বিশ্বের শীর্ষ ১০ টি প্রাচীন বিশ্ববিদ্যালয়

শীর্ষ ১০ টি প্রাচীন বিশ্ববিদ্যালয়

বিশ্বের শীর্ষ ১০ টি প্রাচীন বিশ্ববিদ্যালয়

বিশ্বের শীর্ষ ১০ টি প্রাচীন বিশ্ববিদ্যালয়

পৃথিবীর বিভিন্ন ঐতিহাসিক স্থানের মতো অনেক ঐতিহাসিক ও প্রাচীন বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে অনেক বিশ্ববিদ্যালয় আছে যে গুলো অনেক পুরাতন। এখানে আমরা পৃথিবীর ১০ প্রাচীন বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করব। নিচে ১০টি প্রাচীন বিশ্ববিদ্যালয় নাম ও সংক্ষিপ্ত আলোচনা করা হলো।

সিয়েনা ইউনির্ভাসিটি

সিয়েনা ইউনির্ভাসিটিটি ইতালির টাস্কানিতে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় গুলোর একটি। যা এখনো চলমান রয়েছে। এটি ইতালিতে সরকারী খরচে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়। ১২৪০ সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয় তার স্কুল অফ ল ও স্কুল অফ মেডিসিনের জন্য সবচেয়ে বেশি পরিচিত। ২০১৮ সালে এই বিশ্ববিদ্যালয়ের ১৫০০০ অধিক শিক্ষার্থী রয়েছে।

নেপলস ইউনির্ভাসিটি

১২২৪ সালে প্রতিষ্ঠিত হয় নেপলস ইউনির্ভাসিটিটি। বর্তমানে এটি রাষ্ট্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সহ শিক্ষাদান ব্যবস্থা হিসেবে কাজ করে থাকে। এই প্রাচীন ইউনির্ভাসিটিটি রোমান সম্রাট ফ্রেডেরিক প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে গবেষণার জন্য এটি ইতালির সেরা ইউনির্ভাসিটি। ২০১৫ সালে এটি বিশ্বের ১০০ টি সেরা ইউনির্ভাসিটির তালিকায় স্থান করে নিয়েছিলো।

পদুয়া ইউনির্ভাসিটি

পদুয়া ইউনির্ভাসিটিটি এমন একটি ইউনির্ভাসিটি যার একটি আর্কষণীয় অতীত রয়েছে। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের অনেক বিখ্যাত প্রাক্তন শিক্ষার্থী রয়েছে। ১২২২ সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। গ্যালিলিও সহ বেশ কয়েক জন রেনেসা যুগের পন্ডিত এই বিদ্যাপিটের   প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। বর্তমানে এটি সেরা বিশ্ববিদ্যালয় গুলোর একটি।

ক্যামব্রিজ ইউনির্ভাসিটি

ক্যামব্রিজ ইউনির্ভাসিটি বিশ্বের মর্যাদা পূর্ণ ইউনির্ভাসিটি গুলোর একটি। এই ইউনির্ভাসিটিটি ১২০৯ সালে প্রতিষ্ঠিত হয়। স্থানীয় জনগণের সাথে অক্সফোর্ড ইউনির্ভাসিটির বির্তকে জড়ানোর পর এই ইউনির্ভাসিটি থেকে বিতাড়িত কয়েক জন পন্ডিতদের দ্বারা এই ইউনির্ভাসিটিটি প্রতিষ্ঠিত হয়। এই ইউনির্ভাসিটিটির শিক্ষা ব্যবস্থা খুবই সমৃদ্ধ। একাডেমিক ভাবে এই ইউনির্ভাসিটিটি প্রতি বছর বিশ্বের শীর্ষ ৫ টি সেরা ইউনির্ভাসিটির তালিকায় স্থান করে নেয়। ৮২ জন নোবেল বিজয়ী এই ইউনির্ভাসিটির প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।

প্যারিস ইউনির্ভাসিটি

প্যারিস ইউনির্ভাসিটিটি ১১৬০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৩তম শতাব্দীর মধ্যে এই ইউনির্ভাসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলোর একটি ছিলো ধর্মতত্ত্ব। পরবর্তীতে উদার শিল্প, ঔষধ ও ক্যাথলিক ধর্মীয় আইন ইত্যাদি সাবজেক্ট গুলোও গুরুত্বপূর্ণ সাবজেক্টের তালিকায় অন্তর্ভুক্ত হয়।

