কিভাবে ফটোগ্রাফার হওয়া যায়
ফটোগ্রাফার হবেন যেভাবে

ফটোগ্রাফার ক্যারিয়ার
ইংরেজি শব্দ Photography যার বাংলা অর্থ আলোকচিত্রশিল্প। আর ফটোগ্রাফার হলো এমন একজন ব্যক্তি যিনি ফটোগ্রাফি বা আলোকচিত্রশিল্পকে পেশা হিসাবে নিয়ে থাকেন। ছবি তোলার দক্ষতা কাজে লাগিয়ে একটি স্বাধীন পেশা হতে পারে ফটোগ্রাফি। আপনার যদি ছবি তোলার সখ থেকে থাকে তাহলে আপনি আপনার সখ পূরণের পাশাপাশি একটি লাভজনক ব্যবসা ও পেশা হিসাবে ফটোগ্রাফার হতে পারেন। এটি একটি সেবা ভিত্তিক ব্যবসা আইডিয়া। আজকে এই পোস্টে জানার চেষ্টা করব কিভাবে ফটোগ্রাফার হওয়া যায়।
ফটোগ্রাফির প্রকারভেদ
আসলে ফটোগ্রাফির প্রকারভেদ গুনে শেষ করা যাবে না। কম করে হলেও ৩০ ধরণের ফটোগ্রাফি রয়েছে। তার মধ্যে যেসব ফটোগ্রাফির চাহিদা বেশী তার কিছু নাম নিচে উল্লেখ করা হল।
১। ফুড ফটোগ্রাফি
২। ফ্যাশন ফটোগ্রাফি
৩। বিবাহ ফটোগ্রাফি
৪। ডক্যুমেন্টারি ফটোগ্রাফি
৫। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি
৬। নেচার ফটোগ্রাফি
৭। মেডিক্যাল ফটোগ্রাফি
৮। ট্রাভেল ফটোগ্রাফি
৯। আন্ডারওয়াটার ফটোগ্রাফি
১০। স্পোর্টস ফটোগ্রাফি
১১। ক্যানডিড ফটোগ্রাফি
১২। স্টক ফটোগ্রাফি
এছাড়াও আরো অনেক ফটোগ্রাফি রয়েছে। আশা করছি ভবিষ্যতে এই সব ফটোগ্রাফির প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত ধারন দিতে পারব। এবার মূল আলোচনার আসি।
ফটোগ্রাফার হতে হলে চাই ফটোগ্রাফির দক্ষতা
এটি এমন একটি পেশা যেখানে আপনার দক্ষতার জন্য ভাড়া নেওয়া হবে। আপনার দক্ষতা ভেদে চার থেকে পাঁচ ঘণ্টা কাজ করে ৩০০০ টাকা থেকে ৫০০০০ টাকা আয় করতে পারবেন। একবার ভাবুন কেন আপনাকে মাএ এত অল্প সময়ের জন্য এত টাকা দিবে? তাই যেন তেন ছবি তোলার দক্ষতা অর্জন করলেই চলবে না। আপনার তোলা ছবিতে জীবন্ত প্রানের ছোয়া ফুটিয়ে তুলতে হবে।
ফটোগ্রাফার হতে হলে যেসব সরঞ্জাম দরকার
প্রফেশনাল ফটোগ্রাফার হতে হলে আপনাকে মান সম্মত সরঞ্জাম কিনতে হবে। এই ব্যয় আপনার এই পেশার প্রধান ব্যয়। তাই শুরুতেই ভাল মানের ক্যামেরা, লেন্স, মেমরি কার্ড, ফ্ল্যাশ, tripod, monopod, কার্ড রিডার ও ক্যামেরা ব্যাগ কিনতে হবে। এছাড়া ছবি এডিটিং করার জন্য ভাল মানের ল্যাপটপ ও সফটওয়্যার থাকতে হবে।
সব চেয়ে ভাল হয় যদি আপনি এই সব সরঞ্জাম আগে ভাড়া নিয়ে নিজের দক্ষতা যাচাই করতে পারেন। এছাড়া আপনার ব্যবসা প্রসারে একটি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম থাকতে হবে।
ছবি তোলা অনুশীলন করুন
যত বেশী অনুশীলন করতে পারবেন তত বেশী আপনার দক্ষতা বাড়বে। এছাড়া আপনার ফটোগ্রাফি সরঞ্জাম সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানতে হবে। ছবি তোলার জন্য আলো খুবই গুরুত্বপূর্ণ। কোন আলোতে কি রকম ছবি উঠে তা বুজতে হবে। সম্ভব হলে ফটোগ্রাফি ক্লাস করুন। অনলাইন ক্লাস বা কোন প্রফেশনাল ফটোগ্রাফার থেকে ছবি তোলার দক্ষতা হাতে কলমে শিখার চেষ্টা করুন।
