১১টি গাড়ী ভিত্তিক ব্যবসা ধারণা

লাভজনক গাড়ী ভিত্তিক ব্যবসা ধারণা

গাড়ী ভিত্তিক ব্যবসা ধারণা

গাড়ী ভিত্তিক ব্যবসা ধারণা

গাড়ী ভিত্তিক ব্যবসা আধুনিক ব্যবসা সেক্টরে বিশ্বব্যাপি বৈচিত্র্যপূর্ণ একটি শিল্প। গাড়ী ভিত্তিক ব্যবসা ক্রমবর্ধমান ও লাভজনক ব্যবসা হিসেবে নতুন ও তরুণ উদ্যোক্তাদের নিকট খুবই সমাদৃত। গত শতাব্দিতেও যেখানে দূরবর্তী স্থানে ভ্রমন করা মানুষের পক্ষে খুবই কঠিন ছিল, কিন্তু বর্তমানে আধুনিক বিজ্ঞানের কল্যাণে অটোমোবাইল এর আবিষ্কারের ফলে মানুষের সেই কষ্ট সম্পূর্ণ রুপে লাঘব হয়েছে।

আমরা এখন সহজেই দূরবর্তী স্থানে ভ্রমন করতে পারি। কয়েক ঘন্টার পথ আমরা কোনো ভোগান্তি বা পরিশ্রম ব্যাতিরেকে নিমেষেই পাড়ি দিতে পারি। আমাদের দেশে উদ্যোক্তাদের ব্যবসায় শিল্পে ভালো ও উজ্জলতর ক্যারিয়ার গঠনের জন্য গাড়ী ভিত্তিক ব্যবসা হতে পারে সবচেয়ে কার্যকর ও উপযুক্ত ব্যবসা খাত। সমগ্র বিশ্বে ইদানিং অটোমোবাইল ব্যবসা প্রসার দিনে দিনে বেড়েই চলেছে।

উচ্চাকাঙ্খী নতুন উদ্যোক্তারা এ ব্যবসাটিতে উদ্বুদ্ধ হয়ে পড়ছে। টয়োটা, টাটা, ভলভো, হোন্ডা, হিরো-মটরস এর মতো জনপ্রিয় অটোমোবাইল কোম্পানিগুলো বেশ শুনামের সাথে ব্যবসা করে আসছে। অটোমোবাইল ব্যবসায় উদ্যোক্তারা গাড়ি বিক্রি ছাড়াও গাড়ি সার্ভিসিং, রক্ষনাবেক্ষন এবং গাড়ির অটো কম্পোনেন্ট ডিলারশীপ ইত্যাদি কাজগুলো করতে পারেন। যা তাদের আর্থিকভাবে সম্পদশালী করে তুলবে। এমন ১১টি গাড়ী ভিত্তিক ব্যবসা ধারণা ব্যবসা ধারনা নিয়ে নিচে আলোচনা করা হলো

গাড়ী ভিত্তিক ওয়েবসাইট car based website

এই ব্যবসাটি হতে পারে গাড়ী ভিত্তিক ব্যবসা সেক্টরে একটি আধুনিক ও সৃজনশীল ব্যবসার ধারণা। আমাদের দেশে আপনি যদি গাড়ী নিয়ে বাংলা বা ইংলিশ এ গুগল সার্চ করেন তাহলে আপনি নিরাশ হবেন। এখন এই সেক্টের প্রতিদ্বন্দ্বী কম। এটি তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের জন্য অফুরন্ত সম্ভাবনাময় একটি ব্যবসা খাত।

মহিলাদের জন্য গাড়ী ব্যবসা

একজন উদ্যোক্তা হিসেবে আপনি মহিলাদের দীর্ঘ ও নিরাপদে যাতায়াতের জন্য একটি ক্যাব সার্ভিস শুরু করতে পারেন। আজকাল নারীরা বিভিন্ন গন্তব্যে যাত্রার পথে অনাকাঙ্খিত অপরাধগুরো বেশি পরিমানে ঘটছে। এ নিয়ে দেশবাসী খুবই উদ্বিগ্ন। নারীদের যাতায়াত নিরাপদ করতে আপনি কিছু সংখ্যক নারী ড্রাইভার নিযুক্ত করে এই ব্যবসাটি শুরু করতে পারেন।

