বড় স্বপ্ন দেখতে ভয় পাবেন না
বড় স্বপ্ন দেখতে ভয় পাবেন না

বড় স্বপ্ন দেখতে ভয় পাবেন না
জীবনে সাফল্য পেতে আপনাকে বড় স্বপ্ন সাহায্য করবে। নিজেকে স্বপ্ন দেখার অনুমতি দিতে হবে। নিজের ক্যারিয়ারের সমস্ত লক্ষ্য এবং আপনি কী ধরনের জীবনযাপন করতে চান সে সম্পর্কে সুস্পষ্ট ধারনা নিতে হবে।
আপনি কী পরিমাণ টাকা আয় করতে চান, কি ধরনের জীবনাযাপন করতে চান এর উপর ভিত্তি করেই আপনার স্বপ্ন ঠিক করতে হবে। যেই মানুষের মধ্যে কোন স্বপ্ন থাকে না সেই মানুষ কোন দিনই সফলতা লাভ করতে পারে না।
আপনি একটু খেয়াল করলে দেখবেন অনেকেই বড় স্বপ্ন দেখতে ভয় পায়। আসলে তারা নিজের সাথে অবিচার করে, কেননা তারাও জীবনে বড় হতে চায় তবে তাদের কমফোর্ট জোন তাদেরকে বড় স্বপ্ন দেখাতে বাঁধা দেয়।
আপনার জীবনের বড় স্বপ্ন ঠিক করার পর আপনার মধ্যে কোন সংশয় থাকা উচিত না। আপনার সক্ষমতা নিয়ে কখনই অবমূল্যায়ন করবেন না। কোন কিছু শুরু না করা পর্যন্ত আপনার দক্ষতার মূল্যায়ন করতে পারবেন না।
জীবনে সাফল্য পেতে হলে শুধু বড় স্বপ্ন দেখলেই হবে না, এর বাস্তবরূপ দিতে হবে।
কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং কিছু স্মার্ট পরিকল্পনা সমন্বয়ে কাজ করলে বড় স্বপ্ন বাস্তবায়ন করা যায়। আপনার বড় স্বপ্নকে ছোট ছোট ভাগে ভাগ করুন। যখন কোন কাজ ছোট ও সংক্ষিপ্ত হয় তখন তা অর্জন করা তুলনামূলক সহজ হয়।
আপনি যখন সাফল্য পাওয়ার আশায় কাজ করবেন তখন এক চেটিয়া কাজ করবেন না, আপনাকে কাজের মধ্যে একটু থেমে পূর্বের কাজের অগ্রগতি দেখে নিতে হবে। এর ফলে কোন কাজে ভুল হলে তা ঠিক করে নেওয়া সহজ হয়ে যায়।
এরপরে আমরা অনেকেই সব কাজ একা করতে চাই। সম-মানসিক এবং সহায়ক ব্যক্তিদের সাথে নিজেকে ঘিরে রাখা সত্যিই গুরুত্বপূর্ণ। আপনার স্বপ্ন পূরণের লক্ষে অন্যদের পরামর্শ নিতে হবে, কিন্তু সিন্ধান্ত নিজেকেই নিতে হবে। আরোও পড়ুন – বাংলাদেশে শিক্ষিত নাগরিক বেশি থাকলেও উদ্যোক্তার অভাব কেন
সব কাজ একা না করে কাজগুলো কিভাব অন্যের দ্বারা করানো যায় এর ব্যবস্থা করতে হবে। অন্যের দ্বারা কাজ করাতে চাইলে আপনাকে হয় টাকা খরচ করতে হবে না হয় মুখের মিষ্টি কথায় অন্যের মন জয় করতে হবে।
প্রতিটি সফল ব্যক্তি তার জীবনে একাধিকবার ব্যর্থ হয়েছে। আপনি যখন আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করবেন তখন আপনিও একাধিকবার ব্যর্থ হতেই পারেন। এই ব্যর্থতাকে মেনে নিয়ে সেখান থেকে শিক্ষা গ্রহনের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। – কে এম চিশতি সিয়াম // ইউটিউব চ্যানেল