আতিথেয়তা এবং পর্যটন ব্যবসা ধারণা

আতিথেয়তা এবং পর্যটন ব্যবসা ধারণা

আতিথেয়তা এবং পর্যটন ব্যবসা ধারণা

আতিথেয়তা এবং পর্যটন ব্যবসা ধারণা

আধুনিক ব্যবসা শিল্পে আতিথেয়তা এবং পর্যটন ব্যবসা দিন দিন এগিয়ে যাচ্ছে। এটি বর্তমানে একটি মাল্টি বিলিয়ন ব্যবসা হিসেবে পরিগণিত হয়ে থাকে। এই ব্যবসা মূলত বহু কাজ করে থাকে যেমন রেস্টুরেন্ট, পরিবহন, হোটেল, ফটোগ্র্যাফি, ব্যবসা জনিত ভ্রমন, হলিডে প্যাকেজ, ক্যাম্পিং ইত্যাদি।

আতিথেয়তা এবং পর্যটন ব্যবসা ক্রমবর্ধমান ব্যবসা শিল্প। দিনে দিনে এ শিল্পের প্রসার ব্যাপকহারে বাড়ছে। স্থায়ী টাকা বিনিয়োগের জন্য পর্যটন ব্যবসা একটি উওম স্থান। এটি এমন একটি ব্যবসাক্ষেত্র যেখানে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা কম থাকে।

বর্তমানে বহু দেশ এবং উদ্যোক্তা আতিথেয়তা এবং পর্যটন ব্যবসাকে আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে বেছে নিয়েছে। উচ্চভিলাসী উদ্যোক্তাদের জন্য ট্যুরিজম ব্যবসা হতে পারে স্মার্ট ক্যারিয়ার গঠনের জন্য উপযুক্ত একটি ব্যবসাক্ষেত্র।  আতিথেয়তা এবং পর্যটন ব্যবসা শিল্পে আগ্রহী উদ্যোক্তাদের জন্য ৭টি উপযুক্ত ব্যবসা ধারনা নিয়ে নিচে আলোচনা করা হল।

ট্যুরিস্ট গাইড ব্যবসা

আতিথেয়তা এবং পর্যটন ব্যবসার অন্তর্ভুক্ত এ ব্যবসাটি বিনা পুঁজিতে অতি সহজেই শুরু করা যেতে পারে। এই ব্যবসাটিতে নিশ্চিত সফলতার জন্য আপনাকে একাধিক ভাষার উপর দক্ষ হতে হবে। এটি হতে পারে বাংলা, ইংলিশ, চায়না, হিন্দি, স্প্যানিশ, ফ্রান্স, পর্তুগিজ ইত্যাদি।

আপনি যেখানে এই ব্যবসাটি শুরু করতে চান, সেখানকার প্রতিটি র্দশনীয় স্থান ও ইতিহাস সম্পর্কে ভালো ভাবে জানা থাকতে হবে। সাবলীল যাভে যে কোন বিষয়ের উপর পর্যটকদের ব্যাখ্যা করার অভিজ্ঞতা থাকতে হবে। আপনাকে এমন একটা স্থানে অবস্থান করতে হবে যেন সহজেই পর্যটকদের রিসিভ করতে পারেন। সেটা হতে পারে এয়ারপোর্ট, ট্রাভেলস ও ট্যুর কোম্পানির রেফারেন্সে।

যানবাহন ভাড়া ব্যবসা

যানবাহন ভাড়া ব্যবসাটি হসপিটালিটি ও ট্যুরিজম শিল্পের অন্যতম একটি লাভজনক ব্যবসাক্ষেত্র। পর্যটকদের ভ্রমন উপযুক্ত স্থানে পর্যটকরা যেন ভ্রমন করতে পারে এমন অনেক ধরণের যানবাহন রয়েছে। যেমন মাইক্রো গাড়ি, স্পিডবোট, স্কুটার, মোটর সাইকেল, ঘোড়া ইত্যাদি।

পর্যটকদের জন্য প্রয়োজনীয় সকল যানবাহন ভাড়ার জন্য আপনি সংগ্রহে রাখতে পারেন। আপনার ব্যবসাটি এমন স্থানে স্থাপন করুন যেন সহজেই পর্যটকদের কাছে দৃশ্যমান হয় এবং তারা আসতে পারে। অতিরিক্ত ভাড়া নেওয়া থেকে বিরত থাকলে সুনাম ও সফলতা সহজেই আসবে।

