বিও অ্যাকাউন্ট কী? বিও অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে?
Stock Market ও বিও অ্যাকাউন্ট!

বিও অ্যাকাউন্ট কী বিও অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে
আমরা সবাই মোটামুটি ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে পরিচিত। টাকা লেনদেন করতে হলে ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই প্রয়োজন তেমনি শেয়ার লেনদেন করতে হলে বিও অ্যাকাউন্ট প্রয়োজন।
বিও অ্যাকাউন্ট এর অর্থ হচ্ছে- Beneficial Owners Account।
CDBL (সিডিবিএল) এই অ্যাকাউন্ট এর নাম্বার দিয়ে থাকেন। বিও অ্যাকাউন্ট এর ডিজিটের সংখ্যা ১৬টি। এই ১৬ সংখ্যা এর প্রথম ৬টা ডিপি’র নাম্বার এবং পরের ১০টি সংখ্যা বিও নাম্বার।
ব্যাংক অ্যাকাউন্ট ও বিও অ্যাকাউন্ট এর মধ্যে পার্থক্য হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট যেকোন ব্যাংক এ খোলা যেতে পারে কিন্তু বিও অ্যাকাউন্ট শুধুমাএ সিডিবিএল’র লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান খুলে থাকে। একজন ব্যাক্তি শুধু দুইটি বিও অ্যাকাউন্ট খুলতে পারেন। একটি একক এবং একটি যৌথ।
বিও অ্যাকাউন্ট খুলতে যা যা লাগে
১। প্রথমত আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আগেই থাকে তাহলে সেই অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবেন।
২। আবেদনকারীর ৩ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, ছবির পিছনে আবেদনকারীর নাম ও স্বাক্ষর, নমিনির দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, ছবির পিছনে নমিনির নাম ও স্বাক্ষর ও আবেদনকারীর সত্যায়িত হতে হবে।
৩। সিডিবিএল-এর নির্ধারিত হিসাব খোলার আবেদন ফর্মে ফোন নাম্বার, বাসার ঠিকানা, পেশা ইত্যাদি উল্লেখ করে আবেদন করতে হবে।
৪। জাতীয় পরিচয়পএ এর ফটোকপি অথবা পাসপোর্ট এর কপি অথবা ড্রাইভিং লাইসেন্স এর কপি।
৫। ব্যাংক সার্টিফিকেট বা ব্যাংক পাশবুকের কপি বা চেকের কপি। প্রত্যেক ফটোকপির উপর আবেদনকারীর স্বাক্ষর থাকতে হবে।
আরোও পড়ুন-
- যে ৪ কারনে শেয়ার বাজারে ভরাডুবি হতে পারে
- শেয়ার বাজারে সার্কিট ব্রেকার বলতে কি বোঝায়
ধন্যবাদ- কে এম চিশতি সিয়াম – ইউটিউব এ শেয়ার বাজার নিয়ে আমার ভিডিও দেখুন এখানে