয়ার সেলুন ব্যবসা।  যদি আপনার একটি হেয়ার সেলুন ব্যবসা শুরু করার স্বপ্ন থেকে থাকে তবে এখনই শুরু করার সবচেয়ে সেরা সময়। বর্তমানে হেয়ার সেলুন ব্যবসা লাভজনক ব্যবসায় রূপান্তরিত হয়েছে যা আগে ছিল না। যেভাবে সেলুন ব্যবসায় সফল হতে পারেন তার কিছু পরামর্শ তুলে ধরা হলো।

হেয়ার সেলুন ব্যবসা পরিকল্পনা

যদি হেয়ার সেলুন ব্যবসা খোলার ব্যাপারে আপনি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকেন তাহলে আপনাকে দৃঢ় সংকল্প হতে হবে। সঠিক পরিকল্পনা ছাড়া কোন ব্যবসায় সফল হওয়া যায় না। সফলভাবে ব্যবসা শুরু করার জন্য নির্দেশিকা হিসেবে আপনার একটি নির্দিষ্ট ব্যবসা পরিকল্পনা ও সঠিক তথ্য প্রয়োজন। ব্যবসার পরিকল্পনা হলো আপনার ব্যবসাটি কি, তা কিভাবে সফল হবে, কিভাবে আপনি সমস্যার সমাধান করবেন ইত্যাদি। তাই ব্যবসা শুরুর আগে এই সব কিছু জেনে বুজে নিন।

বিনিয়োগ নিয়ে চিন্তা করুন

নিজের টাকা দিয়েই ব্যবসা শুর করাই ভাল। নিজের টাকা না থাকলে বিনিয়োগকারীদের সহায়তা নিন বা ব্যাংক ঋণের মাধ্যমে আপনি আপনার ব্যবসার জন্য অর্থ সংগ্রহ করতে পারেন।

একজন পরামর্শদাতা খুজুঁন

যেহেতু আপনার ব্যবসা করার পরিকল্পনা আছে, তাই সফল ভাবে শুরু করতে একজন পরামর্শদাতা খুজেঁ বের করুন। আপনার ব্যবসা শুরু ও বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে সেলুন সম্পর্কে অভিজ্ঞ একজন পরামর্শদাতার প্রয়োজন। সব থেকে ভাল হয় যারা এই ব্যবসা করে সফল হয়েছেন তাদের সাথে কথা বলুন।

আয় ব্যায়ের হিসাব সব সময় লিখে রাখুন

আপনার অর্থ ও ব্যবসাটি ঠিক পথে রাখতে আয় ব্যায়ের হিসাব সব সময় লিখে রাখুন। কত টাকা লাভ হয়েছে, কোথায় বেশী অপচয় হচ্ছে তা লিখে রাখুন।

কোথায় খুলবেন হেয়ার সেলুন ব্যবসা

সঠিক জায়গার উপর ব্যবসার সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। তাই আপনাকে দৃশ্যমান ও যোগাযোগ ব্যবস্থা ভালো এমন একটি স্থান নির্বাচন করতে হবে। এইব্যবসায় সফল হতে হলে একটি ভালো জায়গা নিশ্চিত করা অত্যাবশ্যক।

গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেলুনের ডিজাইন করুন

দেয়ালের পেইন্টিং ও আসবাবপত্র ক্রয়ের পূর্বে সেলুনের ডিজাইনটি গ্রাহকদের চাহিদা অনুযায়ী ও তাদেরকে আর্কষণ করবে কিনা তা নিশ্চিত হন। গ্রাহকদের জন্য একটি আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাই ডিজাইনের লক্ষ্য হওয়া উচিত।

চমৎকার গ্রাহক সেবা নিশ্চিত করুন

সেলুনে গ্রাহকদের জন্য একটি আরামদায়ক পরিবেশ তৈরি করার পর একটি চমৎকার গ্রাহক সেবা নিশ্চিত করা জরুরী। ভাল গ্রাহক সেবা নিশ্চিত করতে পারলে গ্রাহকরা দ্বিতীয় বার আপনার সেবা গ্রহণ করতে আসবে।

বিপণন

সেলুন ব্যবসায় সফল হতে হলে গ্রাহকের প্রয়োজন। আর গ্রাহক পেতে চাইলে একটি বিপণন পরিকল্পনা প্রয়োজন। বিপণন পরিকল্পনা না থাকলে আপনাকে সংগ্রাম করতে হবে। বিপণনের জন্য একটি কার্যকরী ওয়েবসাইট তৈরি করতে পারেন। অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ব্যবহার করতে পারেন।

কর্মী নিয়োগ করুন

আপনি নিজেই আপনার সেলুনের কর্মী হতে পারেন। তবে যদি আপনার সেলুনটি ব্যাপক জনপ্রিয়তা পায় তাহলে আপনি একা পরিচালনা করতে পারবেন না। তাই কমিশনের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী কর্মী নিয়োগ করতে পারেন। তাছাড়া অতিরিক্ত সহযোগীতার জন্যও একজন ম্যানেজার নিয়োগ করতে পারেন।