ছোট ব্যবসা শুরু করার জন্য ৫টি গোল্ডেন টিপস

ছোট ব্যবসা শুরু করার জন্য ৫টি গোল্ডেন টিপস

ছোট ব্যবসা শুরু করার জন্য ৫টি গোল্ডেন টিপস

ছোট ব্যবসা শুরু করার জন্য ৫টি গোল্ডেন টিপস

আমরা এর আগে ছোট ব্যবসা ব্যর্থ হওয়ার ৭ টি কারন কি তা জেনেছি। এছাড়া তারও আগে ব্যবসা শুরু করতে হলে যে দক্ষতা গুলো প্রয়োজন হয় তাও জেনেছি। চলুন আজকে ছোট ব্যবসা শুরু করার জন্য ৫টি গোল্ডেন টিপস জেনে নেই। এই বিজনেস টিপস গুলো আগে কখনই শেয়ার করা হয় নি।

#১ ব্যবসার জন্য সব কিছু Absorb করুন

আপনি যখন একটি বিজনেস আইডিয়া আপনার বন্ধু, ব্যবসা বিশেষজ্ঞ, বা পরিবারের সাথে আলোচনা করবেন তারা কি বলতে চায় তা শুনুন। এদের কাছ থেকে আপনি যে সম্মিলিত মতামত পাবেন তা আপনার ব্যবসার গ্রাহকরা কীভাবে প্রতিক্রিয়া করবে তার একটি প্রতিবিম্ব হতে পারে।

কেউ আপনাকে নিরাশ করবে, আবার কেউ আপনাকে উৎসাহমূলক উক্তি বলবে। তাদের কাছে যখন আপনি বিজনেস আইডিয়াটি শেয়ার করবেন তাদের শারীরিক ভাষা বুজতে চেষ্টা করুন। এতে আপনি আপনার নিজের একটি বুজ পাবেন। পজিটিভ বা নেগেটিভ কথা সমূহ নোট করে রাখুন। যা আপনার ব্যবসার পরিকল্পনার জন্য কাজে লাগবে।

#২ আবেগের সাথে জ্ঞান মিশ্রণ করুন

যে কোন ব্যবসায় সফল হতে হলে আপনার ঐ ব্যবসায় আবেগ থাকতে হবে। আবেগ আপনাকে ব্যবসায় এগিয়ে নিয়ে যাবে তবে জ্ঞান আপনাকে সঠিক দিকে নির্দেশ করবে। তাই আবেগের সাথে জ্ঞান মিশ্রণ করতে পারলে সফলতা খুব সহজেই আসবে।

ব্যবসা করাকে একটি গাড়ি চালনোর সাথে তুলনা করতে পারেন। আবেগকে গাড়ির গতি এবং জ্ঞানকে গাড়ির ব্রেকে হিসাবে মনে করুন। একটি গাড়ি যেমন গতি ও ব্রেক ছাড়া চলতে পারে না ঠিক তেমনি একটি ব্যবসা আবেগ ও জ্ঞান ছাড়া সফল হতে পারে না।

#৩ ব্যবসা নয়, সমাধান বিক্রি করুন

আপনার ব্যবসায় কি সেবা বা বিক্রি করবেন তা গুরুত্বপূর্ণ। এর চেয়ে বেশী গুরুত্বপূর্ণ আপনার ব্যবসার মাধ্যমে গ্রাহকের কোন সমস্যার সমাধান হবে। আপনাকে ব্যবসা নয়,  সমাধান বিক্রি করতে হবে।

ধরুন, আপনার এলাকায় একটি লন্ড্রি দোকান আছে যা এলাকার একদম শেষ মাথায়। মানুষের সেই লন্ড্রি দোকানে যেতে বেশ সময় ও শ্রম লাগে। এটি একটি সমস্যা। আপনি সেই সমস্যাকে সমাধান করার জন্য আরেকটি লন্ড্রি দোকান দিতে পারেন যেখানে গ্রাহক খুব সহজেই আসতে পারবে। আপনি চাইলে আপনার ব্যবসায় বেশী গ্রাহক পেতে লন্ড্রি হোম ডেলিভারীও শুরু করতে পারেন। যা সমস্যার সমাধানও হবে এবং আপনি ব্যবসায় বেশী এগিয়ে যাবেন।

#৪ ব্যবসায় খরচ কত হবে তা জেনে নিন

ব্যবসার ধারনা পাওয়ার পর ব্যবসার জন্য কত ব্যয় হবে তার হিসাব করে নিন। কম হিসাব বা বেশী হিসাব দু’ই ব্যবসার জন্য খারাপ। আপনাকে মাঠে নেমে সঠিক ব্যবসার ব্যয় জেনে নিতে হবে।

আপনি যখন কোন ব্যবসা শুরু করার জন্য ব্যয় নিয়ে ভাবছেন তখন আপনার ব্যক্তিগত ব্যয় ভুলে যাবেন না।

#৫ মনে করুন আপনার কাছে কোন টাকা নেই

ব্যবসায় আপনি সব সময় লাভ করবেন বিষয়টি এমন নয়। যেকোন ব্যবসায় আপনি লসের সম্মুখীন হতে পারেন। আপনার বর্তমান আয় কিভাবে হয়, আপনাকে ব্যবসায় কত টাকা বিনিয়োগ করতে হবে, আপনার কাছে এখন কত টাকা আছে তার হিসাব নিজেই করে নিন।

যদি আপনি ব্যবসায় অনেক লস করেন তাহলে পরবর্তীতে কিভাবে আবার ঘুরে দাঁড়াবেন তার ম্যাপ আগেই করে রাখুন।