Boss সফলতা ছেলের হাতে মোয়া না যে চাইলেই পাবেন

Boss সফলতা ছেলের হাতে মোয়া না যে চাইলেই পাবেন

আপনি যদি আপনার স্বপ্ন পূরণের জন্য এখনো কাজে না নামেন তাহলে কিছু দিন অপেক্ষা করেন, দেখবেন অন্য কেউ আপনাকে ভাড়া নিবে তাদের স্বপ্ন পূরণ করার জন্য। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তাদের স্বপ্ন পূরণ করবেন, আর আপনার স্বপ্ন দিন দিন অস্পষ্ট হতে থাকবে, আস্তে আস্তে দেখবেন আপনার স্বপ্নগুলো হাওয়ার সাথে অদৃশ্য হয়ে গেছে।

সারা দিন অন্যের স্বপ্ন পূরণ করার কাজ শেষ করে যখন বাসায় ফিরবেন তখন একবারের জন্যও হলেও আফসোস হবে, কেন আমি আমার অতীতকে আরেকটু ভালো করার চেষ্টা করলাম না।

আরেকটু যদি চেষ্টা করতাম তাহলে হয়ত আজকের থেকে ভালো থাকতাম। এভাবে সারাটা জীবন অতীতের ঘাড়ে দোষ দিয়ে নিজেকে দায়মুক্ত রাখার চেষ্টা করতে হবে।

আমরা সবাই বড় স্বপ্ন হওয়ার দেখি, স্বপ্ন দেখতে কোন টাকা লাগে না, পরিশ্রম লাগে না, কষ্ট হয় না।

তবে সেই স্বপ্নকে আমরা অনেকেই বিশ্বাস করি না। যারা তাদের স্বপ্নকে বিশ্বাস করে, স্বপ্নকে লক্ষ্যে রুপান্তর করতে পারে তারাই দিন শেষে সফল হয়।

যেহেতু স্বপ্ন আপনার তাই এটি পূরণ করার দায়িত্বও আপনার।

আমি যদি জীবনে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখি, সেই স্বপ্নের কথা বার বার মনে করে অনেক আনন্দ পাই, কিন্তু তা পূরণ করার জন্য কোণ চেষ্টা না করি তবে আমার মত বোকা আর এই দুনিয়ায় আর একটিও নেই।

যেহেতু স্বপ্ন আমার তাই এটি পূরণ করার দায়িত্বও আমার। কেউ আমার হাত ধরে সফলতার সিংহাসনে বসিয়ে দিবে না।

এমন স্বপ্ন দেখতে হবে যা আপনি ঘুমের ঘোরে দেখেন না, এমন স্বপ্ন দেখতে হবে যা পূরণ হওয়া না পর্যন্ত আপনাকে জাগিয়ে রাখবে।   

এই বিশ্বে একটা মানুষও দুর্বল নয়, তবে সেই মানুষ’ই দুর্বল যিনি নিজেকে দুর্বল মনে করে।

আমার গরিব ঘরে জন্ম হয়েছে তাই টাকা নেই, আমি জীবনে বড় হত পারব না।

আমি মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহন করেছি তাই এই কাজ আমার জন্য না, আমি অনেক ধনী পরিবারে জন্মগ্রহন করেছি তাই এই ব্যবসা আমার জন্য না।

বিশ্বাস করুন, এই বাক্যগুলো অজুহাত ছাড়া আর কিছুই না।

এই বিশ্বে আপনি একটাও উদাহরণ পাবেন না যে, হুট করে বড়ে হয়ে গেছে, তবে হ্যা, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার নজির আছে।

তবে খোঁজ নিয়ে দেখেন, এই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া মানুষগুলো কি পরিমান মানসিক অশান্তির মধ্যে আছে, আবার তাদের মধ্যে অনেকেই মান-সন্মান, সামাজিক অবস্থান হারিয়ে পথের ফকির।

পরিশ্রম করে সফল হওয়া প্রতিটি মানুষ আপনার আমার মতই দেখতে, তাদের আর আমাদের সাথে মূল পার্থক্য তারা যা স্বপ্ন দেখে, যা হতে চায় তা তারা বিশ্বাস করে।

আর আমাদের স্বপ্নগুলো নিজেরাই বিশ্বাস করি না। আজকে আমাদের এই মুহুতের স্বপ্ন জীবনে অনেক বড় হব, ধনী হব, ভালো সামাজিক অবস্থান সৃষ্টি করব।

এই স্বপ্ন দেখার কিছুক্ষন পরেই আমরা তা ভুলে যাই, নিজেকে বলি, আচ্ছা আজকে থাক, আজকে একটু রিল্যাস্ক করি, আগামীকাল থেকে শুরু করবে।

এভাবে আজকে আর আগামীকাল করতে করতে বর্তমানকে অতীত করে দেই, যা আমাদেরকে দিন শেষে হতাশ করে দেয়।

আবার অনেকেই বিশ্বাস করি আমাদের জীবনে একটা নাটক অপেক্ষা করছে যেখানে নাটকের শেষ দৃশ্যে আমাকে সফলতার মুকুট পড়িয়ে দিবে।

তবে মজার বিষয় হলো, সেই নাটক শুধু চলতেই থাকবে যার শেষ দৃশ্য বলতে কিছুই নেই।

তাই জীবনে যত বড় হওয়ার স্বপ্ন দেখবেন ততই পরিশ্রম করা বাড়িয়ে দিতে হবে। তবে এমন স্বপ্ন দেখতে হবে যা বাস্তববাদী এবং অর্জনযোগ্য।

আপনার স্বপ্নের কথা শুনে হয়ত কিছু মানুষ হাসবে, আপনাকে নিয়ে ঠাট্টা মশকরা করবে।

আর আপনি যখন তা করে দেখাবেন তখন এই মানুষগুলোই আপনার সাথে হ্যান্ডশেক করার সুযোগ খুঁজবে।

আজ না কাল, এই নীতি আর না। হয় এখনই হবে, হয়ত কখনোই না।