কেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়বেন এবং কোথায় চাকুরী পেতে পারেন

কেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়বেন এবং কোথায় চাকুরী পেতে পারেন

কেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়বেন এবং কোথায় চাকুরী পেতে পারেন

কেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়বেন এবং কোথায় চাকুরী পেতে পারেন

বর্তমান বিশ্বে ক্রমবর্ধমান শিল্প গুলোর একটি টেক্সটাইল শিল্প। প্রযুক্তির এই যুগে যে কয়টি পেশার সবচেয়ে বেশি চাহিদা রয়েছে তার মধ্যে টেক্সটাইল অন্যতম। চাহিদার তুলনায় এই পেশায় দক্ষতা সম্পন্ন লোকের সংখ্যা অত্যন্ত কম। বাংলাদেশে টেক্সটাইল শিল্পটি অতি দ্রুত গতিতে বিকশিত হচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যেই বিশ^মানের টেক্সটাইল শিল্পের কাতারে পৌছেঁ গেছে। ফলে এই শিল্পে দক্ষতা সম্পন্ন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।

টেক্সটাইল শিল্পে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা এতোটাই বেশি যে অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করার পূর্বেই শিক্ষার্থীদের চাকুরী হয়ে যায়।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে হলে শিক্ষার্থীদেরকে ৬০% মার্কস সহ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। তাছাড়া ভর্তি পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে। আরো পড়ুনঃ বিবিএ পড়ার যত কারন

কেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়বেন ?

গার্মেন্টস শিল্পে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাকুরীর ব্যাপক চাহিদা রয়েছে। একটি ক্রমবর্ধমান শিল্প হিসেবে যে কোন শিক্ষার্থী এই সাবজেক্টটি বেছে নিতে পারেন। অধ্যয়নরত যে কোন শিক্ষার্থীও যে কোন প্রতিষ্ঠানে ১০ হাজার বা ২০ হাজার টাকা বেতনে চাকুরী করতে পারেন। তাছাড়া প্রাতিষ্ঠানিক ডিগ্রী অর্জনের পর কর্মজীবনে প্রবেশের ৫/৬ বছর পরই একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের বেতন আনুমানিক ৬০ হাজার অথবা ৭০ হাজারে রূপান্তরিত হতে পারে। সাথে সাথে অন্যান্য সুযোগ সুবিধাও বৃদ্ধি পেতে থাকে।

কোথায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়বেন ?

একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হতে হলে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। বাংলাদেশের বহু সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে। বর্তমানে বাংলাদেশে ৪ টি পাবলিক টেক্সটাইল বিশ^বিদ্যালয় ও ৩৫ টি ডিপ্লোমা পর্যায়ের পাবলিক ইন্সটিটিউট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষার্থী ভর্তি করিয়ে থাকে। তাছাড়া বহু প্রাইভেট বিশ^বিদ্যালয়ও এই বিষয়ে শিক্ষা দিয়ে থাকে।

কোথায় চাকুরী করবেন ?

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর কেউ বেকার রয়েছে এমন নজির নেই। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জনের পর আপনি সরকারী বিভিন্ন টেক্সটাইল ইন্ড্রাস্টির পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন গার্মেন্টস ও বায়িং হাউজে উচ্চ বেতনে চাকুরী পেতে পারেন। তাছাড়াও বেসরকারী পর্যার্য় স্থাপিত দেশী বিদেশী বিভিন্ন টেক্সটাইল মিল, ফ্যাশন হাউজ, বুটিক হাউজ ইত্যাদিতেও চাকুরীর সুযোগ রয়েছে। আবার বিভিন্ন কম্পোজিট শিল্প, স্পিনিং ও উইভিং শিল্পেও টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কাজ করতে পারেন। তাছাড়া বিভিন্ন ব্যাংক ও শিল্প ঋণদানকারী প্রতিষ্ঠান শিল্প ঋণ বিতরন সংশ্লিষ্ট পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নিয়োগ করে থাকে। অর্থাৎ শুধুমাত্র দেশের অভ্যন্তরেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য বিশাল কাজের সুযোগ রয়েছে।

সর্বোপরি বলা যায় যে, বাংলাদেশে দিন দিন বেকারদের হার বৃদ্ধি পেলেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য কাজের একটি বিশাল সুযোগ রয়েছে। যে কেউ বিশেষায়িত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের মাধ্যমে নিজেকে একজন দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলে স্বপ্নীল কর্মজীবন শুরু করতে পারেন।