কিভাবে জেনারেটর সেবা প্রদান করে ব্যবসা করবেন
জেনারেটর সেবা প্রদান করে ব্যবসা

জেনারেটর সেবা প্রদান করে ব্যবসা
মানুষের দৈনন্দিন জীবনে একটি বিরক্তিকর ও কষ্টদায়ক মূহুর্তের নাম হলো লোড শেডিং। কেননা বর্তমান প্রযুক্তির যুগে বিদ্যুৎ ছাড়া যখন এক সেকেন্ডও কল্পনা করা যায় না, সেখানে ঘন্টার পর ঘন্টা লোড শেডিং কতটা বিপত্তি বাধে সেটা সহজেই অনুমেয়। আর এই লোড শেডিংয়ের রুটিন মাফিক ভোগান্তি ও অসহ্য যন্ত্রণা থেকে মানুষকে সাময়িক সময়ের জন্য বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটর দ্বারা সেবা প্রদান করা যেতে পারে।
ব্যবসার দিক বিবেচনায় এটি একটি সেবামূলক ও সৃজনশীল ব্যবসার ধারণা। আপনার আশপাশের মহল্লা, বাসাবাড়ির বাসিন্দা এবং স্থানীয় বাজারে জেনারেটর সেবা পৌছেঁ দিয়ে আপনিও অর্থ উপার্জনের একটি মোক্ষম সুযোগ বেছে নিতে পারেন। বেকার ও তরুণ যুবকরা নিজেকে একজন স্বাবলম্ভী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য এই জেনারেটর সার্ভিস প্রদান ব্যবসাটি করে উন্নত ক্যারিয়ার গঠন করতে পারে।
ব্যবসার অবস্থান
এটি একটি গৃহ কেন্দ্রিক ব্যবসাক্ষেত্র। নিজের বাড়িতে কোন খালি ঘর বা জায়গাকে কাজে লাগিয়ে এই ব্যবসাটি শুরু করা যেতে পারে। একটা জেনারেটর রাখার মত ঘর হলেই চলে। তবে জেনারেটর অনেক শব্দ করে তাই আশে পাশের মানুষের কথা মাথায় রেখেই ঘর নির্ধারণ করতে হবে।
কেন জেনারেটর সেবা ব্যবসাটি শুরু করবেন
এটি একটি সহজ ব্যবসার ধারণা। এই ব্যবসাটি পরিচালনা করতে বাড়তি কোন ঝামেলা পোঁহাতে হয় না। এই ব্যবসাটি শুরু করতে খুব বেশি মূলধনের প্রয়োজন হয় না, মাঝারি মানের মূলধনই যথেষ্ট। এই ব্যবসায় ঝুকিঁ নেই বললেই চলে। এই ব্যবসায় লাভের পরিমাণ বেশি। এটি একটি ঝামলাহীন ব্যবসা ও সহজে পরিচালনা করা যায় বিধায় অনেক উদ্যোক্তাই এই ব্যবসাটি শুরু করতে আগ্রহী। তাছাড়া কোন কর্মী ছাড়াই ব্যবসা শুরু করা যায় যা অন্য ব্যবসায় চিন্তা করা যায় না।
বিনিয়োগ
জেনারেটর ও তাড় ছাড়া তেমন কিছুর প্রয়োজন হয় না। এই ব্যবসাটি শুরু করতে আনুমানিক ১ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হয়।
কিভাবে জেনারেটর সেবা ব্যবসাটি শুরু করবেন
মেশিন রাখার জন্য একটি ঘর প্রস্তুত করতে হবে। তারপর একজন দক্ষ ইলেকট্রিশিয়ান নিয়োগ করতে হবে। এরপর জেনারেটরটি ঘরে স্থাপন করে করে অধিক ফেসের তার দ্বারা গ্রাহকদের ঘর বা ব্যবসা প্রতিষ্ঠানে সংযোগ দিতে হবে। একটি ১০ ওয়াটের জেনারেটর দ্বারা সাধারণত ১০০ টি লাইট ও ৪০ টি ফ্যান চালানো যায়। এই ভাবে এই ব্যবসাটি শুরু করতে হয়।
সাধারণত বাসা বাড়ি ও মার্কেট বা বাজারের দোকানিরা এই ব্যবসার প্রধান ভোক্তা। আশা করছি ভোক্তা নিয়ে তেমন সম্যাসা হবে না।
কোন যোগ্যতা দরকার আছে কি?
জেনারেটর সেবা ব্যবসাটি শুরু করতে তেমন কোন যোগ্যতার প্রয়োজন হয় না। একজন দক্ষ ইলেকট্রিশিয়ান নিয়োগ করে সহজেই ব্যবসাটি পরিচালনা করা যায়। তবে বাড়ী বাড়ী দিয়ে মার্কেটিং ও বিল তোলার যোগ্যতা থাকতে হবে।
জেনারেটর সেবা দিয়ে ইনকাম
এই ব্যবসায় সংযোগের উপর আয় নির্ভর করে। সংযোগ যত বেশি হবে আয় তত বেশি হবে। এই ব্যবসাটি শুরু করে মাসিক ৩০০০০ টাকা থেকে ৪০০০০ টাকা পর্যন্ত আয় করা যায়।