ব্রোকার হাউস কী এবং ভালো ব্রোকার হাউস চেনার উপায়
ব্রোকার হাউস কী এবং ভালো ব্রোকার হাউস চেনার উপায়

ব্রোকার হাউস কী এবং ভালো ব্রোকার হাউস চেনার উপায়
সঠিক ব্রোকার হাউস নির্বাচন করা সফল বিনিয়োগকারী হওয়ার প্রথম পদক্ষেপ। কীভাবে ভালো ব্রোকার হাউস চিনে বিও অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়কে কেন্দ্র করেই আজকের এই লেখা।
ব্রোকার হাউস কী
ব্রোকার হাউস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে লাইসেন্সধারী প্রতিষ্ঠান যারা শেয়ার বাজারে ক্রয় বিক্রয় করা, আইপিও’র টাকা জমা নেওয়া, CDBL এর ফি জমা নেওয়া সহ সাধারন বিনিয়োগকারী জন্য কাজ করেন। ঢাকা বা চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের এর সদস্য হয়ে পরিশোধিত মূলধন ২৫ লক্ষ টাকা নিয়ে ব্রোকার হাউস তার কার্যক্রম শুরু করে।
সহজ ভাবে আমি বলতে পারি, একটি ব্রোকার হাউস একটি ব্যাংক এর মত কাজ করে। আমরা সবাই ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে মোটামুটি জানি। ব্যাংক সাধারন মানুষকে ব্যাংকিং সেবা যেমন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, টাকা জমানো, ঋণ দেওয়া ইত্যাদি করে।
ঠিক তেমনি ব্রোকার হাউস বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট খুলে, প্রাইমারি ও সেকেন্ডারী মার্কেট থেকে শেয়ার কেনার জন্য টাকা জমা নেয়, অনলাইন সেবার মাধ্যমে শেয়ার গ্রাহকের জন্য কেনা বেচা করেন। তাছাড়া ব্যাংক যেমন লোন দেয় তেমনি ব্রোকার হাউসও লোন দিয়ে থাকে। এই লোনকে মার্জিন লোন বলে।
ভালো ব্রোকার হাউস চেনার উপায়
এক ছাদের নীচে বছরের পর বছর কাটানোর পরেও মানুষ চেনা অনেক কষ্টের হলেও ভালো ব্রোকার হাউস কিছুটা হলেও চেনা যায়।
ওই সকল হাউস ভালো যাদের মূলধন বেশী। তাছাড়া কিছু প্রশ্নের উত্তর জেনে হাউস নির্বাচন করা উচিত। যেমন,
- ব্রোকার হাউস কি ধরনের কোম্পানি?
- কারা এই হাউস পরিচালনা করেন?
- পরিচালকদের পরিচিত কি?
- কতদিন ধরে এই ব্যবসার সাথে পরিচিত?
- পরিশোধিত মূলধন কত?
- গ্রাহক সেবা কেমন?
- আইটি সিস্টেম কেমন?
- কমিশন রেট কত?
- কতটি ব্রাঞ্ছ আছে, আপনার কাছাকাছি তাদের ব্রাঞ্চ আছে কি?
- মার্জিন লোন কেমন দেয়? ইত্যাদি, ইত্যাদি।
সকল হাউস একই রকম সেবা দেয় না, তাই বিশেষ ভাবে খোজ খবর নিয়ে ভালো হাউসে বিও অ্যাকাউন্ট খুলতে হবে। সফল বিনিয়োগকারী বিনিয়োগের আগে ভালো হাউস নির্বাচন করেন। কমিশন কম বেশী হোক, কিন্তু সেবা যার যত ভাল সেইটাই ভালো ব্রোকার হাউস। আপনার বিনিয়োগ ভালো থাকুক।