প্রবাসীদের জন্য বাংলাদেশের শেয়ার বাজার পর্ব ১

প্রবাসীদের জন্য বাংলাদেশের শেয়ার বাজার পর্ব ১

প্রবাসীদের জন্য বাংলাদেশের শেয়ার বাজার পর্ব ১

প্রবাসীদের জন্য বাংলাদেশের শেয়ার বাজার পর্ব ১

বর্তমানে বাংলাদেশে ‘বিদেশি আয়’ অর্থাৎ রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। যারা নিজ জন্মভুমি ছেড়ে, পরিবারকে দূরে রেখে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে বিদেশের মাটিতে চাকরি, ব্যবসা, কিংবা শ্রম দিয়ে যাচ্ছেন আপনারাই দেশের সূর্য সন্তান।

এশিয়া, ইউরোপ, আফ্রিকা, কিংবা অমেরিকা যেখান থেকে টাকা পাঠান না কেন, আপনাদের পাঠানো টাকাতেই এখন দেশের আমদানি খরচ মেটানো হচ্ছে। আর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বড় হচ্ছে আপনাদের অর্থে।

এটা বলা যত সহজ, বিদেশে বসে কাজ করে টাকা পাঠানো ততটাই কঠিন। দেশে পাঠানো প্রতিটি টাকার পিছনে থাকে হার না মানা লড়াই ও অক্লান্ত পরিশ্রম।

অনেকেই দেশে জায়গা জমি বিক্রি করে, অধিক সুদে লোন করে, কিংবা জমি বন্ধক রেখে বিদেশের মাটিতে পাড়ি জমায়। প্রবাসীরা যেই টাকা বাংলাদেশের পাঠায় তার একটি বড় অংশ খরচ হয় পরিবারের সদস্যদের পিছনে।

তার বড় একটি অংশ ভোগবিলাসেই বেশি ব্যয় হয়। পাঠানো অর্থের অধিকাংশ দৈনন্দিন পারিবারিক চাহিদা মেটায় অর্থাৎ পোশাক, খাবার, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি।

আর বিনিয়োগ বলতে যা হয়, তা হলো ব্যাংকে DPS বা FDR, কিছু জমিজমা কেনা, ঘরবাড়ি বানানো ইত্যাদি।  দেশের অনেক জায়গায় লক্ষ করা যায়, বাবা কিংবা ছোট ভাইকে একটা দোকান করে দেয় প্রবাসীরা।

অনেক সময় দেখা যায় অদক্ষ ব্যবস্থাপনায় সেই ব্যবসা টিকে থাকে না, ফলে তার বিনিয়োগের পুঁজিও উঠে আসে না।

ফলে যেই মানুষটি জীবনের বড় একটা সময় বিদেশে মাটিতে পরিশ্রম করে দেশে আসে তখন আবার শারীরিক পরিশ্রমের কাজ করার মানসিকতাও থাকে না।

বিদেশের মাটিতে যে যতই ভালো থাকুন না কেন, ৯৯% মানুষ দেশে ফেরত আসতে চায়, দেশে এসে কিছু একটা করে জীবনটা পাড় করতে চায়।

অনেক সময় দেখা যায়, অনেকে  ১০/১২ বছর বিদেশে থেকে কিছু টাকা নিয়ে একবারে দেশে চলে আসে। পরিকল্পনার অভাবে, কি করবে ভেবে না পেয়ে সেই টাকাও কিছু বছরের মধ্যে শেষ করে ফেলে। পরে যা দাঁড়ায় তা হলো, এত কষ্ট করার পরও আর্থিক স্বাধীনতার মুখ দেখতে পারে না।

অনেক প্রবাসী চায়, দেশে এসে ব্যবসা করবে, কিংবা দেশে একটা ইনকামের উৎস বানাতে চায়। কোনো প্রবাসী যদি দেশের একটা ভালো ইনকামের উৎস বানাতে চায় তবে তার জন্য শেয়ার বাজার একটা আদর্শ প্লাটফর্ম হতে পারে।

কেননা, এটি এমন একটি ব্যবসার জায়গা আপনি দেশ, কিংবা বিদেশ থাকা কালীন সময়ে একটা আয়ের উৎস বানাতে পারবেন। এর জন্য শারীরিক শ্রম দিতে হয় না, আরো ৫টা কাজের সাথে এটা চালিয়ে নেওয়া যায়।

কেননা, একজন প্রবাসী হিসাবে আপনার যদি বিদেশের মাটিতে ব্যবসা না থাকে তবে দেশে চলে আসার সাথে সাথে আপনার ইনকামও বন্ধ হয়ে যাবে। তাই একটা সচল আয়ের উৎস হতে পারে শেয়ার বাজারে বিনিয়োগ করা।

শেয়ার বাজারে বিনিয়োগ বলতে অনেকেই ভয় পায়, মূলত এর পিছনে কারন আমরাই। আমরা নেগেটিভ বার্তা বেশি করে প্রচার করি।

অনেককেই বলতে শোনা যায় শেয়ার বাজারে বিনিয়োগ করে লস হয়েছে। কেন লস হয়েছে এই ব্যাখ্যা না খুঁজে সামগ্রীক মার্কেটকে দোষারোপ করা হচ্ছে।

আমি এটা বলছি না যে, আমাদের দেশের মার্কেট একটা আধুনিক বা উন্নত মার্কেট, তবে এই মার্কেট উন্নত হতে খুব বেশি সময় নিবে না।

একজন প্রবাসী হিসাবে প্রতিটি বাংলাদেশীর মন পরে থাকে দেশে, নিজ জন্মভুমিতে। এই দেশ কে নিয়ে দিনের পর দিন চিন্তা করতে থাকে। এবার দেশে এসে এটা করব, ওটা করব, আর বিদেশ আসব না, ইত্যাদি নানা কল্পনা। আপনার রেগুলার ইনকামের সাথে যদি একটা বাড়তি আয়ের পথ থাকে তাহলে এই কল্পনা কে বাস্তবরুপ দিতে পারবেন।

এমন যদি হয় আপনি বিদেশে আছেন, ঐখানে টাকা আয় করছেন আর দেশে একটা ইনকাম মাধ্যম আছে যা দিয়ে আপনার পরিবার ভালো মত দিন কাটাচ্ছে, তাহলে কতই না সুবিধা হত? শেয়ার বাজার নিয়ে আমাদের অনেকে আর্টিকেল আছে, যা পড়তে পারেন এখানে