সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধান করার দক্ষতা

সিদ্ধান্ত গ্রহণ
জীবনে সমস্যা থাকবে। সমস্যা ছাড়া জীবন হয় না। এই সমস্যা সমাধানের জন্য আমাদের বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। কখনো সিদ্ধান্ত গ্রহনের জন্য আমরা অনেক সময় পাই, আবার কখনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের হাতে খুব বেশি সময় থাকে না।
জীবনে প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ । কারণ প্রতিটি সিদ্ধান্তের সাথে জড়িয়ে থাকে কোন সমস্যার সমাধান। জীবনের প্রতিনিয়ত কোনো না কোনো সিদ্ধান্ত আমাদের নিতেই হয়। কোনো মানুষ সিদ্ধান্ত গ্রহণে পটু হয়ে থাকে, আবার অনেকে চেষ্টা করেও তেমন ভাল সিদ্ধান্ত নিতে পারে না।
সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সমস্যা যাচাই বাছাই করা। জীবনে সমস্যা আসলে আমরা চিন্তিত হয়ে পড়ি এবং আমাদের স্বাভাবিক চিন্তাশক্তি লোপ পায়। দ্রুত সিদ্ধান্ত নিতে যেয়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। যত দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হোক না কেন, সমস্যাটিকে অবশ্যই ভাল করে ভেবে দেখতে হবে।
সিদ্ধান্ত গ্রহনের সময় সম্ভাব্য অপশন গুলি বেছে নিয়ে এর সুবিধা এবং অসুবিধা উভয় যাচাই বাছাই আবশ্যক। যেমন ধরুন, আপনি নতুন করে কোনো একটা খাতে বিনিয়োগে যেতে চান। কিন্তু কিভাবে এবং কোথায় করবেন আপনি বুঝতে পারছেন না।
তবে এ ক্ষেত্রে আপনার সমস্যাটি নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনার বিনিয়োগের টাকার পরিমাণের উপর আপনার বিনিয়োগ মাধ্যম বেরিয়ে আসবে।
আপনি গাড়ির শোরুম দিতে গেলে যত টাকা প্রয়োজন একটি মুদি দোকানে শুরু করতে নিশ্চয় ততটাকা প্রয়োজন হবে না। আপনার বাজেট অনুয়ায়ী বিভিন্ন মাধ্যম আপনি খুঁজে পাবেন। এবার সেই মাধ্যম থেকে আপনার দক্ষতা এবং আগ্রহ অনুসারে ২/৩টি অপশন বাছাই করতে পারেন। এবং এরপর এর সুবিধা এবং অসুবিধা আলাদা আলাদা করে খুঁজে বের করতে পারলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।
অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের জন্য আপনাকে অবশ্যই সমস্যাটি নিয়ে ভাবতে হবে এবং সমাধানের সম্ভাব্য উপায়গুলো খুঁজে বের করতে হবে। প্রতিটি কাজের সুবিধা অসুবিধা এবং ভাল মন্দ উভয়ই থাকে। আপনি এসব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিলে কম সময়ে কার্যকরী সিদ্ধান্ত নিতে পারবেন।
এছাড়া পরামর্শ নিতে কখনোই দ্বিধা করবেন না। কেউ সকল বিষয়ে এক্সপার্ট হয় না। সুতরাং এক্সপার্ট লোকদের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এতে আপনি নতুন নতুন সম্ভবনার দ্বার খুঁজে পাবেন। সিদ্ধান্ত আপনি নিজে নিলেও তাদের পরামর্শ আপনাকে ভাবনা চিন্তা করতে সাহায্য করবে। আরোও পড়ুন – এই ১০টি শিক্ষা আমরা জীবনে খুব দেড়িতে শিখি
আপনার আগে যিনি এই কাজ করেছেন বা আপনার আগে যিনি এই পরিস্থিতে ছিলেন তার পরামর্শ এবং অভিজ্ঞতা আপনাকে অনেক কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে সাহয্য করবে।
সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা নিঃসন্দেহে একটি বড় গুণ। সকলে এই ক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে পারেন না। তবে চেষ্টা করলে সিদ্ধান্ত গ্রহণ দক্ষতা বৃদ্ধি করা সম্ভব।