জীবন, সুখ, সফলতা এবং মানুষ সম্পর্কে ৬০ টিপস

জীবন, সুখ, সফলতা এবং মানুষ সম্পর্কে ৬০ টিপস

জীবন, সুখ, সফলতা এবং মানুষ সম্পর্কে ৬০ টিপস

জীবন, সুখ, সফলতা এবং মানুষ সম্পর্কে ৬০ টিপস

জীবনে সুখ শান্তি পেতে আমরা অনেকই অনেক কিছু করে থাকি। আজকের এই আর্টিকেলে আমি আপনার সাথে জীবন, সুখ, সফলতা এবং মানুষ সম্পর্কে ৬০টি টিপস তুলে ধরার ইচ্ছা প্রকাশ করছি।

১। আপনার পিতামাতার জন্য সব সময় দোয়া করুন।

২। নিজেকে ইতিবাচক ব্যক্তিদের সাথে ঘিরে রাখুন।

৩। খাদ্য অপচয় করবেন না।

৪। টাকা আয় করার সর্বনিম্ন ২টি উত্‍স তৈরি করুন।

৫। আপনার যা আছে তা নিয়ে শুকরিয়া করুন।

৬। আপনি যেই টাকা আয় করছেন তার সর্বনিন্ম ১৫% জমা করুন।

৭। আপনি যে সমস্ত বিষয় নিয়ে চিন্তায় থাকেন তার একটি তালিকা তৈরি করুন এবং যেটি গুরুত্বপূর্ণ নয় তা কেটে দিন।

৮। প্রতিদিন ২০ মিনিট হাঁটুন।

৯। আপনাকে কোন কিছু জিজ্ঞাসা করা না পর্যন্ত নিজের সম্পর্কে কিছু বলবেন না।

১০। কখনই আপনার ভবিষ্যতের লক্ষ্য বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কাউকে বলবেন না।

১১। আপনার বেতন অন্যকে জানাবেন না।

১২। আপনার জীবন থেকে নেগেটিভ মানুষদের এড়িয়ে চলুন।

১৩। অন্য আরেকটি ভাল আয়ের মাধ্যম না বানানো পর্যন্ত বর্তমান চাকরি ছাড়বেন না।

১৪। ব্যাংক ও টাকা পয়সা ভিত্তিক কোন তথ্য কাউকে শেয়ার করবেন না।

১৫। আপনার জ্ঞান অন্যের সাথে শেয়ার করুন, এতে আপনার জ্ঞান আরো বাড়বে।

১৬। অতীত জীবন নিয়ে হতাশ হবেন না, আপনি চাইলেই আপনার অতীত জীবন ফেরত পাবেন না।

১৭। আপনি ভুল করলে তা স্বীকার করুন, কিন্তু ভুল গোপন করবেন না।

১৮। কারো গোপন কথা গোপন রাখুন, তা না হয় আপনার গোপন কথাও গোপন থাকবে না।

১৯। কাউকে শুধরানোর জন্য দ্বিতীয়বার সুযোগ দিন তবে তৃতীয়বার নয়।

২০। বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনরা অসুস্থ হয়ে হাসপাতালে থাকালে তাদের দেখতে যান, এতে আপনার খুব বেশী সময় নষ্ট হবে না।

২১। খরচের আগে সঞ্চয় করুন। সঞ্চয় করার পরে যা বাঁচবে তাই খরচ করুন।

২২। কথা বলার চেয়ে, বেশী শোনার চেষ্টা করতে হবে।

২৩। ব্যবসা করতে চাইলে আগে ভাবুন সেই ব্যবসার প্রতি আপনার আবেগ আছে কিনা।

২৪। এমন ব্যবসা করুন যার মাধ্যমে গ্রাহকের কোন একটি সমস্যার সমাধান করতে পারেন, আপনাকে ব্যবসা নয় গ্রাহকের সমস্যার সমাধান করতে হবে। 

২৫। একটি বড় লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করুন। এরকম ছোট ছোট লক্ষ্য অর্জন হলে দেখবেন আপনার বড় লক্ষ্য একদিন ঠিকই পূরণ হয়ে গেছে।