ফটোগ্রাফি ব্যবসা

পর্যটন শহরে ফটোগ্রাফি হতে পারে কম টাকার একটি লাভবান ব্যবসা। আপনি যদি একজন পেশাদার ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে সহজেই শুরু করতে পারেন এই লাভজনক ব্যবসাটি। বিদেশী এবং স্থানীয় পর্যটকদের কাছে আনন্দের মুহূর্তগুলো ফ্রেমে বন্দি রাখার জন্য একজন ভালো ফটোগ্রাফের প্রয়োজনীয়তা অনেক বেশি। আপনি আপনার নিকটস্থ পর্যটন শহরের কোন আতিথেয়তা এবং পর্যটন কোম্পানির সাথে অংশীদার হয়েও ব্যবসাটি শুরু করতে পারেন।

কফি শপ

যে কোনো একটি পর্যটক শহরের চমৎকার ব্যবসা হলো কফি ক্যাফে। আপনি যদি হসপিটালিটি ও ট্যুরিজম শিল্পে একটি ব্যবসা প্রতিষ্ঠার কথা ভেবে থাকেন তাহলে এই ব্যবসাটি আপনার জন্য উপযুক্ত হতে পারে। আপনি বিমানবন্দর এলাকা, সী বিচ, অথবা কোন  ট্যুরিস্ট হোটেল এর পাশে সহজেই ব্যবসাটি শুরু করে স্বাবলম্বী হতে পারেন। জেনে নিন- কফি শপ ব্যবসার জন্য স্থান নির্বাচন

ওয়েলকামিং সার্ভিস

এটি একটি স্মার্ট এবং লাভজনক ব্যবসাক্ষেত্র। তরুন উদ্যোক্তাদের জন্য এটি একটি আনন্দদায়ক ব্যবসা হতে পারে। ওয়েলকামিং সার্ভিস একটি পর্যটন শহরে পর্যটকদের স্বাগতম জানায়। তাদেরকে দরকারী অন্যান্য সুযোগ সুবিধাসমূহ নিশ্চিতসহ উক্ত দেশের সকল ব্যবসায়িক সুবিধা পর্যটকদের চাহিদামতো অবহিত করা হয়ে থাকে।

অনলাইন হোটেল বুকিং ওয়েবসাইট

ট্যুরিজম সেক্টর থেকে ভালো উর্পাজনের জন্য অনলাইন হোটেল বুকিং ওয়েবসাইট হতে পারে একটি উপযুক্ত সিদ্ধান্ত। এ ব্যবসাটি শুরু করার জন্য আপনি আপনার শহরের ভালোমানের হোটেল, রেস্টুরেন্টের সাথে চুক্তি করে একটি অনলাইন হোটেল বুকিং সাইট খুলতে পারেন।

এই সাইটের মাধ্যমে আপনি গ্রাহকদেরকে কমিশন, ভাড়ার পরিমান, অন্যান্য সুযোগ-সুবিধা ইত্যাদি বিষয় সমূহ নিশ্চিত করে জানাতে পারেন। বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে এবং হোটেল কতৃপক্ষের নিকট হতে আপনি কমিশন প্রাপ্ত হয়ে লাভবান হতে পারেন।

রেস্টুরেন্ট

রেস্টুরেন্ট আরেকটি ব্যবসার ধারনা যা হসপিটালিটি ও ট্যুরিজম ব্যবসার অংশ। বেশির ভাগ পর্যটক পর্যটন এলাকার স্থানীয় জনপ্রিয় খাদ্যগুলো খেতে পছন্দ করেন। আপনি যে পর্যটন শহরে বা এলাকায় রেস্টুরেন্ট ব্যবসাটি শুরু করতে চান, সে শহর বা এলাকার বিখ্যাত জনপ্রিয় খাদ্যগুলোকে গুরুত্ব দিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন। এক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা অফার করে আপনি প্রচুর গ্রাহককে আর্কষন করতে পারেন। সঠিক স্থান নির্বাচন ও বিজনেস প্ল্যান এই ব্যবসাটিকে আরো সফল করে তুলবে।