লাভজনক ৮টি সার্ভিসিং ব্যবসা বা সেবা ভিত্তিক ব্যবসার আইডিয়া

৮টি সার্ভিসিং ব্যবসা বা সেবা ভিত্তিক ব্যবসার আইডিয়া

সার্ভিসিং ব্যবসা বা সেবা ভিত্তিক ব্যবসার আইডিয়া

সার্ভিসিং ব্যবসা বা সেবা ভিত্তিক ব্যবসার আইডিয়া

কম বিনিয়োগে নিজের দক্ষতা কাজে লাগিয়ে ব্যবসা করতে চাচ্ছেন? গত কয়েক দশক ধরে সার্ভিসিং ব্যবসা একটি আলাদা ব্যবসা শিল্প হিসেবে বিবেচিত হচ্ছে। গ্রাহকের চাহিদার প্রেক্ষিতে এই শিল্পের বিকাশ ঘটছে দ্রুতহারে। বর্ধনশীল এই ব্যবসা কোনো শহর বা জেলায় সীমাবদ্ধ নেই। পৃথিবীর সর্বএ সার্ভিসিং সেক্টরটি মানুষের কাছে একটি সেবা ভিত্তিক ব্যবসা হিসেবে বিবেচিত হচ্ছে।

তরুণ ব্যবসামনাদের কাছে বর্তমানে সার্ভিসিং ব্যবসা অত্যন্ত জনপ্রিয় ক্যারিয়ার নির্ভর সেক্টর। এই ব্যবসার প্রধান মূলধন সঠিক প্রশিক্ষণ, দক্ষতা এবং সততা। যে কেউ স্বাধীন ব্যবসা হিসেবে স্বল্প পুজিতে সার্ভিসিং ব্যবসা বা সেবা ভিত্তিক ব্যবসা সেন্টার স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক ভাবে সফল হতে পারেন। এরকম লাভজনক ১০টি সার্ভিসিং ব্যবসা ধারণা নিয়ে নিচে আলোচনা করা হল।

কম্পিউটার সার্ভিসিং ব্যবসা

আজকের পৃথিবীতে কম্পিউটার ছাড়া কোন অফিসের কথা চিন্তাই করা যায় না। বাসা কিংবা অফিস সব জায়গায় কম্পিউটার থাকে। বর্তমানে স্বনির্ভর তরুণ উদ্যোক্তাদের কাছে কম্পিউটার সার্ভিসিং ব্যবসা দারুণ জনপ্রিয়। কম্পিউটার সার্ভিসিং ব্যবসা শুরু করতে হলে হার্ডওয়্যারের কাজের উপর প্রশিক্ষন নিতে হবে।

শুধু তাই নয় হার্ডওয়্যারের কাজের পাশাপাশি সফটওয়্যার ভিত্তিক সম্যাসার সমাধানও জানতে হবে। এই ব্যবসায় সফল হতে হলে, প্রতিনিয়ত কম্পিউটারের আপডেট খোঁজখরর রাখতে হবে এবং নতুন নতুন দক্ষতা অর্জন করতে হবে। এই ব্যবসা সাধারনত দোকান ভিত্তিক হলেও অনলাইনে প্রচারনা চালিয়ে নতুন গ্রাহক শ্রেনী বানাতে হবে।

বাইসাইকেল মেরামত

আগের তুলনায় আমাদের দেশে প্রচুর বাইসাইকেল ব্যবহারকারী বাড়ছে। আপনি যদি বাইসাইকেল মেরামত ব্যবসা শুরু করতে চান, তাহলে একটি ছোট দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন। আপনি এই ব্যবসাটি নিজ গ্যারেজেও শুরু করতে পারেন।

