ইনডেক্স (Index) কী?

ইনডেক্স (Index)

ইনডেক্স (Index) কী

ইনডেক্স (Index) কী

ইংরেজী Index এর বাংলা অর্থ সূচক। ইনডেক্স বলতে কোনো পণ্যর সমষ্টির মূল্যের পরিবর্তন এক কথায় প্রকাশ করার চিহ্ন। শেয়ার বাজারে শত শত কোম্পানির শেয়ারের মূল্য পরিবর্তনই ইনডেক্স। ইনডেক্সের মাধ্যমে সম্পূর্ণ শেয়ার বাজারের মূল্যের উঠা নামার নির্দেশক হিসেবে ধরা হয়।

একটু খেয়াল করলে দেখতে পাবেন বিভিন্ন সময়ে খববের কাগজে কনজ্যুমার প্রাইজ প্রকাশিত হয়। সেখানে সাধারনত পণ্যের গড়দর, আগের থেকে দাম বেড়েছে না কমেছে সেই বিষয়গুলী থাকে। দাম বাড়া বা কমার ফলে পারিবারিক খরচের উপর প্রভাব কতখানি তা বোঝানোর জন্য একটি গ্রাফ বা চার্ট ব্যবহার করে, একে কনজ্যুমার প্রাইস ইনডেক্স বলে।

শেয়ার বাজারে একের অধিক সূচক থাকতে পারে। বাংলাদেশে দুই স্টক এক্সচেঞ্জ ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট ৮টি আছে। ডিএসই তে ৩টি ও সিএসই তে ৫টি ইনডেস্ক আছে।

ভালো কোম্পানি পণ্যে বা সেবার খাতওয়ারি আলাদা আলাদা ইনডেস্কে থাকতে দেখা যায়। আন্তজাতিক নিয়ম মেনেই ইনডেস্ক হিসাব করা হয়ে থাকে। একটি ইনডেস্কের জন্য একটি আলাদা তারিখ ধরে করা হয়।

বেইজ ইয়ার ও ইনডেস্ক বেইজ জানা একান্ত দরকার তা না হলে Index বা সূচক পড়তে ঝামেলা হয়। আসুন একটি উদাহরন দিয়ে বোঝার চেষ্টা করি।  মনে করি ২০১০ সালে একটি ইনডেস্ক ১০০০ বেইজ ধরে করা হলে ২০১৫ এর একই তারিখে ইনডেস্ক যদি ৩৫০০ হয় তাহলে ৫ বছরে Index বেড়েছে ২৫০%। আরো পড়ুনঃ কেন ব্যাংকের ঋণ নিয়ে কখনোই শেয়ার কিনবেন না

একজন বিনিয়োগকারীকে অবশ্যই Index এর অন্তনির্হিত বুজতে হবে। এখন বাজারে ৩৩০+ বেশী কোম্পানির শেয়ার লিস্টেড আছে এবং আজকে DSEX Index ধরুন ৫২৫৭। আগামীকাল ২০০+ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে সেই ক্ষেএে DSEX Index ২১ পয়েন্ট হবে আনুমানিক ৫২৯৮ হবে। (এটি একটি উদাহরন মাএ)। অনেক সময় ২০০+ কোম্পানির দাম দাড়লেও Index বাড়ে না এই রকমেরও উদাহরন আছে।

সামগ্রিকভাবে যখন মোটামুটি অধিকাংশ শেয়ারের দাম বাড়ে তখন ইনডেক্সও প্লাস থাকে। এর বিভাগে সংশ্লিষ্ট লেখাঃ