শেয়ার না কিনে বিও হিসাবে টাকা অলস রাখা কতটা যৌক্তিক

শেয়ার না কিনে বিও হিসাবে টাকা অলস রাখা কতটা যৌক্তিক

শেয়ার না কিনে বিও হিসাবে টাকা অলস রাখা কতটা যৌক্তিক

শেয়ার না কিনে বিও হিসাবে টাকা অলস রাখা কতটা যৌক্তিক

শেয়ার না কিনে বিও অ্যাকাউন্টে টাকা অলস রেখে কিভাবে লাভ করা যায় তা সর্বপ্রথম অর্থনীতিবিদ লর্ড কিনস শিখিয়েছিলেন। শেয়ার বাজারে অনেক সময় খাটানো টাকার চেয়ে অলস টাকায় বেশী লাভ দেয়। ভাবছেন এটা কেমন কথা? হ্যাঁ, এটি শেয়ার বাজারের জন্য অতি সত্য কথার একটি।

কম দামে কিনে বেশী দামে শেয়ার বিক্রি করে আবার কম দামে কিনলে লাভ পাওয়া যায় এটাই স্বাভাবিক। তবে ঐ কম দামটাও যদি অল্প সময়ের মধ্যে আরো কমে যায় তবে ঐ কম দামে শেয়ার না কিনে টাকাকে অলস রাখাই মঙ্গল।

নগদ টাকাই আপনার পোর্টফোলিও সবচেয়ে ঝুঁকি মুক্ত অবস্থানে থাকে। বিও হিসাবে টাকা অলস রাখলে যদিও আপনার কোন লাভ হবে না, কিন্তু সেই সাথে কোন লসও হবে না। সাধারনত কোন দক্ষ বিনিয়োগকারী যখন বুজতে পারে বাজারে ঝুঁকির পরিমাণ বেড়ে যাচ্ছে তখন সে ঝুঁকিপূর্ণ শেয়ার বিক্রি করে টাকা ক্যাশ করে রাখে।

বাজার দিন দিন খারাপ হবে মনে হলে কোন শেয়ার না কিনে টাকা নিয়ে প্রস্তুত হয়ে বসে থাকাই ভাল। অন্যদিকে আপনার ওয়াচলিস্টে থাকা শেয়ারের দাম কমে গেছে, কিন্তু আরো কমার সম্ভাবনা যদি থাকে তাহলে কেনার সিন্ধান্ত না নেওয়াই ভাল। এক্ষেএে যে শেয়ারের দাম সর্বনিন্ম দামে পড়ে আছে তা দেখে সম্ভাবনাময় শেয়ারটি কিনতে হবে।

বিও অ্যাকাউন্টে কত টাকা ক্যাশ রাখা উচিত?

এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়। কিছু বিনিয়োগকারী আছে যারা কোন টাকাই ক্যাশ রাখে না, আবার অনেক বিনিয়োগকারী আছেন যাদের সব সময় ৪০% এর বেশী ক্যাশ রাখেন। বাজার যতই ভাল থাকুন না কেন কম পক্ষে ১৫% এর বেশী সব সময় ক্যাশ রাখা উচিত।

শতকরা কত টাকা বিও অ্যাকাউন্টে ক্যাশ রাখবেন তা নির্ভর করবে নিন্মলিখিত কয়েকটি বিষয়ের উপর।

১। আপনার পোর্টফোলিও এর লক্ষ্য কি?

২। আপনার আর্থিক অবস্থা কি?

৩। প্রতিমাসে নতুন করে কত টাকা বিনিয়োগের জন্য বাজারে নিয়ে আসতে পারবেন।

৪। আপনি কত দিনের জন্য বিনিয়োগ করতে চান?

৫। আপনার পূর্ব অভিজ্ঞতা কেমন ছিল?

৬। সামনের দিনে বাজার ভাল করতে পারে তার সম্ভাবনা কতটুকু।

আরো পড়ুন – শেয়ার বাজার সম্পর্কে কিছু ভুল ধরনা

কেন কিছু ক্যাশ টাকা অলস ভাবে বিও অ্যাকাউন্টে রেখে দিবেন?

দাম উঠা নামার ফলে আপনার হাতে থাকা সম্ভাবনাময় কোন শেয়ার বেশী দাম কমে যায় তাহলে এভারেজ করে শেয়ারের দাম কমাতে পারেন।

অনেক সময় বাজারে অনেক ভাল সুযোগ থাকে। হয়ত আপনার হাতে থাকা শেয়ারের চেয়ে আরেকটি শেয়ারের ভাল একটি নিউজ আসল এবং ক্যাশ থাকলে আপনি সেই শেয়ার কিনতে পারবেন।

মার্কেট যখন কারেকশন এ থাকে তখন আপনি আপনার পছন্দের শেয়ার কম দামে কিনতে পারবেন। তবে সব টাকা কখনই একবারে শেষ করা যাবে না।