পুরাতন পণ্য কেনা বেচা হতে পারে একটি লাভজনক ব্যবসা

পুরাতন পণ্য কেনা বেচা হতে পারে একটি লাভজনক ব্যবসা

পুরাতন পণ্য কেনা বেচা হতে পারে একটি লাভজনক ব্যবসা

পুরাতন পণ্য কেনা বেচা হতে পারে একটি লাভজনক ব্যবসা

কম টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চান? লাভজনক ছোট ব্যবসা ধারনা খুঁজছেন? তাহলে শুরু করুন পুরাতন পণ্য কেনা বেচা ব্যবসা। খুব সহজেই ছোট ও মাঝারি বিনিয়োগে এই ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসার বড় সুবিধা আপনি চাইলে অনলাইনেও এই ব্যবসা করতে পারেন। কিংবা ছোট দোকান ভাড়া নিয়েও এই ব্যবসা করা যেতে পারে।

ব্যবহৃত বা পুরাতন পণ্য কেনা বেচা ব্যবসা কি?

যারা পুরাতন পণ্য বিক্রি করতে চায় তাদের থেকে কম দামে কিনে আবার অন্যদের কাছে (যারা ব্যবহৃত বা পুরাতন পণ্য কিনতে চায়) বিক্রি করার নামই পুরাতন পণ্য কেনা বেচা ব্যবসা।

ধরুন আপনার কোন এক বন্ধু তার মোবাইল ফোন বিক্রি করতে চায়। আপনি আপনার বন্ধুর কাছ থেকে মোবাইল ফোনটি ৫০০০ টাকা দিয়ে কিনলেন, এবং তার কিছু দিন পর আপনার আরেক বন্ধু একটি ব্যবহৃত বা পুরাতন মোবাইল ফোন কিনতে চায় এবং আপনি তার কাছে ৬০০০ টাকায় সেই ফোনটি বিক্রি করে দিলেন। এতে আপনার ১০০০ টাকা লাভ হয়ে গেল। যা শতকরা ২০ ভাগ প্রফিট হয়ে গেল!

এটাই এই ব্যবসার ধরন। আপনাকে কম দামে কোন পণ্য কিনতে হবে এবং যাদের কাছে সেই পণ্যের চাহিদা আছে তাদের কাছে বিক্রি করতে হবে। যেকেউ এই ব্যবসা পরিচালনা করতে পারে। এই ব্যবসাটি শুরু করতে হলে প্রাথমিক ভাবে ৫০,০০০ টাকা দিয়ে শুরু করতে পারেন।

পড়ুন – জীবনে বড় হতে হলে কখনই নিজেকে ছোট ভাববেন না

যে পণ্য দিয়ে এই ব্যবসা শুরু করলে লাভবান হবেন তার তালিকা

বইঃ মানুষ নানা কারনে বই কিনেন এবং সময়ের পরিবর্তনে সেই বইয়ের প্রয়োজন হারিয়ে যায়। তখন সেই বই আবার বিক্রিও করতে চায়। আপনি যদি বইয়ের গুরুত্ব বুজে তাদের কাছ থেকে কিনতে পারেন তাহলে পরবর্তীতে আবার অন্য কারো কাছে তা বিক্রি করে দিতে পারবেন। এতে সবারই লাভ হলো। যে বই বিক্রি করেছে সে কিছু টাকা পেল, আপনি সেই আবার বিক্রি করে কিছু লাভ পেলেন, আবার একই বই অন্য কেউ কিনে তার প্রয়োজন মিটাতে পারল।

ক্রীড়া সামগ্রী! অন্যতম সেরা একটি পণ্য এটি। সময়ের পরিবর্তনে ক্রীড়া সামগ্রী আপনার জন্য পুরাতন বা অপ্রয়োজনীয় হতে পারে। আবার অন্য কারো কাছে খুবই গুরুত্ব বহন করে। তাই যে কেউ চাইলে পুরাতন পণ্য বেচা কেনার ক্ষেএে এই ক্রীড়া সামগ্রীকে বেছে নিতে পারেন।

ভিডিও গেম কনসোলস- আরেকট উত্তম ও লাভবান পণ্য হলো ভিডিও গেম কনসোলস কেনা বেচা করা। আগে উল্লেখিত পণ্যের ন্যায় এটিও কারো কাছে কম মূল্যের আবার কারো কাছে মহামুল্যবান। আপনার ব্যবসার বিচারে এই পণ্য হতে পারে সেরার সেরা।

ব্যবহৃত বা পুরাতন খেলনা কেনা বেচা

যেকোন বাচ্চার কাছে খেলনার গুরুত্ব অকল্পনীয়। বাচ্চার বয়স যখন বেড়ে যায় তখন সেই খেলনার আর দরকার হয় না। তখন অন্য কোন বাচ্চার সেই খেলনার প্রয়োজন বেড়ে যায়। আপনি চাইলেই খুব সহজে এই ব্যবসাটি শুরু করতে পারেন।

এছাড়াও যেসব পণ্য আপনি পুরাতন কিনে আবার বিক্রি করতে পারেন তা নিন্মরূপ-

  • কাঠের তৈরি আসবাবপএ
  • ছবির ফ্রেম
  • ইলেক্ট্রনিক্স পণ্য (টিভি, ফ্রিজ)
  • প্রাচীন জিনিসপত্র
  • বাইসাইকেল

কিভাবে পুরাতন পণ্য কেনা বেচা ব্যবসা শুরু করবেন

প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন পণ্য নিয়ে ব্যবসা শুরু করবেন। ধরে নিলাম আপনি বাইসাইকেল ব্যবসা শুরু করবেন। তাহলে আপনাকে যা করতে হবে না নিন্মরুপঃ

প্রথমে আপনার প্রাথমিক বাজেট নির্ধারণ করতে হবে। তারপর কতগুলা সাইকেল কিনবেন তার সিন্ধান্ত নিতে হবে। তবে মনে রাখতে হবে যে, সব টাকা এক বারে বিনিয়োগ করা যাবে না।

এর পর যারা বিক্রি করতে ইচ্ছুক তাদের সাথে যোগাযোগ করতে হবে। এই ব্যাপারে আপনি বিভিন্ন মার্কেটপ্রেস, ফেসবুক এর সাহায্য নিতে পারেন।

তারপর আপনাকে সাইকেল কিনতে হবে যত কম মুল্যে পারা যায়। আপনি যদি কেনার সময় বেশী দাম দিয়ে ফেলেন তাহলে আপনি ভাল লাভ করতে পারবেন না, কেননা এই সাইকেল আপনাকে আবার সেল করতে হবে।

কেনার পর সম্পূর্ণভাবে সাইকেলটি খুটিনাটি চেক ও মেরামত করতে হবে, যেন একটু নতুন লাগে। এই কাজটি হয়ে গেলে আপনি আবার সাইকেলটি সেল করার জন্য বিজ্ঞাপন দিন।

কত টাকা লাভ করা যায়- কেনার সময় জিতে কিনতে পারলে শতকরা ২০ থেকে ৩০ ভাগ লাভ করা সম্ভব।