দেশ গার্মেন্টস লেটেস্ট নিউজ

দেশ গার্মেন্টস লেটেস্ট নিউজ

দেশ গার্মেন্টস লেটেস্ট নিউজ

 

২২ ডিসেম্বর, ২০২১ দেশ গার্মেন্টসের ক্যাটাগরি পরিবর্তন

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত “দেশ গার্মেন্টস” বাংলাদেশের প্রথম শতভাগ-রপ্তানীমুখী গার্মেন্টস। দেশের শেয়ারবাজারে কোম্পানিটি শেয়ারের চাহিদা কম বেশি সব সময়ই চোখে পড়ে। শেষ অর্থ বছরে কোম্পানিটি ৫ শতাংশ  নগত বোনাস দিয়েছিল।

ডিএসই সূত্র মতে, ২৩ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

একই সাথে বিএসইসির নির্দেশনা মতে, ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

অন্যদিকে, একটু পিছনে তাকালে দেখা যায়, ১২ ডিসেম্বর ২০২১, কোম্পানিটির একজন পরিচালক Miss Vidiya Amrit Khan আগামী ৩০ দিনের মধ্যে ১৬৬৫০৫টি বিক্রির ঘোষণা দিয়েছে। যেখানে তার হাতে মোট শেয়ার আছে, ১১৩৩১৯৯টি।

একনজরে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ গার্মেন্টস এর মৌলিক তথ্য-

অনুমোদিত মূলধন (মিলিয়ন) – ১০০

পরিশোধিত মূলধন (মিলিয়ন) – ৭৫

অভিহিত মূল্য- ১০

মোট শেয়ার (সংখ্যা)- ৭,৫৩৪,৮৫৬

ব্যবসার খাত – টেক্সটাইল

তালিকাভুক্তির বছর- ১৯৮৯

মার্কেট ক্যাটাগরি- B