স্বপ্ন দেখুন প্রাণ খুলে, সফলতা আসবে আপনার দুয়ারে

স্বপ্ন দেখুন প্রাণ খুলে সফলতা আসবেই আপনার দুয়ারে

স্বপ্ন দেখুন প্রাণ খুলে সফলতা আসবেই আপনার দুয়ারে

আমরা কমবেশি সবাই স্বপ্ন দেখি। কোনো কোনো স্বপ্ন আমাদের গভীর আনন্দ দেয়, আবার দুঃস্বপ্ন আমাদের মানসিক যন্ত্রনা দেয়। ঘুমিয়ে যে স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্নের ওপর আমাদের নিয়ন্ত্রন থাকে না, কিন্তু জেগে যে স্বপ্ন আমরা দেখি তার ওপর আমাদের নিয়ন্ত্রন আছে।

সত্যি কথা বলতে জাগ্রত অবস্থায় আপনার স্বপ্নের নিয়ন্ত্রক আপনি নিজেই।

জীবনে সফল হতে চাইলে আপনাকে জেগে থেকেই স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন বিশ্বাস করতে হবে এবং স্বপ্ন সত্যি করার জন্য কাজ করতে হবে।

আমরা সবাই শ্রদ্ধেয় এপিজে আব্দুল কালামের সেই বিখ্যাত উক্তিটি জানি, “স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো বরং স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না।”

কথাটি আমাদের বহুবার শোনা। কিন্তু আমরা কি কথাটি আমাদের প্রতিদিনের জীবনে মেনে চলতে পারি।

ধরুন, সদ্য HSC পাশ করা নিম্নবৃত্ত পরিবারের পাঁচ বন্ধুর মধ্যে একটি ছেলে বলল আগামী ১ বছরের মধ্যে আমি ১ লাখ টাকার মালিক হব।

তখন তার অন্য বন্ধুরা তাকে নিয়ে হাসি তামাশা করে, তার স্বপ্নকে মূল্যায়ণ করে না।

আমরা হলেও হয়ত তাই করতাম।

এইচএসসি পাশ করা একটি ছেলের কি এমন যোগ্যতা যে ,সে ১ লাখ টাকার স্বপ্ন দেখে।

কিন্তু পরবর্তী একবছর সে টিউশনি এবং স্বল্প পুজিঁর অনলাইন ব্যবসার করল।

সেই স্বপ্নের জন্য সে অক্লান্ত পরিশ্রম করলো ববং বছর শেষে আশি হাজার টাকার মালিক হল।

বাস্তব প্রক্ষোপটে তার স্বপ্ন হয়তো পরিপূর্ণ ভাবে সফল হয়নি।

তবে বাকী পাঁচ বন্ধুর মধ্যে সে কিন্তু সবচেয়ে সফল।

সে এখন আশি হাজার টাকার মালিক।

তার সেইসব বন্ধুরা যারা তার স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছে, তারাই আজ তার অর্জনের উপলক্ষে পার্টি করছে আর হীনমন্যতায় ভুগছে কেননা এই এক বছরে তাদের সঞ্চয় ৫ টাকাও না।

বরং ২০০০ হাজার টাকা চায়ের দোকানে বাকী। এই বন্ধুদের মধ্যে পার্থক্য কিন্তু শুধু স্বপ্নের।

একজন স্বপ্ন দেখেছিল, বিশ্বাস করেছিল, অন্যরা স্বপ্নও দেখেনি বরং তাকে নিয়ে হাসাহাসি করেছে এবং যা দিন শেষে হীনমন্যতার জন্ম দিয়েছে।

আপনাকে স্বপ্ন দেখার জন্য অবশ্যই কিছু কৌশল আবলম্বন করতে হবে। স্বপ্নটাকে প্রথমে বিশ্বাস করতে হবে।

যেমন ”আমি যদি ১ লাখ টাকা পেতাম“ এটা না ভেবে আসুন ভাবি আমি ১ লাখ টাকার মালিক হবো।

তাহলে ইতিমধ্যেই আমার মধ্যে দ্বিতীয় চিন্তা চলে আসবে কীভাবে ১ লাখ টাকার মালিক হবো?

– এর উত্তর হতে পারে আমার কি কি আছে আর আমি কি কি করতে পারি।

বছর শেষে আমাদের অর্জনের খাতা শূন্য হবে না এটা নিশ্চিত থাকুন।

আলবার্ট আইনস্টাইনের কথা আমরা সবাই জানি।

তার অর্জনের গল্প জানি। কিন্তু তার ব্যর্থতার গল্প কি জানি?

শুধুমাত্র কথা বলা শিখতেই এই মানুষটির ৪ বছর সময় লেগেছিল।

মারা যাওয়ার আগে তার বাবার একটাই কষ্ট ছিল, বোকা এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না।

বোকা এই ছেলেটিই পুরো পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছিলেন নিজের যোগ্যতা দিয়ে।

সফল হওয়ার স্বপ্ন তাকে নিরাশ করেনি শেষ পর্যন্ত।

বড় স্বপ্ন দেখতে অনেকেই ভয় পাই আমরা।

ভাবি ছেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ঠিক হবে না।

কিন্ত আসল কথা হলো, স্বপ্ন যখন অনেক বড়, পরিশ্রমও অনেক বেশি, চেষ্টাও অনেক বেশি থাকে।

আর বড় বড় স্বপ্নের কারনে আমরা কখন অনেক ছোট ছোট অর্জন করে ফেলি, যা আমরা নিজেরাই বুঝতে পারি না।

আর এই অর্জনের ঝুলি দিন দিন বাড়তেই থাকে।

নিজেকে বিশ্বাস করুন সবার আগে।

অন্য কেই আপনার স্বপ্নকে পাত্তা না দিলেও বিশ্বাস হারাবেন না।

ছোট বড় সব অর্জনের জন্যই নিজেকে নিজেই পুরুস্কৃত করুন।

হতে পারে সেটা একট বারগার কিংবা টি-শার্ট।

অর্জনটাকে উপভোগ করুন, নতুন অর্জনের জন্য নিজেকে উৎসাহ দিন, আবার নতুন করে স্বপ্ন দেখুন।

আপনার থেকে হয়তো কেউ সব কিছু কেড়ে নিতে পারে।

কিন্তু আপনার স্বপ্নকে কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না।

এটাই আপনার সফলতার চাবিকাঠি।

আসুন স্বপ্ন দেখি, স্বপ্নের জন্য কাজ করি, সফলতা আসবেই।