বিশ্বের শীর্ষ ১০ টি প্রাচীনতম সভ্যতা

বিশ্বের শীর্ষ ১০ টি প্রাচীনতম সভ্যতা

বিশ্বের শীর্ষ ১০ টি প্রাচীনতম সভ্যতা

শীর্ষ ১০ টি প্রাচীনতম সভ্যতা

প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদগণ আমাদের জন্য পূর্বপুরুষদের সাথে যুক্ত ধ্বংস প্রাপ্ত শহর, জীবাশ্ম, হস্তশিল্প ইত্যাদি আবিষ্কারের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে বুঝতে সহায়তা করেছে। তারা তাদের পরিসংখ্যানের মাধ্যমে কবে, কোথায়, কোন সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে এবং সভ্যতার উথান ও বৃদ্ধি সম্পর্কে আমাদেরকে জানতে সহায়তা করেছে। এখানে আমরা বিশ্বের শীর্ষ ১০ টি প্রাচীনতম সভ্যতা সম্পর্কে আলোচনা করব। নিচে তা বিস্তারিত আলোচনা করা হলো।

মেসোপটেমিয়া

মেসোপটেমিয়া মানব ইতিহাসে আবিভূর্ত প্রথম সভ্যতা। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বর্তমান ইরাকে অবস্থিত একটি প্রাচীন অঞ্চল। যা টিগ্রিস এবং ইউফ্রেটিস নদী গুলোর মাঝখানে অবস্থিত। এই অঞ্চলটি তার উর্বর কৃষি জমির জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিল।

প্রায় ১০০০০ খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতার জন্ম। এই সময়ে এই অঞ্চলের আশপাশের লোকেরা কৃষি ধারণা আবিষ্কার করেছিল এবং ঘরোয়া ভাবে বিভিন্ন প্রাণী লালন পালন শুরু করেছিল। এই সভ্যতা লিখিত সাহিত্য, শিল্প ও সংস্কৃতি জন্ম দিয়েছিল।

প্রাচীন মিশর

প্রাচীন মিশর সভ্যতা ৩১০০ খ্রিস্টপূর্বাব্দ এবং ২৬৮৬ খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত হয়েছিল। এটি বিশে^র সবচেয়ে প্রশংসিত ও বিখ্যাত সংস্কৃতি। নীল নদীর তীর বরাবর এই সংস্কৃতিটি গড়ে তোলা হয়েছিল।

নদীর তীর বরাবর যে মহিমান্বিত পিরামিড গুলো রয়েছে তা সেই সময়ের ক্রমবর্ধমান সংস্কৃতির প্রমাণ। পাশাপাশি এই পিরামিড গুলো মিশরীয় মরুভূমিতে একটি শক্তিশালী সাম্রাজ্যের অস্তিত্বের অনুস্মারক হিসেবেও কাজ করে। মূলত ফেরাউন কর্তৃক উচ্চ ও নিন্ম মিশরের একীকরণের ফলে মিশরীয় সভ্যতার উদ্ভব ঘটে।

রোমান সভ্যতা

খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে রোমান সভ্যতার জন্ম হয়। ভূমধ্য সাগরের পাশর্^বর্তী ভূমির উপর রোমান সভ্যতা গড়ে উঠেছিল। বিভিন্ন পৌরাণিক কাহিনী ও শ্রুতি দ্বারা রোমান সভ্যতার ভিত্তি ঘিরে রয়েছে। শুরুর দিকে রোমানরা রাজাদের দ্বারা শাসিত হতো।

কিন্তু সাত রাজার পরে এটিকে একটি প্রজাতন্ত্রে পরিণত করা হয়। রোম সভ্যতা জুলিয়াস সিজার ও আগস্টাসের মতো শক্তিশালী কিছু মানুষের উথান এবং পতন দেখেছিল। রোমান সভ্যতা রাজনীতিবিদ, কূটনীতিক, লেখক ও সৈন্যদের জন্ম দিয়েছিল। রোমের থাম্বপ্রিন্ট এখনো ইউরোপের দর্শনীয় স্থান গুলোর একটি। যা প্রতি বছর প্রচুর সংখ্যক পর্যটককে আর্কষণ করে থাকে।

