ফ্যাশন হাউস ব্যবসা কি ধরনের নাম ব্যবহার করা উত্তম?
ফ্যাশন হাউস ব্যবসা যে ধরনের নাম ব্যবহার করা উত্তম

ফ্যাশন হাউস ব্যবসা কি ধরনের নাম ব্যবহার করা উত্তম
ফ্যাশন হাউস ব্যবসা একটি লাভজনক ব্যবসার ধরনা। আমাদের দেশে ফ্যাশন হাউস ব্যবসা অনেক আগ থেকে চলে আসছে। অনেকেই সফল হয়েছে আবার অনেকই বিফল হয়েছে। শুধু ফ্যাশন হাউস ব্যবসা নয়, যে কোন ব্যবসায় নাম একটি অতিব গুরুত্বপূর্ণ বিষয়। আসুন ফ্যাশন হাউস ব্যবসায় কি ধরনের নাম ব্যবহার করবেন তা জানার চেষ্টা করি।
আপনার ব্যবসার মূল বিষয়বস্তু কি তা নাম দেখেই মানুষ বুজতে পারে। তাই নাম ঠিক করার আগে নামের মানে কি দাড়ায় তা কমপক্ষে ১০ বার ভেবে নিন। এমন নাম ঠিক করবেন না যার কোন নেগেটিভ মানে দাড়ায় বা মানুষ নাম নিয়ে হাসি তামাশা করে।
যে কোন ব্যবসার নামের একটি পাওয়ার বা শক্তি থাকে। এই ক্ষেএে আপনি একটি ইমেশনাল নাম ব্যবহার করতে পারেন যা মানুষ মনে নামটি গেথে থাকে। তবে এমন কোন ইমেশনাল নাম ব্যবহার করা যাবে না যার কোন মানেই নেই।
প্রথমবার শুনলেই যেন উচ্চারন করা যায় এমন নামই ফ্যাশন হাউসের জন্য উত্তম। ধরুন আপনি একটি নাম ব্যবহার করলেন যা উচ্চারন করতেই কষ্ট হয়, তাহলে কোন গ্রাহক তার কাছের মানুষের কাছে আপনার ব্যান্ডের পরিচয় দিবে? সে তখন সন্দেহে থাকবে কি বলতে কি বলে ফেলে। তাই ফ্যাশন হাউস ব্যবসার জন্য শ্রুতি মধুর নাম ব্যবহার করা উত্তম।
ব্যবসার নামটি এক বা দুই শব্দের রাখার চেষ্টা করতে হবে। সব থেকে ভাল যদি এক শব্দের নাম রাখতে পারেন। এক শব্দের নাম মানুষ বেশী মনে রাখতে পারেন, যেমন- আরং
ব্যবসার নামই আপনার ব্র্যান্ডের পরিচয়। তাই ব্র্যান্ডের পরিচয় মানুষের কাছে পৌঁছে দিতে হবে খুব সুন্দর ভাবে। একটি ব্র্যান্ড আপনিতো একদিনের জন্য খুলবেন না, তাই ঠিক অর্থবহ ও ইউনিক নাম দিতে হবে। আরো পড়ুন- নিজের ব্যবসায় নিজের বেতন নেওয়া উচিত?
আপনি যেই নাম ঠিক করেছেন সেই নাম আগে কেউ ব্যবহার করেছে কিনা তা দেখে নিন। যদি নামটি ইউনিক থাকে তাহলে দেড়ী না করে নামটি নিবন্ধন করুন। সাথে সাথে সেই নামে একটি ডোমেইন নিয়ে নিন।
অনেকেই নিজের নামে ব্র্যান্ডের পরিচয় দিতে চায়, অর্থাৎ ফ্যাশান হাউসের নাম নিজের নামে দিয়ে থাকে। এই ক্ষেএে কোন বিশেষ সম্যাসা নেই কিন্তু ওই একই নামে একই ব্যবসা আরো আছে কিনা তা যাচাই করে নিন।
সংক্ষেপে, ফ্যাশান হাউসের নাম ছোট, অর্থবহ, ইউনিক ও সহজে উচ্চারন করা যায় এমন নামই ঠিক করতে হবে। আপনার নতুন ব্যবসার জন্য শুভ কামনা।