কিভাবে পাগড়ি বানানোর ব্যবসা শুরু করবেন
কিভাবে পাগড়ি বানানোর ব্যবসা শুরু করবেন

পাগড়ি বানানোর ব্যবসা
বিশে^র বেশির ভাগ বিবাহতে মানুষ পাগড়ি পরিধান করে থাকে। এটি বিবাহের কাজে ব্যবহার করা হয় বেশির ভাগ। এটি একটি জনপ্রিয় ব্যবসাক্ষেত্র। যার জন্য তরুণরা এই ব্যবসাটি শুরু করতে আগ্রহী। কারণ যতদিন বিবাহ চলবে এই ব্যবসায়ের চাহিদাও বাড়তে থাকবে। সারা বিশ্বে এর চাহিদা অনেক। এই ধরনের পাগড়ি সকল ধরনের জাতিরা পরে থাকেন। পাগড়ি ব্যবহারটি আমরা বাঙ্গালীরা সংস্কৃিত হিসেবে ব্যবহার করে থাকি। এই ব্যবসাটির মাধ্যমে আপনি অনেক লাভবান হতে পারেন।
অবস্থান: এই ব্যবসাটি পরিচালনা করার জন্য একটি ছোট দোকান হলেই যথেষ্ট। আপনি ইচ্ছা করলে আপনার বাড়িতেও এই ব্যবসাটি শুরু করতে পারেন। এই ব্যবসাটিতে জায়গার পরিমান কম লাগে। তবে জায়গাটি হতে হবে এমন এক স্খানে যাতে সকল মানুষ আপনার ব্যবসা স্থানটি দেখতে পায়।
সম্ভাব্য পুঁজি: পাগড়ি বানানোর ব্যবসা ব্যবসাটি শুরু করতে হলে আনুমানিক ৫০০০০ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হবে।
কেন পাগড়ি বানানোর ব্যবসা করবেন: বর্তমানে সময়ের সাথে সাথে এই ব্যবসার চাহিদা বেড়েই চলেছে। এতে ঝুঁকির পরিমান নেই বললেই চলে। বর্তমানে অনেক তরুনরা এই ব্যবসাটি শুরু করতে আগ্রহী। এই ব্যবসাটি শুরু করে সহজে আপনি লাভবান হতে পারেন। এটি সাধারনত একটি জনপ্রিয় ব্যবসা হিসেবে বিবেচিত হয়ে থাকে। কম পুঁজি বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করা যায়।
এই ব্যবসায়ের সম্ভাব্য লাভ: একটি পাগড়ি তৈরী করতে বেশি টাকা খরচ হয় না, মাত্র ৫০০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। ভালো মানের পাগড়ির দাম ৮০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ফলে দেখাযাবে আপনি একটি পাগড়ি থেকে ১০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত লাভ করতে পারেন।
কিভাবে শুরু করবেন : প্রথমে আপনাকে মোটা কাগজ দিয়ে পাগড়ির নকশা তৈরি করতে হবে। তারপর তাতে আঠা দিয়ে ফোম লাগাতে হবে। এই পাগড়িটিকে সুন্দর করতে আপনার পছন্দ অনুযাযী বিভিন্ন রংঙের কাপড় ,লেইস, পুঁতি ইত্যাদি দিতে পারেন এবং কাপড়টাকে মুড়িয়ে দিতে হবে যাতে পাগড়িটিকে সুন্দর দেখা যায়। এই কাজটির ডিজাইন করা হযে থাকে আলপিন ও আঠা দিয়ে।
বাজারজাত করন : বড় বাজারে বা মার্কেটে এবং ছোটো দোকানে এই পণ্যটি বিক্রি করে থাকে। বাজারে এই ব্যবসার প্রচুর চাহিদা রযেছে। পাকিস্তান ও মালয়েশিয়াতে এর ব্যাপক চাহিদা রয়েছে। ফলে এই ব্যবসায়ের মাধ্যমে রপ্তানির সুযোগ রয়েছে।
যোগ্যতা: এই ব্যবসাটি পরিচারনা করতে হলে তেমন কোনো প্রশিক্ষনের প্রয়োজন হয় না। খুব কম সময়ে এই কাজটি সম্পূর্ণ করা যায়। তবে ডিজাইনের জন্য সৃজনশীল হওয়া প্রয়োজন।