২৬। সোসাল মিডিয়ার নিজের পরিবারের ছবি আপলোড করা থেকে বিরত থাকুন, একবার ভেবে দেখুন নিজের মা, বোন, স্ত্রীর ছবি সোসাল মিডিয়ার আপলোড করে অন্যকে দেখানোর কোন মানে আছে কিনা।

২৭। নিজের গোপন কথা সোসাল মিডিয়ায় অন্যকে শেয়ার করবেন না, কারন আপনি জানেন না হয়ত আপনার গোপন কথা অন্য কেউ শুনছে বা পড়ছে।

২৮। কারো সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এছাড়া স্পর্শ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

২৯। কখনই প্রতিপক্ষের সামনে রাগান্বিত বা হতাশ হবেন না। কেননা আপনার রাগান্বিত বা হতাশ চেহারাই তারা ভালোবাসে।

৩০। আপনার সকল বন্ধুকে বাড়িতে নিয়ে আসবেন না। সবাইকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। বন্ধু নির্বাচনে আপনাকে যথেষ্ট সজাগ থাকতে হবে।

৩১। আপনার বিপদের সময়ে যে আপনাকে সাহায্য করেছিল তাকে কখনই ভুলে যাওয়া উচিত না। আপনি জানেন সত্যিকারের বন্ধু তারাই যারা আপনার প্রয়োজনে সাহায্য করেছিল। তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকুন এবং তাদের উপকার করতে নিজে এগিয়ে আসুন।

৩২। খুব তাড়াতাড়ি অন্যকে বিচার করবেন না। আমরা কখনই জানি না যে অন্য কারো মনে কি ধরনের যুদ্ধ চলছে। অন্যকে বিচার করার আগে তাদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করা উচিত।

৩৩। লোন করে বাড়ি কিনবেন না। যদি কিনেন তবে এটি পরবর্তী ১০ থেকে ১৫ বছর আপনার সম্পদের পরিবর্তে দায় হয়ে যাবে।

৩৪। নিখুঁত দিনের জন্য কখনই অপেক্ষা করবেন না। প্রায় প্রতিটি সফল ব্যক্তির মধ্যে একটি গুণ কমন থাকে তাহচ্ছে এখনই শুরু করা। আপনি যদি কোন কাজ করতে চান তবে এখনই শুরু করুন। নিখুঁত দিনের জন্য অপেক্ষা করলে সেই নিখুঁত দিন হয়ত আপনার জীবনে নাও আসতে পারে।

৩৫। কখনই হাল ছেড়ে দিবেন না। আজকের দিনটা আপনার খারাপ যেতে পারে তার মানে এই না যে আপনার বাকী দিন গুলোও খারাপ যাবে। আমাদের সবার আশাবাদী হওয়া উচিত, কেননা আশাবাদি হতে পারলে ভালো কিছু অর্জন করা সম্ভব।

৩৬। আপনার জীবনের সেরা শিক্ষক হতে পারে আপনার শেষ ভুল, তাই ভুলকে ভুল হিসাবে না নিয়ে শিক্ষা গ্রহক করতে হবে।

৩৭। কোন কাজে ব্যর্থ মানে হচ্ছে আপনি চেষ্টা করেছিলেন, যারা চেষ্টা করে না তারা সফল হতে পারে না।

৩৮। অতিরিক্ত রাগ ও অতিরিক্ত আনন্দের সময় জীবনের কোন গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিবেন না। এতে ভুল করার বেশী সম্ভাবনা থাকে।

৩৯। আপনি আজকে সফল হলেও আপনার অতীত ভুলে যাবেন না। যেই ব্যক্তি তার অতীত ভুল যায় তাকে ভবিষ্যৎ মনে রাখবে না।

৪০। আপনার অনেক প্রতিভা থাকতে পারে, কিন্তু তা যদি কোন কাজে তা লাগে তবে সেই প্রতিভার দুই পয়সারও দাম নেই।

৪১। দক্ষতা ও প্রতিভা সম্পূর্ণ আলাদা বিষয়। আপনার প্রতিভা না থাকলেও দক্ষতার উন্নয়ন করতে পারবেন।

