কাউকে ব্যবসায়িক পার্টনার বানাতে হলে তার কি কি গুন দেখে নিতে হবে?

ব্যবসায়িক পার্টনার বানাতে হলে যেসব গুন দেখে নিতে হবে

ব্যবসায়িক পার্টনার বানাতে হলে

ব্যবসায়িক পার্টনার বানাতে হলে

ব্যবসায়িক পার্টনার খুঁজে বের করা খুবই কঠিন একটি কাজ। আপনি চাইলেই যে কাউকে আপনার ব্যবসায়িক পার্টনার বানাতে পারেন না। এর জন্য তার মধ্যে কিছু গুন থাকা চাই।

ব্যবসায়ের অংশীদার খোঁজার আগে নিজেকে চিনতে হবে। আপনি কি কাজে পারদর্শী, কোন কাজ আপনি ভাল বুজেন এবং কোন কাজ আপনি ভাল বুজেন না তা খুঁজে বের করতে হবে। এই কাজটি করতে পারলে আপনার জন্য পার্টনার খুঁজে বের করা ও তার গুন সম্পর্কে বুজতে পারবেন।

এমন হতে পারে আপনার একটি স্মার্ট বিজনেস আইডিয়া আছে এবং শ্রমও দিতে পারবেন কিন্তু আপনার টাকা নেই। তাহলে আপনাকে এমন একজন পার্টনার খুঁজে বের করতে হবে যে ব্যবসার জন্য বিনিয়োগ করতে পারবে। তাহলে আপনার সমস্যাটি সমাধান হবে এবং আপনি একজন পার্টনার পেয়ে যাবেন। তাই আপনার দুর্বলতা বুজে পার্টনার নিতে হবে।

এছাড়াও ব্যবসায়িক পার্টনার বানাতে হলে যেসব গুন দেখে নিতে হবে-

লক্ষ্য বা সংকল্পে স্থির

আপনার ব্যবসার জন্য পার্টনারকে অবশ্যই আপনার মত  লক্ষ্য বা সংকল্পে স্থির থাকতে হবে। যেকোন ব্যবসায়ে সফল হতে হলে সকল অংশীদারকে এক লক্ষ ও সংকল্পে স্থির থাকতে হবে। সবার সাথে মতের মিল থাকে এবং সবাই একসাথে আলোচনা করে কোন সিদ্ধান্ত নিতে পারে।

সততা

একজন সফল ব্যবসায়ীর অন্যতম সেরা গুন তার সততা। আপনাকে এবং আপনার ব্যবসায়ের পার্টনারকে অবশ্যই সততার পরীক্ষা দিতে হবে। যেকোন ব্যবসা নষ্ট করতে একজন অসৎ পার্টনারই যথেষ্ট। তাই সততার কোন বিকল্প নেই।

বুদ্ধিমান হতে হবে

একজন বোকা ব্যক্তিকে আপনি যদি আপনার ব্যবসার জন্য পার্টনার বানান তাহলে সে আপনার ব্যবসা বিফল বানাতে বেশী সময় নিবে না। একটা কথা আছে এরকম যে, বোকা বন্ধুর চেয়ে চালাক শত্রু অনেক ভাল। তাই আপনার ব্যবসার জন্য পার্টনারকে অবশ্যই বুদ্ধিমান হতে হবে।

ব্যবসার প্রতি আবেগ থাকতে হবে

ব্যবসায়ের অংশীদার হওয়ার অন্যতম প্রধান কারণ আবেগ। আপনার যেরকম ব্যবসার জন্য আবেগ কাজ করবে ঠিক তেমনি আপনার ব্যবসায়িক পার্টনারেরও তেমন আবেগ থাকা চাই। এতে সফল হওয়া সম্ভবনা বেশী থাকে।

অভিজ্ঞতা

অভিজ্ঞ ব্যক্তিকে ব্যবসায়িক পার্টনার বানাতে পারলে লাভবান হওয়া যায়। এই ক্ষেএে আপনার যেই বিভাগে অভিজ্ঞতা আছে সেই বিভাগের অভিজ্ঞ ব্যক্তিকে ব্যবসায়িক পার্টনার না করে অন্য বিভাগের অভিজ্ঞ ব্যক্তিদের মধ্যে পার্টনার খুঁজতে হবে।

যেমন আপনি যদি ব্যবস্থাপনা ভাল বুজেন তাহলে আপনার পার্টনাকে মার্কেটিং ভাল বুজতে হবে। তাহলে দুই অভিজ্ঞতা মিলিয়ে ভালো কিছু অর্জন করা যাবে।