সালামানকা ইউনির্ভাসিটি

সালামানকা ইউনির্ভাসিটিটি ১১৬৪ সালে স্পেনের সালামানকা শহরে প্রতিষ্ঠিত হয়। এই ইউনির্ভাসিটির মনোরম পরিবেশ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে বিশ^ব্যাপী ব্যাপক সমাদৃত হয়েছে। বর্তমানে এই ইউনির্ভাসিটিটি মানবিক বিভাগের জন্য বেশ বিখ্যাত। বিশেষ করে ভাষা গবেষণার ক্ষেএে এই ইউনির্ভাসিটিটির ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।

অক্সফোর্ড ইউনির্ভাসিটি

অক্সফোর্ড ইউনির্ভাসিটিটি ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে অবস্থিত। এটি ১০৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের অন্যতম সেরা ইউনির্ভাসিটি। বিগত কয়েক বছর যাবত অক্সফোর্ড ইউনির্ভাসিটিটি প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক বিখ্যাত পন্ডিত তৈরি করে চলেছে। বিখ্যাত পদার্থ বিজ্ঞানী রবার্ট বয়েল, জ্যোতিবিজ্ঞানী এডমন্ড হ্যালি, লেভিস ক্যারল এবং সিএস লুইস এই ইউনির্ভাসিটির প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তাছাড়া ২৬ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ২৭ জন নোবেল বিজয়ী এই ইউনির্ভাসিটির প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। পড়ুন- বিশ্বের শীর্ষ ১০ টি প্রাচীনতম সভ্যতা

বলোগনা ইউনির্ভাসিটি

বলোগনা ইউনিভ্যাসিটিটি ইতালির বলোগনা শহরে অবস্থিত। এই ইউনির্ভাসিটিটি ১০৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। ১৭ শতাব্দীতে এই ইউনির্ভাসিটিটিতে নারীরা ভর্তি হতে শুরু করে। বর্তমানে এই ইউনির্ভাসিটিটির ১১ টি বিদ্যালয়ে প্রায় ৮৫০০০ শিক্ষার্থী তালিকাভুক্ত রয়েছে।

আল-আজহার ইউনির্ভাসিটি

আল-আজহার ইউনির্ভাসিটিটি মিশরের কায়রোতে অবস্থিত। এটি একটি ইসলামিক ইউনির্ভাসিটি। যা ৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। এই ইউনির্ভাসিটিটির তাত্ত্বিক অনুষদটি ইসমাইলী শিয়া অনুষদ হিসেবে পরিচিত ছিলো।

পরবর্তীতে এই অনুষদটিকে সুন্নি মতবাদে রুপান্তরিত করা হয়। বর্তমানে এই ইউনির্ভাসিটিটির শিক্ষার্থীরা পবিএ কোরআন শিক্ষা ও অন্যান্য ইসলামী আইনের দিক গুলো নিয়ে পড়াশোনা করে থাকে। ইসলামী বিশ্বের ইসলামী আইন ও আরবি ভাষা প্রচারের জন্য এই ইউনির্ভাসিটিটির ব্যাপক সুনাম রয়েছে।

আল- কারাউইয়িন ইউনির্ভাসিটি

আল-কারাউইয়িন ইউনির্ভাসিটিটি মরক্কোতে অবস্থিত। এই ইউনির্ভাসিটিটি সবচেয়ে প্রাচীন ইউনির্ভাসিটি। ৮৫৯ সালে একজন মুসলিম ব্যবসায়ীর শিক্ষিত কন্যা দ্বারা এই ইউনির্ভাসিটিটি প্রতিষ্ঠিত হয়। যার নাম ছিলো ফাতিমা আল-ফাইহরি। বর্তমান নেতৃস্থানীয় মুসলিম ইউনির্ভাসিটি গুলোর মধ্যে এটি একটি। এই ইউনির্ভাসিটিটিতে ইসলাম ধর্ম, ভাষা ও আইনের উপর মনোনিবেশ করে শিক্ষা প্রদান করা হয়ে থাকে।