Bangla Motivational Speech বাংলা মোটিভেশনাল

বাংলা মোটিভেশনাল

বাংলা মোটিভেশনাল

আমি যুদ্ধ করব সফল হওয়ার জন্য। আমি জানি এই দুনিয়ায় সফলতা কেউ কারো হাতে তুলে দেয় না। সফলতা ছিনিয়ে আনতে হয়।

আমি কত বার চেষ্টা করেছি তা মোটেই গুরুত্ব বহন করে না, যদি আমি সফল হই তবেই সেই চেষ্টার দাম আছে।

সফল না হলে আজকে আমার এই বাবু গিরি পোশাকের দাম নাই, আর সফল হলে আমার ছেঁড়া লুঙি জাদুঘরে ঠাঁই পাবে।

আমার গায়ের রঙ কালো না সাদা, আমি খাটো না লম্বা, আমি মোটা না শুকনো তার থেকে গুরুত্বপূর্ণ আমি সফল না বিফল।

আমি না খেয়ে থাকলে কোন মানুষ আমার মুখে খাবার তুলে দিবে না, আমার খাবার আমাকেই যোগাতে হবে।

সফল আমাকে হতেই হবে।

এই দুনিয়ায় অনেক উদাহরণ আছে, একটা সময় তার কিছু ছিল না কিন্তু পরে ঠিক তা পেয়ে যায়। এর কারন সে ভাগ্যবান ছিল?

মোটেই না, সে ছিল পরিশ্রমী ও আত্মবিশ্বাসী

মানুষ কি ভাববে সেই ভয়ে কোন কাজ বন্ধ রাখা যাবে না, কারন মানুষের ওই ভাবনায় চেয়ে আপনার পেটের ক্ষুধার কষ্ট অনেক বেশী।

আমি জানি রাত শেষ হওয়ার পরে সূর্য উঠবেই, তেমনি সমস্যা এবং ব্যর্থতার পরে সাফল্য আসে।

যারা ভিতু তারাই সমস্যা ও ব্যর্থতা থেকে দূরে পালিয়ে থাকে, এতে  তারা মনে করে সমস্যা শেষ হয়ে যায়।

এই ভিতু মানুষরা কখনোই ইতিবাচক চিন্তা করতে পারে না। ইতিবাচক চিন্তাভাবনা করা এবং ভালো কিছুর আশা করতে আমার কোন টাকা খরচ করতে হয় না।

ঠিক তেমনি নেগেটিভ চিন্তাভাবনা এবং খারাপ কিছুর আশা করতেও টাকা লাগে না। তাহলে কেন নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করব না?

আপনার বর্তমান জীবনযাপন যদি পছন্দ না হয় এবং তা যদি পরিবর্তন করতে চান তবে যা দরকার তা হলো বড় লক্ষ্য, অনুপ্রেরণা, ভাল একটি পরিকল্পনা এবং অধ্যবসায়।

এই পরিবর্তনশীল বিশ্বে আপনাকে নতুন নতুন দক্ষতা শিখতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই দক্ষতা কাজে লাগাতে হবে।

প্রতিটি দিনকে ভালবাসাতে হবে এবং আনন্দের সাথে স্বাগত জানাতে হবে।

আপনাকে বিশ্বাস করতে হবে আপনার জীবন প্রতিদিন একটু একটু করে উন্নত হচ্ছে।

আপনার সকল ব্যর্থতার জন্য আপনি নিজে একমাএ দায়ী এবং আপনার প্রতিটি সফলতা জন্য অন্যের কাছে কৃতজ্ঞ থাকতে হবে।

আমাকে দিয়ে হবে না এর পরিবর্তে আমিই পারব এই নীতিকে মনে প্রানে বিশ্বাস করতে হবে।

জীবনে আপনার জন্য একটি নাটক অপেক্ষা করছে যা আপনার জীবনকে সাফল্যমন্ডিত করে দিবে, এই কথা কোনও দিন স্বপ্নেও ভাবতে যাবেন না।

আপনাকে নিয়ে মানুষ নেগেটিভ কি ভাবছে তা নিয়ে মোটেও চিন্তা করবেন না কারন যখন ঝড় হয় তখন বড় গাছটি বাতাসে বেশী নড়ে, ছোট আগাছার উপর ঝড়ের কোন প্রভাব পড়ে না। ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল – Bangla Preneur YouTube Channel