ছবি তোলার ব্যক্তিগত স্টাইল খুঁজে বের করুন
ফটোগ্রাফি একটি শিল্প যেখানে সবার আলাদা ছবি তোলার স্টাইল থাকে। কখনই কাউকে অন্ধের মত কপি করতে যাবেন না। তাহলে নিজের স্টাইল হারিয়ে ফেলার সম্ভবনা থাকে। আপনার নিজস্ব ধরন খুঁজে বের করুন। এটি খুঁজে পাওয়া কঠিন হলেও অসম্ভব নয়।
ছবি এডিটিং করতে দক্ষ হতে হবে
ফটোগ্রাফার হতে হলে আপনাকে যেমন ভাল ছবি তোলার দক্ষতা থাকতে হবে ঠিক তেমনি ভাল এডিটিং এর দক্ষতাও থাকতে হবে। প্রথম দিকে আপনাকে নিজেকেই এডিটিং এর কাজ করতে হতে পারে। তাই ছবি এডিটিং সম্পর্কে ভাল অভিজ্ঞতা থাকতে হবে।
অনলাইন পোর্টফোলিও বানান
আপনার অনলাইন পোর্টফোলিও আপনার পেশার ডিজিটাল প্রেজেন্টেশন। অনলাইন পোর্টফোলিও বানাতে আপনার একটি ওয়েবসাইট থাকা চাই। যেখানে আপনার তোলা সেরা ছবি থাকবে, আপনার সম্পর্কে মানুষ জানতে পারবে। তাই ওয়েবসাইটি যতটুকু সম্ভব প্রফেশনাল ভাবে বানান। আপনি ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুক পেইজে আপনার তোলা সেরা ছবি প্রকাশ করতে পারেন।
স্থান পরিদর্শন করুন
যখন আপনাকে কোন বিবাহ বা অন্য কোন অনুষ্ঠানের জন্য ফটোগ্রাফার হিসাবে ভাড়া করা হবে তখন আপনার উচিত হবে আগেই সেই অনুষ্ঠানের স্থান পরিদর্শন করা। কেননা, এটাই একজন প্রফেশনাল ফটোগ্রাফারের কাজ। এটি ভাল ছবি তোলার সম্ভবনা বাড়িয়ে দেয়।
ব্যাকআপ সরঞ্জাম সাথে রাখুন
আপনি যতই ছোট বা বড় ফটোগ্রাফির কাজ করুন না কেন সব সময় ব্যাকআপ সরঞ্জাম সাথে রাখতে হবে। ধুরন কোন একটি বিবাহ অনুষ্ঠানে আপনাকেই একমাএ ফটোগ্রাফার হিসাবে ভাড়া করা হয়েছে এবং আপনি সেই অনুষ্ঠানে গিয়ে দেখলেন আপনার ক্যামেরা কাজ করছে না। ভাবুনতো বিষয়টা কেমন হবে? তাই সব সময় ব্যাকআপ সরঞ্জাম সাথেই রাখুন।
ন্যায্য মূল্য নির্ধারণ করুন
আপনার দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তি করে একটি ন্যায্য মূল্য নির্ধারণ করুন। অনেক ফটোগ্রাফার আছেন যারা কম টাকা পাবে বিধায় কাজ না করেই বসে থাকে যা একটি ভুল সিদ্ধান্ত। অতিরিক্ত মূল্য ও কম মূল্য দু’ই খারাপ।
সময় সচেতনতা
আপনি যদি এখন বিবাহ ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে আপনাকে সময় সচেতন হতে হবে। অনুষ্ঠান শুরুর কম পক্ষে আধা ঘণ্টা পূর্বে আপনাকে স্থানে পৌঁছাতে হবে।
বন্ধুসুলভ আচরন
একজন সফল ফটোগ্রাফারের যে সব গুন থাকে যা তাকে আরো সফল করে তার মধ্যে অন্যতম গুন বন্ধুসুলভ আচরন।
যোগ্যতা
ভালো ছবি তোলা, এডিটিং, যোগাযোগ করার দক্ষতা, সময় সচেতনতা, রেফারেন্স নেওয়া দক্ষতা আপনাকে এই ব্যবসায় সফল করবে বলে বিশ্বাস করছি। অনেক শুভ কামনা রইল।