গাড়ী ডিলারশীপ

নতুনদের জন্য এটি একটি চ্যালেঞ্জিং গাড়ী ভিত্তিক ব্যবসা সেক্টর।  এটি একটি বড় ব্যবসা খাত এবং এই ব্যবসায় বিনিয়োগের পরিমান বেশি। তবে এটি একটি অন্যতম লাভজনক ব্যবসার ধারণা।

ব্যাটারী বিক্রির দোকান

অটোমোবাইলের জন্য ব্যাটারী একটি মহাগুরুত্বপূণ্য উপাদান। ব্যাটারী ছাড়া অটোমোবাইল চালানো দায়। নতুন উদ্যোক্তাদের জন্য এটি একটি লাভজনক ব্যবসা। এই ব্যবসাটি শুরু করার জন্য অন্যান্য ব্যবসায়ের তুলনায় প্রারম্ভিক মূলধন ছোট।

Car Washing Center কার ওয়াসিং সেন্টার

গাড়ী ধোয়া র একটি সেবামূলক ব্যবসা। আপনি ছোট বিনিয়োগের মাধ্যমে এই ব্যবসা শুরু করতে পারেন।

সার্ভিস স্টেশন

গাড়ী সার্ভিস ব্যবসা এই সেক্টরে একটি জনপ্রিয় খাত। অনুমোদিত সার্ভিস স্টেশনগুলো সাধারনত ভারি ও হালকা মোটর ছাড়া দুই চাকার মোটর যানগুলো মেরামত, রিকনডিশন বা রেস্টোরেশন এর মতো কাজগুলো করে থাকে। এই বিভাগে দক্ষ উদ্যোক্তাদের জন্য এটি একটি লাভজনক ব্যবসার ধারনা। এ ব্যবসাটি শুরু করার জন্য গাড়ীর বিভিন্ন পার্টস মেরামত ও সংস্কারের দক্ষতাই যথেষ্ট। এটি একটি চাহিদাবহুল ব্যবসা শিল্প।

গাড়ীর টায়ার বিক্রি

টায়ার বিক্রির দোকান একটি লাভজনক সহজ ব্যবসার ধারণা। আপনি এই ব্যবসাটি স্বল্প মূলধন বিনিয়োগের মাধ্যমে শুরু করতে পারেন। আপনি একটি টায়ার কোম্পানির ডিলারশীপ নিয়েও ব্যবসাটি শুরু করতে পারেন।

গাড়ীর খুচরা যন্ত্রাংশ বিক্রি

খুচরা যন্ত্রাংশ বিক্রি অটোমোবাইল ব্যবসা সেক্টরে একটি স্বাধীন ব্যবসা খাত। নতুনদের জন্য এখাতে বিনিয়োগের মাধ্যমে সফলতার সম্ভাবনা অধিক।

আরো পড়ুন – বিবাহ কেন্দ্রিক ব্যবসা ধারনা, পর্যটন ব্যবসা ধারণা

গাড়ীর হেডলাইট বিক্রি ও মেরামত ব্যবসা

গাড়ীর একটি গুরুত্বপূর্ণ অংশ হেডলাইট। এ ব্যবসাটি শুরু করতে হলে আপনার বৈদ্যুতিক কাজ ও গাড়ীর হেডলাইট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। একটি সঠিক বিক্রি কৌশল অবলম্বন করে এ ব্যবসাটি শুরু করে আপনি অর্থ উর্পাজন করতে পারেন।

গাড়ী ভাড়া ব্যবসা

আপনি সহজেই কার রেনটিং ব্যবসা শুরু করতে পারেন।  নিদিষ্ট ভাড়ার বিনিময়ে আপনি গ্রাহকদের নিকট গাড়ী ভাড়া দিয়ে অর্থ উর্পাজন করতে পারেন।

গাড়ীর রঙ করানো গ্যারেজ

গাড়ীর রঙ করানো একটি লাভজনক ব্যবসা। একটু ধীর গতির ব্যবসা হলেও উপযুক্ত পরিকল্পনা এই ব্যবসাটিতে আপনাকে সফল করে তুলতে পারে।