আমার ব্যবসার জন্য বিজনেস প্ল্যান কিভাবে সাজাব?

আমার ব্যবসার জন্য বিজনেস প্ল্যান কিভাবে সাজাব?

আমার ব্যবসার জন্য বিজনেস প্ল্যান কিভাবে সাজাব - ব্যবসায়িক প্রশ্ন ও উত্তর

আমার ব্যবসার জন্য বিজনেস প্ল্যান কিভাবে সাজাব – ব্যবসায়িক প্রশ্ন ও উত্তর

বিজনেস প্ল্যান একটি লিখিত ডকুমেন্ট, যেখানে ব্যবসার কারন, লক্ষ, ও উদ্দেশ্য বিস্তারিত উল্লেখ থাকে। যেকোন ব্যবসার জন্য বিজনেস প্ল্যান থাকা খুবই গুরুত্বপূর্ণ।  সঠিক ব্যবসার আইডিয়া যেমন আপনাকে সফল করবে, তার বাস্তব রুপ হচ্ছে প্ল্যান। অনেকই প্ল্যান না লিখেই ব্যবসা শুরু করে থাকেন, যা ব্যবসার জন্য ক্ষতির কারন হতে পারে। পড়ুন- যে ৮ কারনে ব্যবসা ব্যর্থ হয়

বিজনেস প্ল্যান লেখার নিয়ম

বিভিন্ন উদ্যোক্তাগন বিভিন্ন নিয়ম মেনে বিজনেস প্লান সাজায়। ব্যবসার ধরন বুজে ব্যবসার প্ল্যান লিখা উচিত। নীচে সব থেকে প্রচলিত নিয়মগুলি সম্পর্কে আলোচনা করা হল।

বিজনেস প্লান ছোট হবে

ব্যবসার পরিকল্পনা বা বিজনেস প্লান যতটা সম্ভব ছোট রাখার চেষ্টা করুন। বিজনেস প্ল্যান পাঠযোগ্য সাইজের হতে হবে। কোন ভাবেই ৪০ পাতার থেকে যেন বড় না হয়। কিছু ব্যবসার ক্ষেএে প্ল্যান বড় হতে পারে, যেমন- পার্ক, অনেক বড় কারখানা ইত্যাদি।

গ্রাহক সম্পর্কে জানুন

আপনার গ্রাহক যেই ভাষার হবে আপনার পরিকল্পনা সেই ভাষায় হবে। অনেকে আমাদের দেশে ব্যবসার প্লান ইংলিশে লিখে থাকেন, যদিও ইংলিশে লেখা সহজ তারপরও বাংলায় লেখাই আমি বেশী প্রাধন্য দিব।

সারসংক্ষেপ

ব্যবসার পরিকল্পনা লিখতে হলে প্রথমেই আপনার ব্যবসা সারসংক্ষেপ বা সামারী লিখতে হবে। সহজে এবং ছোট আকারে আপনার ব্যবসার পণ্য কি, গ্রাহক কারা, কত টাকা বিনিয়োগ করতে হবে, লাভ কেমন হবে তা উল্লেখ করতে হবে। সারসংক্ষেপ লিখতে আনুমানিক ১ পাতা বা ৫০০ শব্দের হয়।

সুযোগ

পরবর্তী ধাপ হচ্ছে সুযোগ বের করা। আপনি যেই ব্যবসার উপর প্লান লিখছেন সেই ব্যবসায় কি কি সুযোগ রয়েছে তা নিয়ে লিখুন। আপনার গ্রাহকের কি লাভ হবে, আপনি কি সম্যাসার সমাধান করতে যাচ্ছেন, গ্রাহক কি সুবিধা পাবে তা উল্লেখ করুন।

অর্থনৈতিক পরিকল্পনা

এই অধ্যায়ে আপনি কত টাকা বিনিয়োগ করবেন, কত দিনে আপনার আসল টাকা ফেরত চলে আসবে, কত দিন পর লাভ করতে পারবেন ইত্যাদি থাকে। সাধারনত বড় বিনিয়োগের ব্যবসা গুলোতে ৪ থেকে ৫ বছর  সময় লাগে আসল টাকা উঠাতে। আপনি যখন কোন ব্যবসার আইডিয়া নির্বাচন করবেন তখন এই দিক বিবেচনা করে নেওয়া উচিত।

তাছাড়া বিজনেস প্লান লিখতে কোন জটিল বাক্য লিখবেন না। বাক্য গুলো যেন ছোট ও পড়তে সহজ হয়। এমন ভাবে লিখতে হবে যেন সকল মানুষ সহজেই বুজতে পারে। প্লানটি দেখতে ও বুজতে সুবিধার জন্য চার্ট, গ্রাফ ব্যবহার করতে পারেন। তাতে এর মান বহুগুন বাড়িয়ে দিবে সর্বপরি বিজনেস প্ল্যান যত ছোট করা যাবে ততই ভাল।