মুদির দোকান দিয়ে প্রতি মাসে ১ লাখ টাকা লাভ করা যায়?

মুদির দোকান দিয়ে প্রতি মাসে ১ লাখ টাকা লাভ করা যায়?

মুদির দোকান দিয়ে প্রতি মাসে ১ লাখ টাকা লাভ -min

মুদির দোকান দিয়ে প্রতি মাসে ১ লাখ টাকা লাভ

আমি যদি ১০ লাখ টাকা উৎকোচ দিয়ে ২০ হাজার টাকার চাকরি করি তাহলে আমি প্রতিষ্ঠিত। সমাজে আমি স্বীকৃতিপ্রাপ্ত চাকর। অন্যদিকে আমি যদি ১২ থেকে ১৫ লাখ টাকা বিনিয়োগ করে একটি মুদির দোকন দিয়ে মাসে ৭০ হাজার থেকে ১ লাখ টাকা আয় করি তাহলে আমার নামের পাশে বাদাইমা, কিছুই করতে পারলো না, ওরে দিয়ে কিছুই হবে না এই রকম বিশেষণ বসবে। আমাকে দিয়ে কিছুই হবে না? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছেই রইল।

যাই হোক না কেন, একটি মুদির দোকান দিয়ে প্রতি মাসে ১ লাখ টাকা লাভ করা যায়। আপনাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এবং যেভাবে মুদির দোকান দিয়ে ১ লাখ টাকা লাভ করা যায় তার কিছু ধারনা তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি কিছুটা উপকার হবে! আসুন আগে ভাগে জেনে নেই একটি মুদির দোকানে কি কি পন্য থাকে।

মুদি দোকানের পন্যের তালিকা

সাধারন একটি মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে শুরু করে প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। যেমন – আটা, ময়দা, সুজি, তেল, চাল, ডাল, লবন, আলু, পেঁয়াজ, রসুন, আদা সহ খোলা ও প্যাকেট মসলা। এছাড়া বিস্কুট, চানাচুর, নুডুলস, ডিম, সস, সেমাই, দুধ, মুড়ি, বিভিন্ন রকমের সাবান, টুটপেস্ট, মশার কয়েল, স্প্রে সহ নিত্য ব্যবহৃত সকল পণ্য থাকে। সব মিলিয়ে প্রায় ১০০ এর অধিক পণ্য থাকে একটি মুদি দোকানে।

সাধারনত খোলা পণ্যের চেয়ে প্যাকেটজাত পণ্যে লাভ বেশী থাকে। একটি মুদি দোকানে গড়ে ৬ থেকে ১০ পারসেন্ট+ লাভ করা যায়।

চলুন আমরা একটি সহজ অঙ্ক করি। ধরে নিলাম একটি মুদি দোকানে ১০০ রকমের পন্য আছে এবং আমাকে ১ লাখ টাকা লাভ করতে হবে প্রতি মাসে।

তাহলে যা দাড়ায় তা হচ্ছে প্রতি মাসে ১০০ রকমের পন্যে ১০০০ টাকা লাভ করতে হবে। যা প্রতি দিন (১০০০/৩০) = ৩৩ টাকা ৩৩ পয়সা।

একটি পণ্য ৩৩ টাকা ৩৩ পয়সা লাভ করতে হলে ৪৭৭ টাকা বিক্রি করতে হবে। (৭% প্রফিট মার্জিন)

হিসাবটা একটু কঠিন হয়ে যাচ্ছে তাই না?

আসুন আরেকটু সহজ করার চেষ্টা করি। ধরুন আপনি একজন গ্রাহকের কাছে ৪৭ টাকা দরে ১০ কেজি চাল বিক্রি করলেন তাহলে আপনার বিক্রিকৃত টাকার পরিমাণ দাঁড়াবে (৪৭*১০)= ৪৭০ টাকা। যা ৭% লাভকৃত অর্থের পরিমাণ ৪৭ টাকা।

এবার মনে হয় কিছুটা সহজ হচ্ছে! আরেকটু সহজ হিসাব দেই।

আপনি যদি প্রতি পণ্য গড়ে ৭% লাভে বিক্রি করেন তাহলে ১ লাখ টাকা প্রতিমাসে লাভ করতে হলে –

প্রতিদিন ৪৭৭০০ টাকা বিক্রি করতে হবে যা মাসে প্রায় ১৪ লাখ ৩১ হাজার টাকা। অঙ্কটা অনেক বড় মনে হচ্ছে?

আসলে একটি ভাল জায়গায় একটি মুদি দোকান দিতে পারলে এটি কোন ব্যাপার হবে না।

১৪ লাখ ৩১ হাজার টাকা প্রতি মাসে বিক্রি করতে হলে আপনাকে কিছু বিষয়ে বিশেষ নজর দিতে হবে।

১। বাকী দেওয়া যাবে না।

২। সঠিক স্থান নির্বাচন করতে হবে।

৩। কোন গ্রাহককে ফেরত দেওয়া যাবে না। অর্থাৎ আপনার কাছে সকল ধরনের পণ্য থাকতে হবে।

৪। গ্রাহকের সাথে সুন্দর ব্যবহার ও ভালো মানের পণ্য সরবরাহ করতে হবে।

৫। যারা মাসকাবারি বাজার করে এমন গ্রাহক বেশী করে আকৃষ্ট করতে হবে এবং তাদের ধরে রাখতে হবে।

৬। প্রচার ও ভালো সেবা দান করার লক্ষে ফোনে অডার নেওয়া ও হোম ডেলিভারী সার্ভিস শুরু করতে পারেন। এতে বিক্রি বেড়ে যাবে।

আপনি আজকে একটি দোকান দিয়েই সাথে সাথে সফল নাও হতে পারেন। আপনাকে এই ব্যবসা বুজতে ও গ্রাহক সংখ্যা বাড়াতে হবে। অনেক শুভ কামনা রইল!