আরো জানুন – বিশ্বের শীর্ষ ১০ টি কম জনসংখ্যার দেশ #১ গ্রীনল্যান্ড

নর্ট চিকো

নর্ট চিকো সভ্যতা প্রাক কলম্বিয়া যুগের একটি জটিল সমাজ ব্যবস্থা। খ্রিস্টপূর্ব ৪র্থ ও দ্বিতীয় শতাব্দী মাঝামাঝি সময়ে এই সভ্যতার আর্বিভার ঘটে। এই সভ্যতাটি প্যাটিলিষ্ক, ফোর্টলেজা ও সুপ নদীর তীরে গড়ে উঠেছিল। স্মারক স্থাপত্য এই সভ্যতার প্রধান অর্জন হিসেবে বিবেচিত হয়ে থাকে।

মায়ান

শাং রাজবংশের পরপরই মায়ান সংস্কৃতির উদ্ভব ঘটে। মায়ানরা বর্তমান মেক্সিকো, গুয়াতেমালা, সালভাদর, বেলিজ ও হন্ডুরাস অঞ্চলে প্রায় ১২০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২৫০ খ্রিস্টপূর্বাব্দে বাস করতো। মায়ানরা ৭০০ খ্রিস্টপূর্বাব্দে লেখার পদ্ধতি রচনা করেছিল এবং পাথরের উপর সৌর ক্যালেন্ডার তৈরির জন্য লেখার ব্যবহার করেছিল।

এজটেক্স

এজটেক্সকে ইউরোপীয়ান মান দ্বারা প্রাচীন সভ্যতা হিসেবে বিবেচনা করা হয় না। তারা আমেরিকার বহুপ্রাচীন, সবচেয়ে সংগঠিত এবং শক্তিশালী মানুষ ছিলো। দক্ষিণ আমেরিকাতে যখন তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে শুরু করে তখনই তারা নজরে এসেছিলো। তাদের একটি সমৃদ্ধ সংস্কৃতি ছিলো। পাশাপাশি তাদের মানবিক বিসর্জনের জন্য এখনো স্মরণ করা হয়। এই সভ্যতায় পিরামিড ও অসংখ্য অনন্য স্থাপত্য তৈরি হয়েছিলো। যা এখনো মেক্সিকোর কাছাকাছি অঞ্চল গুলোতে দেখতে পাওয়া যায়।

সিন্ধু উপত্যকা সভ্যতা

সিন্ধু উপত্যকা সভ্যতা যা হার্পান সভ্যতা নামেও পরিচিত। এটি আজ থেকে প্রায় ৫৩০০ বছর আগে শুরু হয়েছিলো। বর্তমান আফগানিস্তান থেকে পাকিস্তান ও ভারত পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে এই সভ্যতার উদ্ভব ঘটেছিলো।

এটি মিশরীয় ও মেসোপটেমিয়ার মতো তিনটি সবচেয়ে প্রাচীন সভ্যতার একটি। সিন্ধু নদীর অববাহিকায় এই সভ্যতার মানুষ বসতি স্থাপন করেছিলো। এই সভ্যতাটি ২৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিলো। এই সময়ে দৈর্ঘ্য, ভর ও সময় পরিমাপের সঠিক পদ্ধতি আবিষ্কৃত হয়েছিলো।

জিয়াহো

জিয়াহো সভ্যতা প্রাচীন চীনে অবস্থিত ছিলো। এই সভ্যতার অধিবাসীরা চীন সংস্কৃতির প্রেক্ষিৎ গড়ে তুলেছিলো। এই সভ্যতার মানুষ প্রধানত ধান চাষ করতো। কিন্তু তারা প্রাচীন মদ উৎপাদনের জন্য সবচেয়ে বেশি পরিচিত। কিছু সঙ্গীত আইটেম বিশেষ করে বাশিঁ তাদের সভ্যতার সাথে সংযুক্ত বলে ধারণা করা হয়।

আদিবাসী অস্ট্রেলিয়ান

বিশ্বের ইতিহাসে মেসোপটেমিয়া সভ্যতাকে সবচেয়ে প্রাচীন হিসেবে বিবেচনা করা হলেও কিছু কিছু ইতিহাসবিদ আদিবাসী অস্ট্রেলিয়ানদেরকে প্রাচীনতম হিসেবে বিশ্বাস করেন। বিশ্বাস করা হয় যে তারা অস্ট্রেলিয়ায় ৪০০০০ বছর ধরে বাস করছেন। পাশাপাশি তাদেরকে বর্তমান অস্ট্রেলিয়ার প্রত্যক্ষ পূর্ব পুরুষ হিসেবে বিবেচনা করা হয়।

ইনকা

প্রাক কলম্বিয়ার যুগে ইনকা সাম্রাজ্যকে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড়  সাম্রাজ্য হিসেবে বিবেচনা করা হতো। এই সাম্রাজ্যের প্রশাসনিক রাজধানী বর্তমান পেরুতে অবস্থিত ছিলো।