নিজেকে পরিবর্তন করুন এতটাই পরিবর্তন করুন নিজেকে যেন নিজেই চিনতে না পারেন

নিজেকে পরিবর্তন করুন এতটাই পরিবর্তন করুন নিজেকে যেন নিজেই চিনতে না পারেন

নিজেকে পরিবর্তন করুন এতটাই পরিবর্তন করুন নিজেকে যেন নিজেই চিনতে না পারেন

আপনি যদি জীবনে সফল হতে চান, যদি আপনি জ্ঞানী, গুনী, ধনী, আলোচিত উজ্জল নক্ষএ হতে চান তবে আপনার অতীত জীবনে করা সকল ভুল ক্ষমা করে দিতে হবে।

নিজেকে ক্ষমা করে দিয়ে এক নতুন মানুষ হিসাবে আত্মপ্রকাশ করতে হবে।

যখনই আপনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সেই অতীতকে ভুলে যেতে পারবেন তখনই আপনার সামনে এক সম্ভাবনাময় বিশ্ব হাতছানি দিবে।

অতীত অবশ্যই গুরুত্বপূর্ণ তবে তার থেকে আপনার ভবিষ্যৎ বেশী গুরুত্বপূর্ণ।

অতীতের সকল যন্তনা, দুঃখ, অভিযোগ, হতাশা নিয়ে চিন্তা করার সহজ মানে হচ্ছে বর্তমানকে শেষ করা এবং ভবিষ্যৎ অন্ধকারের মুখে ফেলে দেওয়া।

আপনি জানেন যে, শত বছরও চেষ্টা করলেও আপনার অতীতের একটা দিনকেও পরিবর্তন করতে পারবেন না।

আপনি যদি চান তবে বর্তমানকে কাজে লাগিয়ে সামনের দিনগুলো সুন্দর করে সাজাতে পারেন।

আমাদের মধ্যে অনেকেই অতীতে করা ভুল থেকে বের হতে পারি না, এতটাই অতীতে বাস করি যে, ভবিষ্যৎকে ঝুঁকি মধ্যে ফেলে দেই।

অতীতের করা একটা ভুল নিয়ে যত চিন্তা করবেন ততই আপনি পিছিয়ে যাবেন।

একটি কাজ করুন, একটি কাগজে মধ্যে একটি কালো বৃত্ত অঙ্কন করুন। এবার বৃত্তকে কলমের কালো কালী দিয়ে ভরাট করে ফেলুন এবং এরপর আপনার ফোন দিয়ে একটি ছবি তুলুন।

এই কালো বৃত্তটি হলো আপনার জীবনের অতীতের করা ভুল এবং কাগজের সাদা অংশটুকু আপনার বাকী জীবন।

আপনি যদি এখন এই কালো বৃত্ত বা আপনার অতীতকে জুম করতে থাকেন তবে দেখবেন আপনার মোবাইলের স্ক্রীন একটা সময় কালো হয়ে গেছে।

ঠিক তেমনি আপনার জীবনের করা ভুল থেকে বের হয়ে আসতে হবে।

কোন সুযোগ যদি মিস করেন ফেলেন এর মানে এই না যে আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন, এর মানে হচ্ছে আপনার জন্য এর থেকে আরো ভালো কিছু সামনে অপেক্ষা করছে।

আপনার কাজ হবে এই ভালোকে খুঁজে বের করা।    

আপনি যখন কোণ কাজে ব্যর্থ হবেন তখন আপনার অধিকার আছে সারা দুনিয়াকে অভিশাপ দেওয়ার।

মিথ্যা সান্তনা বাণী শুনিয়ে নিজের ব্যর্থতাকে অন্যের কাঁধেও তুলে দিতে পারেন তবে এর মাধ্যমে আপনার মধ্যে কোন ইতিবাচক পরিবর্তন হবে না।

আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন তাহলে কিছু পরিবর্তন হবে না। জীবনে সফল হওয়ার সুপ্ত বাসনাকে যদি না জাগাতে পারেন তবে এই স্বপ্ন সারা জীবন স্বপ্ন’ই থেকে যাবে।

আপনার হাত ধরে কেউ সফলতার মুকুট পরিয়ে দিবে না।

আমি জানি আমাদের অনেকের অনেক ধরনের সমস্যা, সীমাবদ্ধতা আছে তবে তারাই জীবনে সফল হয় যারা এই সমস্যাকে একটি সুযোগ হিসাবে নিতে পারে নিজেকে পরিবর্তন করার জন্য।

আপনার জীবনে পরিবর্তন আনতেই হবে যদি আপনি সফলতা চান। এখন যে যত আগে এই পরিবর্তন আনতে পারে সে তত আগে সফলও হতে পারে।

আপনাকে সাহসী হতে হবে, তবে সাহস একদিনে হুট করেই চলে আসে না। একজন মানুষ তখনই সাহসী হয় যখন তিনি তার নিজের ভিতরে থাকা ভয়ের সাথে লড়াই করতে পারে।

যতক্ষন পর্যন্ত না আপনি আপনার দুর্বলতার সাথে লড়াই করতে না পারবেন ততক্ষন পর্যন্ত আপনার শক্তি কোথায় তা খুঁজে পাবেন না।

আপনি যদি কোনদিন’ই অসহায় বোধ না করেন তবে অন্যকে সাহায্য করতে পারবেন না।

আরো পড়ুন- Boss সফলতা ছেলের হাতে মোয়া না যে চাইলেই পাবেন

জীবনের প্রতিটি খারাপ সময় কিংবা মুহূর্ত আমাদের জন্য শিক্ষা। ওই খারাপ সময়ে যে যত শিক্ষা নিতে পারবে সে তত বেশী এগিয়ে যাবে।

আপনি সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে জন্ম নিয়ে কেন অন্যের করুনার পাএ হয়ে থাকবেন? আপনি কি সফলতা চান না?

যদি আপনার ইচ্ছা ও হার না মানা অধ্যবসায় থাকে তবে আপনিও হতে পারেন আলোকিত মানুষদের একজন। এই আলোকিত মানুষ হতে চাইলে নিজের মধ্যে পরিবর্তন আনুন, এতটাই পরিবর্তন আনুন যে, নিজেকে যেন নিজেই চিনতে না পারেন।