বাইসাইকেল মেরামতের উপর প্রয়োজনীয় দক্ষতা এই ব্যবসায় সহজেই সফল হতে পারেন। আপনি নিজে না পারলে দক্ষ কর্মচারী দিয়ে এই ব্যবসা চালাতে পারেন। যদি আপনি গ্রাহক সেবা বাড়াতে চান তাহলে অনলাইন বিজ্ঞাপন ও লিফলেট ব্যবহার করতে পারেন। তাছাড়া একটি বাইসাইকেল ক্লাবও প্রতিষ্ঠা করতে পারেন।

মোবাইল লন্ড্রি ব্যবসা

সাধারনত লন্ড্রি ব্যবসা বলতে আমরা বুজি আপনার একটা দোকান থাকবে, গ্রাহক জামা কাপড় নিয়ে আসবে, আপনি তাদের প্রয়োজনীয় সেবা দিবেন। ঠিক তো?

এই ব্যবসা অনেক দিন ধরেই চলে আসছে। একটু সেবার মান বাড়িয়ে আপনি মোবাইল লন্ড্রি ব্যবসা শুরু করতে পারেন। মোবাইল লন্ড্রি ব্যবসা বলতে আপনি বা আপনার কর্মচারী সম্ভাব্য গ্রাহকের কাছে যাবেন, তাদের কাছ থেকে জামা কাপড় নিয়ে এসে প্রয়োজনীয় সেবা দিয়ে আবার তাদের কাছে পৌঁছে দিবেন। শহরের বড় আসাবাসিক এলাকায় এই ব্যবসাটি শুরু করতে পারলে খুব সহজেই লাভবান হতে পারবেন।

ভাষা অনুবাদক

বিদেশে পড়াশুনা, বাণিজ্য ও উন্নত যোগাযোগ প্রযুক্তির কারণে অনুবাদকদের জন্য একটি বিশাল সম্ভাবনা তৈরী হয়েছে। মূলত একজন ভাষা অনুবাদক কোন বই, ডিকুমেন্ট, সার্টিফিকেট এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করে থাকেন। এটি একটি গৃহ কেন্দ্রিক ব্যবসার ধারণা। এটি আপনার জন্য যেমন সম্মানজনক, ঠিক তেমনি ভাল আয়ের পেশাও হতে পারে।

বাগান পরিচর্যা সার্ভিস

এটি একটি স্বাধীন ব্যবসার ধারণা। আপনার যদি বাগান নিয়ে শখ থাকে তাহলে এই ব্যবসাটি শুরু করতে পারেন। আমাদের দেশে এখনও বাগান পরিচর্যা সার্ভিস খুব একটা চোখে পড়ে না। বাগানের জন্য গাছ বিক্রি, রোপন, পরিচর্যা এই ব্যবসার আওতাধীন। এই ব্যবসাটি সব জায়গায় ভাল চললেও শহরে শুরু করা উত্তম। এমনি বাসার বেলকনি বাগান সাজানোর সেবাও দিতে পারেন।

মোবাইল মেকানিক

একজন মোবাইল মেকানিক হিসেবে শুরু করতে পারেন আপনার সার্ভিস ব্যবসা। কাজ ছোট ছোট হলেও লাভ নেহাত কম না।

বাসা বদল সার্ভিস

আপনি যে কোন শহরে এই ব্যবসাটি শুরু করতে পারেন। এইক্ষেএে আপনার ব্যবসার প্রধান কাজ হবে বাসাবাড়ি, অফিস আদালতে ব্যবহার্য সামগ্রী একস্থান থেকে অন্যস্থানে পৌছে দেওয়া। ছোট পিকাপ, দক্ষ কর্মী নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। গ্রাহকের সাথে ভাল ব্যবহার ও কোন কিছু অনিষ্ট না করলে পরবর্তীতে রেফারেন্সে আরো কাজ পাবেন। পড়ুন – যে ১০টি ব্যবসা ছোট শহরে শুরু করে লাভবান হতে পারেন

টিউটরিং

আপনার শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে আপনি স্কুল-কলেজের শিক্ষাথীদের অধ্যয়নে সহযোগিতা করতে পারেন। এইক্ষেএে আপনার অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।