ইউটিউব ভিডিও কত বড় হওয়া উচিত?

ইউটিউব ভিডিও কত বড় হওয়া উচিত?

ইউটিউব ভিডিও কত বড় হওয়া উচিত

ইউটিউব ভিডিও কত বড় হওয়া উচিত

ইউটিউব ভিডিও যত বড় করা যায় তত ভালো। বিশেষ করে ৮ মিনিটের বেশী বড় হলে ভিডিও চলাকালিন সময়ে বিজ্ঞাপন দেখানোর সুযোগ থাকে।

তবে অনেক ইউটিউবার এই লোভ সামলাতে না পেরে ভিডিওটি শুধু শুধু বড় করার চেষ্টা করে ফলে তাদের চ্যানেল ক্ষতির মুখে পড়ে যায়।

একটা চ্যানেলের পারফরমেন্স মুলত ভিউ এর উপর একক ভাবে নির্ভর করে না। আপনার প্রকাশিত ভিডিওটি মানুষ কতক্ষন দেখছে তার উপর রাঙ্কিং অনেকটা নির্ভর করে।

যেমন ধরুন আপনার প্রকাশিত একটি ৮ মিনিটের ভিডিও কেউ যদি ১ মিনিট দেখেই অন্য ভিডিও চলে যায় তবে তা আপনার চ্যানেলের জন্য মোটেই সুখকর বিষয় না।

তখন ইউটিউব এলগরিদম সেই ভিডিও ভেলু কমিয়ে দেয় ফলে যার প্রভাব অন্য ভিডিওতে পরে। এর থেকে আপনার ২ মিনিটের ভিডিও যদি মানুষ ১ মিনিট দেখে তা ইউটিউব এর আছে গুরুত্বপূর্ণ।

আমি মোটেই ছোট বা বড় ভিডিওর পক্ষে বলছি না, আমি বলছি আপনি যেই ভিডিও আপলোড করবেন তা যেন মানুষ কমপক্ষে অর্ধেক সময় পর্যন্ত দেখে।

যদি আপনার মনে হয়, আপনার প্রকাশিত ৮ মিনিটের ভিডিওটি মানুষ কমপক্ষে ৩ থেকে ৪ মিনিট এভারেজে দেখবে তাহলেই বড় ভিডিও বানানো উচিত।

আরোও পড়ুন –

এর অন্যথায় হলে ভিডিও ছোট করা উচিত। আপনাকে মনে রাখতে হবে আপনি ভিডিও বানাচ্ছেন মানুষের জন্য ইউটিউবের জন্য নয়।

আমার চ্যানেলটি subscribe করার জন্য ধন্যবাদ।