কিভাবে বাংলাদেশে অনলাইনে বিজ্ঞাপন দিতে পারি?
কিভাবে বাংলাদেশে অনলাইনে বিজ্ঞাপন দিতে পারি? How do Advertise Online in Bangladesh

কিভাবে অনলাইনে বিজ্ঞাপন দিতে পারি
আপনার ব্যবসায়িক চাহিদা অনুযায়ী অনলাইনে বিজ্ঞাপন দিতে পারেন। প্রথমে আপনাকে বুজতে হবে কেন আপনি অনলাইনে বিজ্ঞাপন দিতে চান। বিজ্ঞাপনের কারন এবং লক্ষ্য ঠিক করে প্ল্যাটফর্ম ঠিক করতে হবে।
আমাদের দেশে অনলাইন বিজ্ঞাপন একটু জামেলার, তার কারন হচ্ছে ক্রেডিট কার্ড। আপনি ক্রেডিট কার্ড ছাড়া গুগল, ইউটিউব, ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারবেন না। তাহলে সর্ব প্রথম আপনাকে নিশ্চিত করতে হবে আপনার একটি ক্রেডিট কার্ড রয়েছে।
বর্তমানে ইস্টান ব্যাংক এর ডুয়েল কারেন্সী কার্ড ব্যবহার করে অনলাইনে বিজ্ঞাপন দিতে পারবেন। তার জন্য অবশ্যই পাসপোর্ট থাকতে হবে।
এবার চলুন দেখি কোন প্লাটফর্ম এ আপনি অনলাইন বিজ্ঞাপন দিতে পারবেন।
গুগল অ্যাডওয়ার্ডসঃ অনলাইন বিজ্ঞাপন এর জন্য সব থেকে কার্যকারী প্লাটফর্ম হলো গুগল অ্যাডওয়ার্ডস। শুধু আমাদের বাংলাদেশে নয়, সারা বিশ্বে সব থেকে জনপ্রিয় অনলাইন বিজ্ঞাপন মাধ্যম হলো গুগল। গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে আপনি আপনার টার্গেট কাস্টমার এর কাছে প্রয়োজনীয় বার্তা দিতে পারবেন। সব থেকে মজার বিষয় হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস শুধু আপনার থেকে তখনই টাকা কাটবে যখন কোন ভিজিটর আপনার এড এ ক্লিক করবে।
ইউটিউব এ বিজ্ঞাপন দিনঃ গুগল অ্যাডওয়ার্ডস এর একটি অংশ হিসাবে আপনি ইউটিউব এ বিজ্ঞাপন দিতে পারেন। আপনি যদি কোন ভিডিও প্রমোট করতে চান, তাহলে আমি বলব ইউটিউব এ বিজ্ঞাপন সব থেকে কার্যকারী। আমাদের দেশে দিন দিন ইউটিউব ব্যবহারকারী বেড়ে যাওয়ায় অনেকে ইউটিউব এ বিজ্ঞাপন দিয়ে ব্যবসা প্রসার করছে।
ফেসবুক এ বিজ্ঞাপন দিনঃ বিজ্ঞাপন রেট বেড়ে যাওয়ায় দিন দিন ফেসবুকের প্রতি বিজ্ঞাপনদাতা গন আস্তা হারিয়ে ফেলছে। আগে একটা সময় ছিল যখন ফেসবুক এড সব থেকে কার্যকারী ছিল। তবে দিন দিন মানুষ ফেসবুকে এত বিজ্ঞাপন দেখে কনফিউস হচ্ছে যে কোনটা পোস্ট আর কোনটা বিজ্ঞাপন। যার ফলে বিজ্ঞাপন দেখলেই শুধু স্কিপ করে চলে যার। তারপরেও আমাদের দেশে সব থেকে জনপ্রিয় অনলাইন বিজ্ঞানপ মাধ্যম হচ্ছে ফেসবুক। আপনি যদি টার্গেট কাস্টমার খুজে পান তাহলে ফেসবুক এ বিজ্ঞাপন দিয়ে প্রডাক্ট বুস্ট করতে পারেন।
সরাসরি ওয়েবসাইটে বিজ্ঞাপনঃ আমাদের দেশের পেক্ষাটে এটা একটু নতুন হলেও খরচ কম। সরাসরি ওয়েবসাইট মালিকদের সাথে কথা বলে বসিয়ে দিন আপনার অনলাইন বিজ্ঞাপন। এই ভাবে বিজ্ঞাপন দিলে সব থেকে ভাল দিক হচ্ছে আপনাকে ক্রেডিট কার্ড এর জামেলায় যেতে হবে না।
যে তিনটি মাধ্যম আলোচনা করা হয়েছে, তা একবার হলেও ট্রাই করুন। যেই মাধ্যম আপনার ব্যবসার সাথে উপযোগী হবে তা চালিয়ে যান। শুভ কামনা আপনার জন্য।