বীমা ব্যবস্থা কি ভাবে আর্থিক নিরাপত্তা বিধান করতে পারে

বীমা ব্যবস্থা কি ভাবে আর্থিক নিরাপত্তা বিধান করতে পারে – How the insurance system can provide financial security?

বীমা ব্যবস্থা কি ভাবে আর্থিক নিরাপত্তা বিধান করতে পারে

বীমা ব্যবস্থা কি ভাবে আর্থিক নিরাপত্তা বিধান করতে পারে

 

অনিশ্চয়তা মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য। এ জন্যই মানুষ চায় নিশ্চয়তা নিরাপত্তা। বীমা ব্যবস্থা এক্ষেত্রে কিছুটা হলেও নিরাপত্তা বিধান করতে পারে। দিতে পারে পরিবার পরিজনের জন্যে স্বচ্ছল ও নিরাপদ জীবনের প্রতিশ্রুতি। সামান্য বিনিয়োগ এর মাধ্যমে সবার্ধিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করনই মূখ্য। মানুষের জীবনে বৃদ্ধ, মৃত্যু ও দুঘর্টনা এবং অক্ষমতা এই তিনটির যে কোন একটি যে কোন সময় যে কোন মানুষের জীবনে অবশ্যই ঘটবে। এক্ষেত্রে ইনসিউরেন্স পরিকল্পনাই এগুলোর দায়িত্ব নিতে পারে। তিনটি পর্যায়ে এর সুবিধা গুলি উল্লেখ করা হল।

১) বৃদ্ধ বয়সে/ অবসর কালীন জীবনে।

-নগদ টাকা অর্থ প্রাপ্তির সুযোগ

-আজীবন পেনশন গ্রহনের ব্যবস্থা।

-আর্থিক ও মানুষিক প্রশান্তি. স্বাধীনতা ভোগ

-জমি,বাড়ী, ঘর, দুয়ার মেরামত/ নির্মাণ।

-ধর্মীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শন।

-দেশ বিদেশে ভ্রমণ ও আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাত লাভ।

 

২) অকাল মৃত্যুতে:-

-মাসিক /বার্ষিক ভিত্তিতে আয়ের নিশ্চয়তা

-পলিসির পুরো টাকা লাভসহ প্রাপ্তি

-পরিবারের চাহিদা মোতাবেক ছেলে মেয়েদের লেখাপাড়া

-বিয়ে শাদীর খরচ মেটানো।

৩) দুঘর্টনা এবং অক্ষমতা:-

-জরুরী প্রয়োজন মিটানোর জন্য নগদ টাকা

-চিকিৎসা জনিত ব্যয় নির্বাহ খরচ

-সাময়িক বেকারত্ব মোকাবেলা

-পেশা পরিবর্তনের মাধ্যমে নতুন কাজের সৃষ্টি

-ব্যবসায়ের সুযোগ সৃষ্টি

-জমি জমা অন্যান্য প্রয়োজনীয় জিনিস ক্রয়।

 

সর্বোপরি একটি গাছ রোপন করে পরিবার পরিজনকে বলা যাবে রোপিত গাছটি বড় হয়ে ফল ফুল দিবে, বেঁচে থাকলে তোমাদেরকে নিয়ে ভোগ করবো। আর আমি না থাকলে তোমরা ভোগ করবে। গাছ না লাগিয়ে বলা যাবে না ফসল ভোগ করার কথা। ইনসিউরেন্স হলো তাই যা আপনি, বীমা পত্রে একটি স্বাক্ষর করে রেখে যেতে পারেন পরিবারের জন্য সুখ শান্তি ও আর্থিক নিরাপত্তা। আর বীমা পত্রে স্বাক্ষর না করে পরিবারের জন্য রেখে যেতে পারেন আর্থিক দুঃখ কষ্ট ও দারুণ হতাশা। কি করবেন এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।