যে ৬টি ভুলের জন্য ব্যবসায় সফলতা আমরা পাই না

ব্যবসায় সফলতা আমরা কেন পাই না

যে ৬টি ভুলের জন্য ব্যবসায় সফলতা আমরা পাই না

যে ৬টি ভুলের জন্য ব্যবসায় সফলতা আমরা পাই না

আমরা যারা ব্যবসা করছি বা ব্যবসা করতে চাই তাদের সবার প্রাথমিক ও সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে সফলতা পাওয়া। ব্যবসায় সফলতা পাওয়ার টিপস সম্পর্কে আমরা জানি। আজকের এই আর্টিকেলে আর ঐ দিকে আর যাচ্ছি না। আসুন জেনে নেই যে ৬টি ভুলের জন্য ব্যবসায় সফলতা আমরা পাই না।

১। শতভাগ সঠিক সময়ের জন্য অপেক্ষা করি

ব্যবসা শুরু করার জন্য শতভাগ সঠিক সময় নেই। পথে নামলেই যেমন পথের গন্তব্য খুঁজে পাওয়া যায়, ঠিক তেমনি ব্যবসা করার জন্য আপনাকে শুরু করতে হবে।

শতভাগ সঠিক সময়ের জন্য অপেক্ষা করা মানে হচ্ছে আপনি আপনার সম্ভাবনাকে দাবিয়ে রাখছেন। তাই আপনাকে প্রাথমিক প্রস্ততি সেড়েই ব্যবসা শুরু করতে হবে।  

২। সঠিক বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করি না

একটা বিজনেস মাথায় আসলো, হাতে কিছু টাকাও আছে, শুরু করে দিলাম, কিন্তু সেই বিজনেস আইডিয়াটি লাভজনক কিনা তা যাচাই করি না।

আমাদের এমন বিজনেস আইডিয়া খুঁজে পেতে হবে যেখানে গ্রাহকের কোন একটি নিদিষ্ট সমস্যার সমাধান করতে পারি।

দেখে নিন – ১২০টি লাভজনক বিজনেস আইডিয়া

৩। অবাস্তব লক্ষ্য নির্ধারণ করি

ব্যবসায়িক ভুলগুলির মধ্যে একটি হল অবাস্তব লক্ষ্য তৈরি করা। আমাদের অবশ্যই বড় লক্ষ্য নির্ধারণ করতে হবে কিন্তু তা যেন অবাস্তব না হয়।

নিজেকে চ্যালেঞ্জ জানাতে দিয়ে আমরা এমন কোন ব্যবসার লক্ষ নির্ধারন করব না, যা পূরন না হলে হতাশ হয়ে যাব।

৪। প্রতিদিন লক্ষ্য পূরণের জন্য কাজ করি না

জানুয়ারিতে একটি লক্ষ্য নির্ধারণ করে জুলাই অবধি এটির দিকে তাকানোর সুযোগ পাই না, ফলে লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা থাকে না।

আমাদের লক্ষ্য নির্ধারণ করে তা পূরন করার জন্য কাজ করে যেতে হবে।

৫। স্মার্ট পদ্ধতি অনুসরন করি না

আপনি মানুন না নাই মানুন, শুধু মাএ কঠোর পরিশ্রম করলেই সফলতা পাওয়া যায় না।

আমাদের স্মার্ট পদ্ধতি অনুসরন করতে হবে।

ইংরেজি শব্দ SMART কে আমরা যদি একটু বিশ্লেষণ করি তবে আমরা যা পাই তা হলো S- specific, M-measurable, A- attainable, R- realistic এবং T- time-based. যা আমাদের ব্যবসায়িক লক্ষ্য নির্ধারণে সাহায্য করবে।

৬। ছোট সফলতায় আনন্দ পাই না 

আমাদের প্রত্যাশা অনেক বড় থাকে, যার ফলে ছোট সফলতায় আনন্দ পাই না।

কিন্তু তা না করে আমাদের উচিত হবে প্রতিটি সফলতায় আনন্দ খুঁজে বের করা।

ফলে আমরা আমাদের কাজে আরো মনোযোগ দিতে পারব এবং ধাপে ধাপে সফলতা অর্জন করতে পারব। ধন্যবাদ!

কে এম চিশতি সিয়াম – ইউটিউব চ্যানেল