ঘুমন্ত টাকা বনাম জীবিত টাকা
ঘুমন্ত টাকা বনাম জীবিত টাকা

ঘুমন্ত টাকা বনাম জীবিত টাকা
আর্টিকেলটির শিরোনাম এ রকমও হতে পারতঃ মৃত টাকা বনাম জীবিত টাকা। যাই হোক এবার আসি মূল আলোচনায়। ঘুমন্ত টাকা বলতে আমি আপনার জমাকৃত টাকাকে বুজিয়েছি এবং জীবিত টাকা বলতে আপনার বিনিয়োগকৃত টাকাকে বুজিয়েছি।
টাকা মূলত দুই ভাবে আমাদের কাছে থাকে বা আছে। এক সঞ্চয়ী টাকা এবং বিনিয়োগী টাকা। অনেকেই সঞ্চয়ী টাকা ও বিনিয়োগ কৃত টাকাকে এক করে ফেলে। এই দুই রকম টাকা দুই রকম মূল্য আছে, আলাদা উদ্দেশ্য আছে, আলাদা ভাবেই খরচ হয়।
ঘুমন্ত টাকা কি
ঘুমন্ত টাকা সেই সব টাকা যা আপনি মাসের পর মাস আপনার কাছে ক্যাশ করে বা সঞ্চয়ী হিসাবে জমা করে রেখেছেন। যার মূল্য এখন যা আছে এবং সামনের ৬ মাসেও একই থাকবে। যেমন ধরুন আপনি প্রতিমাসে বিশ হাজার টাকার আয় করছেন, ১৬ হাজার টাকা আপনার খরচ হচ্ছে এবং চার হাজার টাকা আপনার থেকে যাচ্ছে। এই অলস চার হাজার টাকাই আপনার জন্য ঘুমন্ত টাকা। আরো পড়ুন – ব্যবসায়ীদের জন্য শিক্ষাণীয় গল্প
ঘুমন্ত টাকার দরকার কি
অবশ্যই দরকার আছে। এই টাকাই আপনার বিপদের বন্ধু। জরুরী কোন প্রয়োজনে আপনি এই ফান্ড থেকে টাকা খরচ করছেন। হাসপাতাল বিল, রোগী দেখতে যাওয়া, হুট করে কিছু কেনা কাটা করা এই সবই আপনার এই ফান্ড থেকেই যায়। কিন্তু ঘুমন্ত টাকা যদি বেশী থাকে তাহলে অপব্যয় বেশী হয়। তাই অনুমান করে কিছু টাকা রেখে বাকী টাকা বিনিয়োগ করতে পারেন।
জীবিত টাকা কি
যেই টাকা আপনি একটি নিদিষ্ট সময়ের জন্য কোন একটি ব্যবসা বা বিনিয়োগের জন্য ব্যায় করবেন তাই জীবিত টাকা। এর মানে দাঁড়ায় আপনি আজকে যেই টাকা বিনিয়োগ করবেন আগামী ছয় মাসে সেই টাকাও থাকবে এবং কিছু লাভও হতে পারে।
যেমন আপনি একটি ছোট জমি কিনে রাখলেন, এবং ১/২ বছর পর বিক্রি করে দিলেন। আবার হতে পারে সেই জমিতে ২০০ গাছ লাগিয়ে দিলেন, ইত্যাদি। কিন্তু যেই ফান্ডে আপনি বিনিয়োগ করুন না কেন তা যেন হালাল হয় সেই দিকে খেয়াল রাখুন।
জীবিত টাকার দরকার কি
এটি একটি দৃশমান বিনিয়োগ। সম্পদশালী হতে হলে বিনিয়োগের বিকল্প নেই। আপনি একটি একক আয় দিয়ে জীবন চালাতে পারেন না। যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে বিনিয়োগ করে একটি বাড়তি আয়ের পথ খুঁজে নিতে হবে।