৪২। সকল বিল সময় মত দেওয়ার চেষ্টা করুন, যেহেতু আপনাকে দিতেই হবে তাই অহেতুক জরিমানা দিয়ে টাকা নষ্ট করবেন না।

৪৩। কাউকে কোন কাজে লাগানোর আগে তার পারিশ্রমিক ঠিক করে নিন। কাজ শেষ হলে তা চেক করে তার পারিশ্রমিক বুজিয়ে দিন।

৪৪। যখন কারো সাথে বলবেন তখন মনে রাখবেন, আপনি যা বলছেন তা গুরুত্বপূর্ণ তবে আপনি কীভাবে কথা বলছেন তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

৪৫। কারো ভবিষ্যতের স্বপ্ন শুনে হাসবেন না। তাহলে আপনার স্বপ্নও অন্যকারো কাছে হাসির খোরাক হতে পারে।

৪৬। কখনই সাদা কাগজে কারো সাথে চুক্তি করার সময় স্বাক্ষর করবেন না।

৪৭। একজন মানুষের আত্মীয় স্বজন খারাপ হতেই পারে কিন্তু সে আত্মীয় স্বজনের জন্য অন্যকে খারাপ ভাববেন না।

৪৮। বেশী বেশী বই পড়ার অভ্যাস গড়ে তুলুন, টিভি দেখা কমিয়ে দিন।

৪৯। কোন বিশেষ অনুষ্ঠানের জন্য এক বা দুই দিন আগে চুল কাটাবেন না।

৫০। দরজায় দাঁড়িয়ে আলাপ দীর্ঘ করবেন না।

আরো পড়ুন – ১২০টি লাভজনক বিজনেস আইডিয়া

৫১। আপনি যখন নতুন বন্ধুদের সাথে থাকবেন তখন বার বার পুরান বন্ধুদের প্রসঙ্গ আনবেন না।

৫২। বাচ্চাদের রুমে ঢোকার আগে দরজায় টোকা দিন, এতে ঐ বাচ্চারা অন্যদের রুমে ঢোকার আগে দরজাড় টোকা দিবে।

৫৩। বাচ্চাদের সাথে গেমস খেললে তাদেরকে জিততে দিন, এতে তারা অনেক আনন্দ পাবে।

৫৪। দিনে সম্ভব না হলেও রাতে পরিবারের সবাই একসাথে খাবার টেবিলে বসে খাবার খাওয়ার অভ্যাস করুন। এতে পরিবাবের সদস্যদের মধ্যে সম্পর্ক আরো গভীর হয়।

৫৫। অসুস্থ হলে ডাক্তার দেখানোর সময় ডাক্তারের সাথে মিথ্যা কথা বলবেন না এবং কোন তথ্য লুকাবেন না, এতে ক্ষতি কিন্তু আপনারই।

৫৬। ফোন না করে কারো বাসায় যাবেন না, সারপ্রাইজ দিতে চাইলেও আগে ফোন করে তার বর্তমান অবস্থা জানুন তার পর সিন্ধান্ত নিন।

৫৭। পুরাতন ল্যাপটপ বা মোবাইল বিক্রি করার আগে আপনার সকল তথ্য মুছে দিন। একটি ভুল আপনাকে অনেক জ্বালাতে পারে।

৫৮। অতিরিক্ত আড্ডাকে না বলুন, অতিরিক্ত আড্ডায় আইডিয়ার থেকে বেশী সমালোচনা করা হয়। এছাড়া এমন ব্যক্তিরদের থেকে সাবধান থাকুন যাদের হারানোর কিছু নেই।

৫৯। ধনী হওয়ার কোন সহজ রাস্তা নেই, অনেকে সহজ রাস্তায় ধনী হতে পারে কিন্তু সেই সম্পদ ধরে রাখতে পারে না।

৬০। অবসর জীবনের কথা মাথায় রেখে কখনই সিগনাচার পাওয়ার নষ্ট করবেন না।  

– কে এম চিশতী সিয়াম

ঘুরে আসুন আমাদের ইউটিউব চ্যানেল থেকে – Bangla Preneur