কেন বিবিএ পড়বেন এবং কোথায় চাকুরী পেতে পারেন
কেন বিবিএ পড়বেন এবং কোথায় চাকুরী পেতে পারেন

কেন বিবিএ পড়বেন এবং কোথায় চাকুরী পেতে পারেন
আমাদের দেশে বর্তমানে সব থেকে পঠিত বিষয় হচ্ছে বিবিএ। দেশী, বিদেশী কিংবা বহুজাতিক কোম্পানির বড় বড় পদ দখল করে আছে বিবিএ ও এমবিএ পড়ুয়া শিক্ষার্থীরা। দ্বাদশ শ্রেণীর পর একটি উপযুক্ত কোর্স নির্বাচন আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিদ্বান্ত।
ঐতিহ্যগত ভাবে যদিও মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স সহ অনেক বিকল্প সাবজেট রয়েছে, তবুও স্নাতক পর্যায়ে বিবিএ পড়ুয়াদের সংখ্যাই বেশী। বিবিএ ও এমবিএ দ্রুতগামী কর্মজীবনের নিশ্চয়তা প্রদান করায় অগ্রাধিকার ভিত্তিতে জনপ্রিয় হয়ে উঠছে।
ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি ব্যবস্থাপনা ও ব্যবসা নীতিমালা সম্পর্কিত মৌলিক শিক্ষা প্রদান করে। বিবিএ পড়ুয়া শিক্ষার্থীরা কম্পিউটার সহ তথ্য ব্যবস্থা, হিসাব-নিকাশ, বিপণন ও আন্তর্জাতিক ব্যবসা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ পারদর্শী হয়ে থাকেন। যারা ব্যবসা পরিচালনা ও প্রশাসনিক পদে কর্মজীবন শুরু করতে চান বিবিএ কোর্স তাদের জন্য একটি সঠিক সিদ্ধান্ত হতে পারে।
কেন বিবিএ পড়বেন?
যারা ব্যবসা ও কর্পোরেট চাকুরী কথা চিন্তা করেন তারা বিবিএ কে উচ্চ শিক্ষার দিকে প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে পারেন। বিবিএ কোর্স পেশাদার ব্যবস্থাপকদেরকে পেশাজীবনের প্রাথমিক পর্যায়ে পেশাদারী দক্ষতা অর্জনের সুযোগ প্রদান করে। এই কোর্সটি নেতৃত্ব, যোগাযোগ, দক্ষতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সিদ্বান্ত গ্রহণের মতো ব্যবসায়িক দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ স্তর।
বিবিএ কোর্স একটি নূন্যতম চার বছরের কার্যক্রম যা একজন ছাত্রকে ব্যবসায়িক ব্যবস্থাপনা ও ব্যবসায়িক দক্ষতার মৌলিক ধারণা গুলো শিখতে সহায়তা করে। এই কোর্সটি হিসাবরক্ষণ নীতিমালা, ব্যবসা অর্থনীতি, ব্যবসা আইন, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন ইত্যাদি শিখার জন্য যথেষ্ট। এই কোর্সটি সম্পন্ন করে যে কেউ একটি লাভজনক পেশায় নিজেকে সম্পৃক্ত করতে পারেন। বিবিএ এমন একটি কোর্স যা আপনাকে ব্যবস্থাপনা দৃষ্টিভঙ্গি বিকাশে সুযোগ প্রাদন করতে পারে।
এমনকি যারা এমবিএ কোর্স সম্পন্ন করতে আগ্রহী না, বিবিএ কোর্স তাদের জন্যও ভাল কাজের সুযোগ খোঁজার জন্য যথেষ্ট। তবে যদি নিজেই নিজের ব্যবসা শুরু করতে চান তাহলে এমবিএ না করলেও চলে।
বিবিএ’ র গুরুত্ব কী ?
বিবিএ একটি সহজ কোর্স। যদি শিক্ষার্থীদের ব্যবসায়িক মনমানসিকতা থাকে তবে বিবিএ একটি সেরা প্লাটফর্ম। বিবিএ অর্ধ্যয়ন বাজারের সমস্ত প্রাসঙ্গিক ও মৌলিক জ্ঞান পেতে একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ সহায়তা করতে পারে। সার্বিক ভাবে ব্যবসার সম্পর্কে সমস্ত জ্ঞান অর্জন করতে বিবিএ ডিগ্রি খুবই গুরুত্বপূর্ণ।
বিবিএ ডিগ্রির জন্য যোগ্যতা
বিবিএ কোর্সে ভর্তি হতে হলে একজন শিক্ষার্থীকে কর্মাস বিভাগ থেকে ৮০% মার্ক সহ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। তাছাড়া বিবিএ ভর্তি পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে।
কোন কোন পদে চাকুরী করতে পারবেন ?
বর্তমানে বিবিএ পড়–য়া শিক্ষার্থীদের জন্য চাকুরীর একটি বড় বাজার তৈরি হয়েছে। আপনার বিবিএ কোর্স সম্পন্ন হওয়ার পর আপনি এডমিন সহকারী হিসেবে চাকুরী অনুসন্ধান করতে পারেন। বিবিএ পড়–য়া শিক্ষার্থীদের জন্য এটিই সবচেয়ে উপযুক্ত পদ।
তাছাড়া ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে আপনি মার্কেটিং ম্যানেজার, ফাইন্যান্সিয়াল ম্যানেজার, প্রোজেক্ট ম্যানেজার, জেনারেল ম্যানেজার পদেও আবেদন করতে পারেন।
সব শেষে বলা যায় যে, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে বিবিএ কোর্স একটি সময়োপযোগী ডিগ্রি। এই কোর্সটি সম্পন্ন করে যে কেউ প্রতিযোগীতাশীল চাকুরীর বাজারে নিজেকে সম্পৃক্ত করতে পারেন।