যে ৫ টি উপায়ে বন্ধু বা পরিবারের সদস্যদের নিকট হতে টাকা ধার করা যায়

বন্ধু বা পরিবারের সদস্যদের নিকট হতে টাকা ধার করার উপায়

৫ টি উপায়ে বন্ধু বা পরিবারের সদস্যদের নিকট হতে টাকা ধার করা যায়

৫ টি উপায়ে বন্ধু বা পরিবারের সদস্যদের নিকট হতে টাকা ধার করা যায়   

টাকা ধার করা মোটেও সুখকর বিষয় নয়। জীবিকা নির্বাহ করতে গিয়ে অনেক সময় অনেক অপ্রত্যাশিত খরচ আমাদের সামনে এসে পড়ে। কিন্তু বেশির ভাগ সময়ই এই সব অপ্রত্যাশিত খরচ বহন করার মতো অর্থ আমাদের হাতে থাকে না। তাই বাধ্য হয়েই আমাদেরকে ঋণ বা টাকা ধার করতে হয়।

ঋণ বা ধার নেওয়ার ক্ষেএে আপনি কাছের বন্ধু, পরিবারের সদস্য বা ব্যাংক ঋণের মতো উপায় গুলোর যে কোন একটি বেছে নিতে পারেন। আমরা এখানে বন্ধু বা পরিবারের সদস্যদের নিকট হতে টাকা ধার নেওয়ার সহজ ৫ টি উপায় সম্পর্কে আলোচনা করব। যে উপায় গুলো অবলম্বন করে আপনি সহজেই অপ্রত্যাশিত মুহূর্তে টাকা ধার নিতে পারেন।

ধার দিতে সক্ষম এমন বন্ধু বা পরিবারের সদস্যদের তালিকা করুন

আপনাকে অর্থ ধার দিতে সক্ষম বলে আপনি বিশ্বাস করেন এমন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের কথা ভাবুন। তাদের একটি তালিকা তৈরি করুন।

তাদের সাথে যদি আপনার একটি ঘনিষ্ঠ ও  নির্ভরযোগ্য সম্পর্ক থেকে থাকে এবং অতীতে যদি আপনিও তাদেরকে অর্থ ধার দিয়ে থাকেন তাহলে তারা আপনাকে ফিরিয়ে দিবে না। আরো পড়ুন – জীবনে বড় হতে হলে কখনই নিজেকে ছোট ভাববেন না

তবে পরিবার ও বন্ধুদেরকে কিছুতেই অর্থের সাথে মিশানো ঠিক নয়। কারণ আপনি যদি তাদের কাছ থেকে অর্থ ধার নেন, আর সে অর্থ ফেরত দিতে যদি কোন কারণে বিলম্ব হয় তাহলে তাদের সাথে আপনার সম্পর্কটি চিরদিনের জন্য ধ্বংস হতে পারে।

সোজাসুজি বলুন

যখন আপনি কারো কাছে টাকা ধার চাইতে যাবেন তখন বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। যে কোন অসঙ্গতি এড়াতে কথাটি বলার পূর্বে তাদের সাথে আলাপ করে নিন। উদাহরণস্বরূপ, তারা কি করছে জিজ্ঞাসা করতে পারেন। তাছাড়া বর্তমানে তাদের কোন অর্থনৈতিক সমস্যা আছে কিনা তাও জিজ্ঞাসা করুন।

চূড়ান্ত কথা গুলো বলার সময় বিনয়ী হওয়ার চেষ্টা করুন। উদাহরণস্বরূপ, ʺদু:খিত আমি কিছু অপ্রত্যাশিত আর্থিক সমস্যায় পড়েছি। এই মাসের ভাড়ার টাকা জোগাড় করতে আমি একটু সমস্যায় পড়ে যাচ্ছি। আপনি কি আমাকে সাহায্য করবেন?ʺ এক্ষেএে আপনার বাছাইকৃত ব্যক্তির উপর কিছুতেই চাপ প্রয়োগ করা যাবে না।

কেন আপনার টাকা প্রয়োজন সে সম্পর্কে সৎ থাকুন

যারা আপনাকে টাকা ধার দিবে তারা কেন আপনি ধার নিচ্ছেন সে বিষয়ে জানতে চাইতেই পারে। আর সেটা তাদের অধিকার। তাই এই সম্পর্কে মিথ্যা বলবেন না।

যদি মিথ্যা বলে টাকা ধার নেন তাহলে কোন না কোন সময় তারা সত্যটা জেনে যেতে পারে। আর সত্যটা জেনে গেলে তা আপনার জন্য ভালো কিছু বহন করবে না।

একটি চুক্তি তৈরি করুন

সম্ভাব্য যে কোন ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ঋণের বিবরণ সমৃদ্ধ একটি লিখিত চুক্তি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তিতে ঋণ গ্রহীতার নাম, ঋণ প্রদানকারীর নাম, টাকার পরিমাণ, কখন টাকা ফেরত দিতে হবে ইত্যাদি উল্লেখ করুন। ঋণ দাতা ও ঋণ গ্রহীতা উভয়কেই এই চুক্তিতে স্বাক্ষর প্রদান করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করুন

যদি আপনি কাছের কোন বন্ধু বা পরিবারের সদস্যের নিকট হতে ঋণ নিয়ে থাকেন তবে তা নির্ধারিত সময়ের মধ্যে ফেরত দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে না পারেন তবে আপনি তাদের বিশ্বাস হারাতে পারেন।

পাশাপাশি তাদের সাথে আপনার সম্পর্কও নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোন কারণে আপনি ফেরত না দিতে পারেন তাহলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করুন এবং কেন আপনি দিতে পারছেন না বুঝিয়ে বলুন। কিন্তু কিছুতেই কোন গড়িমসি করবেন না। যদি আপনি তাদেরকে বুঝিয়ে বলতে পারেন তাহলে তা তারা বিবেচনা করতে পারেন।