কফি শপ নাম নির্বাচন – ১০০+ নতুন কফি শপের নামের তালিকা – Coffee Shop Names Ideas

কফি শপ নাম নির্বাচন – ১০০+ নতুন কফি শপের নামের তালিকা – Coffee Shop Names Ideas

কফি শপ নাম নির্বাচন

কফি শপ নাম নির্বাচন

কফি শপ ব্যবসায়, কফি শপের নাম নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ছোট আকারে কফি শপ খুলতে চান কিংবা বড় আকারে খুলতে চান না কেন আপনাকে একটি নাম ঠিক করতেই হবে। আপনি যখন কফি শপের জন্য নাম খুঁজবেন তখন কিছু বিষয় মাথায় রাখতে হবে।

১। কফি শপের নামকরনে তিন শব্দের চেয়ে বড় নাম সম্পূর্ণ ভাবে এড়িয়ে যেতে হবে

কফি শপের জন্য নাম যত ছোট হবে ততই ভাল। গ্রাহক যাতে সহজে মনে রাখতে পারে এমন নাম কফি শপের জন্য ঠিক করতে হবে। এক শব্দের নাম বেশীর ভাগ গ্রাহক মনে রাখতে পারে, তবে বেশীর ভাগ ক্ষেএে দুই শব্দের নাম বেশী চোখে পড়ে।

আপনি চাইলে তিন শব্দের মধ্যে কফি শপের নাম নির্বাচন করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে তা যেন তিন শব্দের চেয়ে বড় না হয়।

সাধারনত কফি শপের নামগুলোর মধ্যে ১৬% “Coffee” এই শব্দটি থাকে, “Cafe” এই শব্দটি ৮% নামে থাকে। Espresso ২.৫% নামে থাকে, এছাড়া bean, house, roasters, bar, mug, parlor, club, express এই জাতীয় শব্দ ব্যবহার করা হয়।

২। উচ্চারনে গুরুত্ব দিন

কফি শপের জন্য আপনাকে এমন নাম ঠিক করতে হবে যা সকল শ্রেনীর গ্রাহক খুব সহজে উচ্চারন করতে পারে।

বিশ্বাস করুন, কঠিন উচ্চারনের নাম শুনতে ভাল লাগলেও তা আপনার ব্যবসাকে সফল করতে মোটেই সাহায্য করবে না। তাই এমন নাম ঠিক করতে হবে যাতে সকল গ্রাহক খুব সহজে অন্যের কাছে আপনার কফি শপের পরিচিয় করিয়ে দিতে পারে।

৩। নিজের নাম এবং স্থানের নাম এড়িয়ে চলুন

সত্যি বলতে কি, নিজের এবং জায়গার নামে কফি শপের নামকরন করলে এতে ব্যবসার পরিধি বাড়াতে সমস্যা হতে পারে। তাই নিজের নাম এবং স্থানের নাম এড়িয়ে ছোট, উচ্চারনে সহজ, অর্থবহ এবং ইউনিক নাম খুঁজতে হবে।

৪। ডোমেইন নেম (Domain Name) খালী আছে তা নিশ্চিত করুন

আপনি কফি শপের জন্য যেই নামটি ঠিক করেছেন সেই নামে আপনাকে একটি ডোমেইন কিনতে হবে। তাই নামটি ঠিক করার আগেই দেখে নিতে হবে ডোমেইন খালী আছে কিনা। এছাড়া ডোমেইনে হাইপার পেন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

১০০+ নতুন কফি শপের নামের তালিকা - Coffee Shop Names Ideas

১০০+ নতুন কফি শপের নামের তালিকা – Coffee Shop Names Ideas

১০০+ নতুন কফি শপের নামের তালিকা – Coffee Shop Names Ideas

১। The Roasted Bean

২। Ground Up Cafe

৩। The Family Bean

৪। Thinking Cup

৫। Coffee Street

৬। Impresso Espresso

৭। Cafe Continental

৮। Cafe Plus

৯। Capital Coffee

১০। Royal Coffee

১১। Espresso Cafe

১২। The Grind

১৩। Wake Up Cafe

১৪। Mugs Coffee

১৫। Symphony Cafe

১৬। The Hideout

১৭। Sightglass

১৮। Coffee Crew

১৯। Hot Rock Café

২০। Fresh Grind

২১। VintageBee Coffee House

২২। Fresh Creams

২৩। Cafe Mine

২৪। Green Town Cafe

২৫। Purple barista

২৬। Coffee for Two

২৭। Hot Express

২৮। Morning Vibe

২৯। Epic Cafe

৩০। Port Side

৩১। Steam Beans

৩২। The love Point

৩৩। Homegrown Café

৩৪। Rise & Shine

আরো পড়ুন – কফি শপ ব্যবসা শুরু করার ৫ টি কারন

৩৫। Town Coffee Bar

৩৬। Black Sugars

৩৭। Link3 Coffee House

৩৮। Java House

৩৯। Senior Delights

৪০। S3 Coffee Bar

৪১। Modern Leaf

৪২। The WestBean

৪৩। Hot & Fresh

৪৪। Novo Coffee

৪৫। NorthSip Cafe

৪৬। Broadcast Coffee Roasters

৪৭। Think Local

৪৮। Platinum Coffee

৪৯। Espresso Yourself

৫০। Corner Cafe

৫১। Union Coffee

৫২। Bulletproof Coffee

৫৩। Jumpstart Coffee Shop

৫৪। Cafe Destination

৫৫। Urban Arabica

৫৬। Oh cafe

৫৭। MOjo House Cafe

৫৮। Link Coffee

৫৯। Happy Lemon

৬০। Blue Sparrow Coffee

৬১। Warm Smile

৬২। Small Wonder Cafe

৬৩। Cozy Café

৬৪। Cafe Culture

৬৫। Cafe Young

৬৬। Street Days

৬৭। Coffee Delight

৬৮। Delight Cafe

৬৯। Hug a Mug

৭০। Capital One Cafe

৭১। Triple Tree Cafe

৭২। Solid Ground Cafe

৭৩। Rivers and Roads

৭৪। Ancient Ship

৭৫। Sweet Life

৭৬। Common Grounds

৭৭। Hotbox Roasters

৭৮। The Coffee Joint

৭৯। An Espresso Cafe

৮০। Black Black Coffee

৮১। Queen City

৮২। Mornings in House

৮৩। Seaport Cafe

৮৪। Beany Business

জেনে নিন – সফল ভাবে কফি শপ যেভাবে চালাবেন 

৮৫। Java Break

৮৬। King’s Row Coffee

৮৭। Lost Coffee

৮৮। Road Coffee

৮৯। Even Better Cafe

৯০। Hub Cafe

৯১। Inside Cafe

৯২। Black Eye Coffee

৯৩। King Coffee

৯৪। All Day Cafe

৯৫। Born For Coffee

৯৬। Its Coffee

৯৭। Red Café

৯৮। Coffee Plus

৯৯। Coffee Central

১০০। Vintage Coffee

১০১। Coffee Express

১০২। Club Coffee

কফি শপ নাম নির্বাচন ও তালিকা